Tuesday, June 11, 2019
জগৎ সংসার
জগৎ সংসার
এম এ মাসুদ রানা
আপন আপন করিয়া, কাঁদিলাম জনমভর
কী পেলাম, সেই কান্নার ফল?
কান্না করিয়া কাতোর হলাম
নিরাশ হইলাম আবশেষে, বুঝল না কেউ।
হেলেদুলে দিন গেল, বুঝলে না জীবনের হাল,
এই ভাবে কি আর চলবে কত কাল।
জীবন হলো কঞ্চি বাঁশের মতো,
জন্ম নেওয়ার সাথে ভাঙ্গে অবিরত।
ধনীরা ধন বাড়ায়, গরীবের তুলে পিঠের ছাল
দয়াল দয়ালেরে তোমার কী কোন দয়াময়া নাই?
জীবন দিলা জীবনের তরে, সদায় করিবো বাস
সদায় চলিবো সদায় বলিবো এমন ছিল আশ,
কেমনে হল নিরাশার ভীতরে বাস।
আশায় আশায় আছি, আমি হবো যে, সুখী।
যে, সুখের তরে ষাট লক্ষ বীর আছে উচ্চতরে,
না সিধীলে বিধিয়া কেবল, নর জনম ভর।
Wednesday, June 5, 2019
অভিমানী ভুলে যেওনা
অভিমানী ভুলে যেওনা
এম এ মাসুদ রানা
অভিমানী, চলে যেওনা…!
সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুভাস মাখিয়ে,
এখনো বলা হয়নি ভালবাসি!
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায় শিশিরে সিক্ত করা হয়নি।
উচ্ছল প্রকৃতির চোখে চোখ রেখে,
এখনো তোমার মোহে সন্মুহিত হইনি।
নিশ্চুপ গভীর মায়ায় জড়িয়ে ধরা হয়নি!
গুধুলী লগ্নে তোমার মায়াবী মুখে সপর্শ করা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
এখনো তোমায় ভালই বাসা হয়নি!
তোমার চোখে সার রং মাখিয়ে,
পৃথিবীর বুকে আল্পনা করা হয়নি।
তোমার হাসিতে মুখোরিত পুষ্প কাঁননে,
বিহঙের কলতান শুনা হয়নি!
একটা রাত তোমার আবেশে শিহরিত হইনি!
ভোরের মিস্টি আলোয় চোখ মেলে,
তোমার উস্কোখুস্কো চুলে বিলি কাটা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
তোমায় এখনো ভালবাসাই হয়নি!
তোমায় ছাড়া যার ভোর হয়,
সে তো বড় হতভাগিনী!!
তোমার আবেশে যার চোখের পাতা এক না হয়,
সে তো কলংকিনী!
অভিমানী, চলে যেওনা!
সবে তো এলে!
এখনো ভালবাসাই হয়নি!
সবে তো দেখা হলো..!
তোমার ভাগ্যে আমার জীবন শুরু হলো।।
এখনো ভালবেসে ভালবেসে ক্লান্ত হইনি।
সবে তো তোমার ইচ্ছেয় আমার পথ চলা শুরু হলো,
এখনি থেমে যেতে বলোনা!
সবে তো তোমায় ভালবাসলাম।
এখনো ছন্দের সুঁতোয় শব্দ দিয়ে কবিতা লিখা হয়নি।
অভিমানী…..
চলে যেওনা…!
সবে তো এলে,
এখনো ভালবাসাই হয়নি।
Monday, June 3, 2019
কষ্টের সীমানা
কষ্টের সীমানা
এম এ মাসুদ রানা
কষ্টের সীমানা কতদুর ?এর শুরু কোথায়? শেষ কোথায় ?
কারো কষ্ট মুহুর্ত মাত্র,
কারো কষ্ট অষ্টপ্রহর।
কারো কষ্ট সপ্তাহ, মাস বা বছর,
কখনো বা যুগ !
কারো কষ্ট জীবনের অন্তিম শয়নেই সমাপ্তি টানে।
কারো কষ্ট শুকতারার মত হঠাত খসে পরে।
কারো কষ্ট ইন্দুরবির মত পালাক্রমে আসে।
কারো কষ্ট তমঃবিষাদে নক্ষত্রের মত জ্বলে।
কারো কষ্টে কষ্টেই গাঁথা সুখের মালা।
কষ্টের সীমানা কতদুর ?
কারো কষ্ট এলোমেলো, কারো কষ্ট একা।
কারো কষ্ট নিরবে কাঁদে, যায়না তারে দেখা !
কারো কষ্ট দিন দুপুরে, কারো কষ্ট রাতে,
কারো কষ্ট লালে লালে নীল,দাগ কেটে রয় সুপ্রভাতে।
কারো কষ্ট নস্ট বলে, নস্টেই কাব্যের কষ্ট ,
নস্টে নস্টে এক জীবন হারে, কষ্টের গল্পটি স্পস্ট।
কষ্ট আমার চোখের কোনে, বুকে কষ্টের মরুভুমি,
কষ্ট আমার একলা রাতের, কষ্ট আমার তুমি।
কষ্টের সুতোয় কাব্য গাঁথি ,কষ্টেই আমি বাঁধা ,
অশ্রু দামে কষ্ট কিনি, কষ্টেই সুখ গাঁথা ।
কষ্ট আমার একটা আকাশ, বরফ গলা নদী,
কষ্ট আমার একটা অতীত, ছুঁয়ে দেখতে যদি।
কষ্ট আমার ঘরের চোকাঠে, শীতল পায়ে হাটে,
কষ্ট নড়ে চোখের ভিতর, কষ্টের কোলে বছর কাটে।
কষ্ট আমার দুপুর বেলা, কষ্ট একলা রাতি,
কষ্ট বুকের ভাসমান পাঁজর,কষ্ট পথের সাথী।
কষ্ট তোমার বিমুখ হওয়া, কষ্ট জলরাশি,
কষ্টের সাথে সন্দ্বি আমার, কষ্টে কষ্টে হাসি।
কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা, কষ্টেই যত ভয়,
কষ্ট আমার গোপন রাতের, সন্দ্ব্যাতারা সাক্ষী রয়।
Saturday, June 1, 2019
মা
__________মা____________
____এম এ মাসুদ রানা_______
মা!
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।
মা'গো!
তোমার আমার একই নরীতে বাধা প্রান
ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।
তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।
মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।
তোমার বকনিতে মধু মাখা
মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে।
(শূন্য )ফাঁকা !
আমি অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○
____এম এ মাসুদ রানা_______
মা!
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।
মা'গো!
তোমার আমার একই নরীতে বাধা প্রান
ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।
তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।
মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।
তোমার বকনিতে মধু মাখা
মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে।
(শূন্য )ফাঁকা !
আমি অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○
Tuesday, May 21, 2019
কালবৈশাখী
কালবৈশাখী
এম এ মাসুদ রানা
এক বৈশাখে নদীর বাঁকে
চৌরাস্তা বাজারে,
দলে দলে কোলাহলে
যেই না সবাই ঘাটে।
আকাশ কালো বজ্র আলো
উল্থাল জমিন পর,
এমনি হলো এলোমেলো
কালবৈশাখী ঝড়।
হাওয়ার তোরে সবই ওড়ে
লন্ডভন্ড হলো বালিয়াডাঙ্গী,
ঝড়ের সাথে বৃষ্টি নামে
যায় ভেঙ্গে গাছ-পালা ও বাড়ি।
তৃপ্ত হাওয়ায় দগ্ধ দেহে
শীতল পরশ মনে,
বোশেখ এলে কালবৈশাখী
ভাবায় ক্ষণে ক্ষণে।
Monday, May 20, 2019
অব্যক্ত কথা
________ অব্যক্ত কথা ___________
******* এম এ মাসুদ রানা *******
তুমি ছিলো আমার প্রথম ভাল লাগা
ভাল লাগাতে হয়েছিল ভালবাসা,
ভালবাসা নিয়ে ফুটল ভালবাসার ফুল
ভালবাসার ফুলে হয়েছিলও মালা
পরবো পরবো বলে হল না পরা।
আজও ভালবাসি বড় বেশি তোমায়
তোমার কথা মনে পরে বারে বারে,
প্রানটা হয় ব্যাকুল।
ভূলি নাই আমি , তুমিও রেখেছে মনে
হৃদয়ের গভীর অতলে।
আজ বহু দিন পড়ে মনে পরে যায়
আছড়ে পড়ে হৃদয়ে স্মৃতির ঢেউ,
যেমনি আছি আমি ,তুমিও ঠিক তাই,
কিছুটা ভাজ বদনে।
মনের সজীবতা ,চাওয়ার গভীরতা
একটুও পরিবর্তন হয়নি এখনো।
Friday, May 17, 2019
অবসান
~~~ অবসান ~~~
~ এম এ মাসুদ রানা ~
স্মৃতির পাতায় আজো
তুমি পুস্প হয়ে ফুটে।
পুরোনো সব স্মৃতিচারণ,
উঁকিঝুঁকি মারে মনের ঘরে।
মন আজ্ঞিনায় বাতাস হয়ে
রোজ আসো আমার বাতায়নে।
রাত্রি হলে আকাশের মাঝে
চাঁদ হয়ে ভাসো মনের গভীরে।
আলোয় আলোয় অনুভূতি ছড়ায়
সেই স্মৃতি যেন আসে আমার পাশে।
তবুও যে আমার থাকে পেরেশান
থাকে পাওয়ার সব আয়োজন
সেই স্মৃতি কবে হবে অবসান।
Tuesday, May 14, 2019
যৌবনের গান
যৌবনের গান
এম এ মাসুদ রানা ------------------------------------সোনামনি, সোনামনি,
আমরা কচিকাচার দল
দেশের মোরা কর্ণধার হবো,
দেশটাকে গড়বো নতুন করে
এটাই করবো মন বল।
ছুটছি মোরা দুরন্ত নেশায়
শিশু থেকে কৈশরে,
কৈশর থেকে যৌবনে,
নীল আকাশ ছুইয়ে দিবে ,
রংধনুর সব রং রাঙ্গিয়ে নিবো,
সততা বিশ্বাসের রশ্মি দিয়ে।
দেশটাকে গড়বো মোরা
যৌবনের গান........ ।
নতূন সূর্য আনবো মোরা,
দূর্নীতিকে রুখে দিবো
তোরা দেখবে বসে সবে।
দুলদুল ঘোড়ায় চড়বো মোরা,
দুরন্ত বেগে ছুটবো মোরা,
দেশ হতে দেশান্তরে।
সোনার বাংলা গড়বো মোরা
যৌবনের গান........ ।।
Sunday, May 12, 2019
ছোট্টো পাখি
ছোট্টো পাখি
__ এম এ মাসুদ রানা ____
সবুজ বনের ছোট্ট পাখি
অবুঝ তার মন!
জানে না এই জগৎ জুড়ে
আছে অন্য জন!
কে আপন কেইবা তার পর
জানতে চাই না কখন
আপন মনে ঘুরে বেড়ায় ঘুরে
সুখ থাকে না যখন।
নীল আকাশের বুকে বসে
আছে সে মহাসুখে
তাইতো সে নিজে দুঃখ ভুলে
থাকতে চাই সুখে!
Wednesday, May 8, 2019
নারী
এম এ মাসুদ রানা
হে মুসলিম নারী,
কিছু কথা বলি
তোরা শোন, তোরা শোন,
পার্লারে কেন যাও?
ওজুর পানির চেয়ে,
ভালো মেকাআপ
পৃথবীতে আছে বল কী?
তোদের সৌন্দর্যের প্রকৃত রুপ
ঢাকা পরে বেরঙ্গের মেকআপে!
মেয়েদের সম্মান বাড়ে শুধু
পর্দা আর ইবাদতে।
তাই বলি কি শোন
দুনিয়াবি ও মেকআপ ছেড়ে
দীন ইসলামের পথে চলো!!
এই পথেতে পাবে তোরা
জান্নাতের আলো!!
Sunday, May 5, 2019
শ্রাবণ
_______ শ্রাবণ _________
___ এম এ মাসুদ রানা ___
আকাশ ঘিরে মেঘ করেছে
ডাকছে কড়কড়!
বৃষ্টি হবে মুষলধারে খবর
শুনে সবাই জড়সড়,
সূয্যি মামা দেয় দিবে না
কথায় হবে না নড়চড়।
রোজ সকালের স্নিগ্ধ আলো
আছরে পরা ভূবন মাঝে,
হৃদয় দুয়ার খুলে দিয়ে থাকি
সকাল সন্ধ্যা সাঁঝে।
চোখে জমা বিষাদ টুকু
কলো মেঘের সাথে,
যাক নিমিষে ধুয়ে সকল
বৃষ্টি ভেজা রাতে।
ভালোবাসার নামবে শ্রাবণ
মনের ছুঁয়ে যাবে যাতে।
Friday, May 3, 2019
নীল পরী
_____ নীল পরী ______
__ এম এ মাসুদ রানা __
নীল আকাশের নীল পরীরা
উড়ছে দিবানীশি,
আমার বাড়ি আসলে তরা
বাজবে সুখের বাঁশী।
নীল পরীরা নীল জামাতে
কি সুন্দর নীল চোখ!
এই চক্ষু দেখলে তাদের
রইবে নাকো দুঃখ শোক।
আমার প্রিয়া যদি পড়তো জামা
নীল কারুকাজে আঁকা,
ডাকতাম কি আর নীলপরীদের
থাকতাম না বসে একা একা!
শ্রমিক
মোঃ জুলফিকার আলী জিল্লুর
ঘাম ঝড়ানো বুকে,বুকের পাঁজর ভাঙ্গা,
কাজের ফাঁকে খুন ঝরে গা হয়েছে রাঙা।
হঠাৎ করে মালিক এসে, কাজে দিলে ফাঁকি!
মজুরী তো পেলে না আজ, কাজ যে আছে বাকী।
রক্ত ঝরা গায়ে হাত দু 'খানা পেতে-
এমন কথা বল না বাবু "
ছোট্ট ছেলে অনাহারী পায়নি যেনো খেতে।
ধুততেরী সব বায়না ধরো অনাবদারী যত!
কাজ মিটেনি রক্ত ঝড়ার ছলে, পয়সা দেব কত।
বিনয়ী স্বরে ' বাকিটুকু কাল জীবন বাজি রেখে-
যা পাব মিলিয়ে দিও কাজটি তোমার দেখে।
আজ শুধু দাও অর্ধেক,কিনবো কিছু খানা-
বাকীটুকু না হয় দিও পরে,করছি না তো মানা।
ক্ষিপ্র স্বরে ' মুখে মুখে তর্ক কর কেন?
কাজটি কর শেষ,উল্টো হয় না যেনো।
ক"দিন পরে মিটিয়ে দিব সব,পাওনা আছে যত,
আর যদি হয় তেরাবেরা,শ্রমিক আছে কত!
অশ্রু -ঘাম -রক্ত মিলে হৃদয় হলো একাকার
ক্ষুধা-তৃষ্ণা অশ্রুসিক্ত তনু প্রশ্ন করে তুমি কার?
কাজের মালিক পাওনা যে রোজেই রাখে বাকি-
রক্ত তুমি বৃথা,তুমিও দিলে পাওনা পেতে ফাঁকি।
আজ যদি কাঁদে অনাহারে সন্তান, তুমি বিধাতার!
বিচার চাইনি আমি' মালিক ওরা,বিচার হবে কার?
অধিকার চেয়ে ' বছরে বছরে হাঁক তুলি একবার,
জানিনা!কোথায়?কি?কার কাছে এ আবদার?
Wednesday, May 1, 2019
নিরাশা
নিরাশা
এম এ মাসুদ রানা
ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়
ঘামের জলে শীতল হয় গা
প্রখর রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমি
কাছেও পাই না কোন কিছু
কিভাবে মিটাবো হৃদয়ের রৌদ্দুর।
কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নেই কোন সময়
আমার নদী বয় না আমার পানে
নেই তার কোন স্রোত
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।
ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি আঁখি,
বাধা দেয় যত সমাজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশা।
Monday, April 29, 2019
Sunday, April 28, 2019
শ্রমিকের গান
শ্রমিকের গান
এম এ মাসুদ রানা
লেনিন আর লেনিহান
ধর্মতলা আর আগরতলা
মে দিনের গান
কলাতী আর
সলোমনের মা
ফুল ও বসন্ত
সুভাষের বিরুদ্ধে সুভাষ।
আর তারপর
বেলভিউ নার্সিংহোম
এবং শেষশয্যায় শায়িত
আছে শত শ্রমিকের শ্রম।
পদাতিকের পা থামে
কাদের যেন
পা চালানোর কথা থেকে যায়
ইতিহাস তো লেখায়
কত মানুষের কথা।
বেশি করে লেখা হলো না
আমার ক্ষুদ্র শ্রমিকের কথা।
Saturday, April 27, 2019
তরুণের গান
____তরুণের গান___
__এম এ মাসুদ রানা__
জেগে উঠো তরুন সমাজ
অলসতা আর করো না
আলসতার সময় শেষ,
শেষ হয়ে যাচ্ছে আজ
তোমার আমার বাংলাদেশ।
---
তোমরা যদি তরুণ সমাজ
থাকো সবাই মৃয়মান
পানি ছাড়া শুকনো মোহনা
না তুলে কোন শব্দ
না থাকে কোন জলজ প্রাণ।
---
বাংলাদেশ হারাবে তখনি
যখনি যুব সমাজ হবে দূর্বল
দেশকে করো সবেমিলে ভক্তি
হয়ে যাও সবল ও সতেজ
সাহস ও শক্তি আনো মনে
তরুন ছাড়া থাকবে না এদেশের প্রাণ।
--
Thursday, April 25, 2019
আল্লাহর রহমত
★আল্লাহর রহমত★
এম এ মাসুদ রানা
ছলছল জলধারা
তাকে বলে ঝরনা।
ভাদ্রের রৌদূরে
কখনো হয় তো বন্যা!
টলটলে অশ্রুতে
মুখভরা কপোল,
আঘাত পেলে আসে
দু"চোখে জল।
আদিষ্টরই শীর
হয় গো ধীর!
পাপের প্রাচীরই
হইবে চৌচির!
ঘুচে দাও মুছে দাও
আঁধারের দাগ!
প্রাণবাঁশির মুছে যাক
হারনো যত রাগ!
দূর হবে জীবনের
সব কালো রাত!
আসবে ক্ষমার রাতি
আল্লার অশেষ রহমত।
Subscribe to:
Posts (Atom)