Tuesday, July 27, 2021

স্বপ্নহীন জীবন

 স্বপ্নহীন জীবন 

এম এ মাসুদ রানা 


স্বপ্নহীন মানুষের কোন 

বর্ণ থাকে না,

কোন কিছু করার মতো

সামর্থ্য থাকে না,

কিছু চাওয়া ও পাওয়ার 

বাসনা থাকে না,

কোথাও যাওয়ার ইচ্ছা 

শক্তি থাকে না,

কিছু দেওয়ার মতো  

কিছুই থাকে না,

পাওয়ার তেমন কিছু 

অভিলাষ থাকে না,

কোন কষ্ট লাঘবের কোন

ক্ষমতা থাকে না, 

কোন স্বপ্ন পূরণের  

ইচ্ছা থাকে না ।  


রচনাকালঃ ২৭/০৭/২০১৭

Monday, July 26, 2021

আমি অনেক দূরে

 আমি অনেক দূরে

এম এ মাসুদ রানা 


আমার সাথে করবে না সাক্ষাৎ 

মনের মাঝে জমা আছে রাগ 

কিছু কিছু কথা মনে থেকে যাক

হাজারো ক্ষোভ এমনি মুক্তি পাক।


আমার সাথে কথা ছিলো বলার, 

দিয়েছো তুমি সুন্দর করে কবর।

আমার পানে আসবে না  নজর

মনের মাঝে থাকবে না কোন কদর।


তুমি তো বলেছিলে তুমি নিরবধি, 

আসলে তুমি হলে তো আগন্তুক।

তোমার সাথে থাকা যায় কি বলো,

এক যুগের পর আর এক যুগ। 


তুমি তোমার তরে আসো এই পানে

অনেকেই এই কথা ভালোভাবে জানে

গেয়েছো তোমার লেখা গানে গানে

আমি এসেছি কি ভেসে কোন বানে।


তোমার চোখের ভাষা মুখের কথা

বলে হরদমে বলতে থাকো যথাতথা

লেখেছে বলে তোমার মনের ব্যথা

তুমি থাকতে চাও বলো একা একা।


তুমি দিয়েছো আমায় কার তরে কবর 

আমিও করবো না তোমার দিকে নজর।

সুখে থাকো ভালো থাকো তোমার তরে

কবর দিয়ে তুমি আমায় রেখেছো দূরে। 

রচনাকালঃ ২৬/০৭/২০২১

Saturday, July 24, 2021

মানুষ

 ______  মানুষ   

    এম এ মাসুদ রানা 


            মানুষের মন 

           জীবনের রঙ

         কখনো করে ডং

        কখনো সাজে সঙ

      বাজতে থাকে ঝনঝন 

   কথার আওয়াজও টনটন 

 চৌদিকে ঘুরে আবার ভনভন 

চিরচেনা জগতেও হয় ফনফন

বাঁচার তারনায় কখনো বদলায়

   সুবিধার তরে বলে হাই হাই 

    স্বর্থের তরে কেউ নাই নাই 

      বলে আমি তো নিরবধি 

       আসলে সে আগন্তুক 

         থাকবে কি যুগ যুগ 

           কখনো হাঁসায়

           কখনো কাঁদায়।


রচনাকালঃ ২৪/০৭/২০২১

Wednesday, July 21, 2021

পরিবর্তন

 পরিবর্তন 

এম এ মাসুদ রানা 


স্বর্গ সুখে থাকো না তোমরা সবাই 

নতুন নতুন স্বজনদের কাছে নিয়ে। 

আমায় ভুলে থাকো নতুনদের ভীড়ে

আমায় সাথে রেখো না সুখের নীড়ে।


আমার করুণ সময়ে বলো না আয়

তোমরা আমায় বলে যাও বাই বাই

আমার করুণ সময়ে বলো না হাই

বিধির বিধান এটাতে কি আসে যায়।


ভুল করে তোমাদের সুখের দিনে 

ডাকো না আমায় আর বারে বার

আমি আগের মতো এখনো আছি

তোমাদের বিপদে সদা কাছাকাছি।


যেমন আছি এখন এই ধরনীতলে

নিদারুণ ক্ষণে ক্ষণে পরেছি জলে

আমার এমন হয়েছে কর্মের ফলে

ঘুরতে পারি না তোমাদের সাথে  মলে।


নিজেকে সরিয়ে নিয়েছি সবার থেকে

বলতে আসো না আগের মতো ভেবে,

তুমি ঘুমিয়ে আছো না আছো জেগে

আমার সাথে চলো বলো না আর রেগে।


আমার দূর-সময়ে এসো না কাছে

সু-সময় এসো কাছে সবাই নেচে নেচে

তখন বলিও সবাই ঘুমিয়ে না জেগে 

তখন না হয় করুণার কাথা বলিও রেগে।


বিধির বিধানে আসবে আমারও সু-দিন

বাজবে আমার তো সুখের নতুন বীণ।

সেদিন করবো না হেলা তোমাদের মতো

বলবো না আমার সাথে করেছো যতো। 


আবারও বলি সুখে থাকো সুখের তরে

পরিবার প্রিয়জনকে রেখো যত্ন ভরে।

একাকীত্ব হলে নিরদ্বিধায় ডেকো আমায়

বিমুখ করবো না তোমাদের মতোই তাই। 


রচনাকালঃ ২১/০৭/২০২১

Tuesday, July 20, 2021

দূঃখ

 দূঃখ 

এম এ মাসুদ রানা 


আকাশ ভরা দুঃখ

 সাগর ভরা ঢেউ,

এত কষ্ট জমা বুকে

দেখে নাতো কেউ।

দুঃখ দিয়ে স্বপ্ন বুনি

কষ্ট দিয়ে আঁকি,

স্বপ্ন ভেঙ্গে যায় যখন

আমি চেয়ে থাকি।

Sunday, July 18, 2021

স্মৃতি

 স্মৃতি 

এম এ মাসুদ রানা 


তুমি যদি সুখী হলে 

আমি দূরে সরে রব।

ভেবোনা না মিছে বিরহ 

চিরদিন দূঃখে থাকবো।

হৃদয়ে কতোই না রঙ্গ 

রঙ্গীণ স্বপ্নও দেখে যায়।

তার সব কি সত্যি হয়?

দুই চোখে যদি নামে 

অকারন ব্যথার শ্রাবণ।

ভেবে নেবে সব কিছু 

আমার ভাগ্যের লিখন।

স্মৃতি যদি হয়ে যায় বেদনা,

পিছু ফিরে আর যাব না।

Friday, July 16, 2021

দূঃখের ডাক

দূঃখের ডাক
এম এ মাসুদ রানা


সুখ বেশি ভাগে লুটিয়ে পরে
দুঃখের অদূরে!
দূঃখ বেদনা ডাকে মধুর সুরে
করুনার সুদূরে।

দুঃখ হরদমে জড়িয়ে থাকে
জনম জনমের তরে!
তার মনে খায়েস পূরণের
থাকে জনম ভরে।

স্বপ্ন দূঃখের কাছে ভেঙ্গে যায়
নিরাশার ভীড়ে!
সুখের নীড় বাঁধতে পরেনা তাই
ভেঙ্গে যাওয়ার তরে।

মানুষ বদলে যায় দিনেরাতে
চমৎকার করে
কাছে বসতে চাই না কেও
নিজ সুখের তরে।

রচনাকালঃ ১৬/০৭/২০১৯

Sunday, July 11, 2021

করোনার ধামাকা

 করোনার ধামাকা

এম এ মাসুদ রানা 


রোগের মাঝে রোগীর দর্শনে

করোনায় হলো বাধা

মা বাবার হয়েছে মরণ দেখে 

দূরে কাঁদে দাদা।


স্বজনেরা চরম দূর্ভাগা বটে

বিপদে কাছে নাই

আনন্দের আয়োজনেও নেই 

দূর থেকেই বলে হাই।


ঝিম ধরা পৃথিবীটার চেহেরাটা

হয়েছে একেবারে অন্য,

আলোকিত ধরণীটা করেছে 

আজ শ্মশান বলে গন্য।


নেই কোন প্রাণঘাতী যুদ্ধের প্রস্তুতি 

অস্ত্রের কোন গর্জন

করোনার করুন অথবা চরম ধামাকায় 

সব করেছে বর্জন।

মানুষ

 মানুষ 

এম এ মাসুদ রানা 

______________________

মানুষের মতো দেখি যাদের

তারা সবাই মানুষ নয়,

ছদ্মবেশ আছে কিছু মানুষ

কেহ তাদের মানুষ কয়।


বাহির মানুষ হয়, ভেতর পশু

দেখতে মানুষ আসল

আসল মানুষ হয় তাঁরাই দ্যাখ

যাঁদের ভালো কর্মফল।


কে হলো মানুষ, কে হলো পশু

করি যদি তা যাচাই?

সবাই সবার কর্ম নিয়ে ভাবো

দেখবে অনেকেই মানুষ নাই।

নতুন জীবন

 নতুন জীবন

এম এ মাসুদ রানা 


আমার কবিতার প্রতিটা লাইনে

তোমায় খু্ঁজে পাই,

তুমি কার হাতেতে হাত রেখে বল

এখন চলে যাই।


তুমি ভালোবাসি বলে কার

বুকেতে মাথা দাও,

নতুন করে নতুন ভুবন তোমার 

মতো সাজিয়ে নাও


তোমার স্মৃতি ভুলতে লেখার 

জগতে এসেছি

তাইতো তোমায় জীবন থেকে 

মুক্ত করে দিয়েছি। 


চাই না তোমায়, চাই না স্মৃতি 

নিঃস্ব পথে চলেছি,

নতুন করে বাঁচার জন্য আমি 

নতুন পথে এসেছি। 


 

তোমার চোখে হাসির জোয়ার 

আমার চোখে পানি,

পুস্পে পুস্পে ভরা তোমার জীবন

এটা আমি মানি।


কোন মতে তোমার স্মৃতি ভুলতে 

আমি পারি না

কষ্ট হলেও লেখার জগৎ এখন

আমি ছাড়ি না।


তোমার স্মৃতি ভুলতে ব্যর্থের

লেখা লিখে যাই।

তুমি বেশ! মহাসুখেই আছো

নতুন এক পিঞ্জিরায়।

নিজেকে জানো

 নিজেকে জানো 

এম এ মাসুদ রানা 


তুমি আসলে ভালো জানো না 

তুমি আসলে কে?

তুমি তোমার মত করে তোমাকে 

জানো এটাই যে!


আগে তোমাকে তোমার মতো 

সঠিক ভাবে বুঝো

তারপর না হয় তাকে তোমার 

মনের মতো খুঁজো।


সে কেমন সেটা বড় কোন কথা 

কাজের বিষয় নয়?

মানুষ তাঁকে যেমন বলে সেটাই 

তাঁর বড্ড জয়।


তুমি কখনো তাঁকে সরল মনে

ভাবতে পারো না?

সবাই যাঁকে সবসময় বলে ভালো

সেটা শুনো না?


সবার মাঝেই নিজে নিজেকে 

উচিত হবে খোঁজা!

তুমি সবার কাছে কেমন আছো

এটা উচিত বুঝা?


সবার মাঝে তুমি তোমাকে নিয়ে

নতুন ভাবনা ভাবো

সবার মনের মাঝে নিজে নিয়ে 

খুঁজেছো কি আজো?


আবারও বলি তুমি তোমাকে 

নতুন ভাবে জানো

তারপর না হয় তাঁর মন্দের 

কথা নিয়ে আসো।

হালচাল

 হালচাল

এম এ মাসুদ রানা 


সত্তর টাকা হলো

চালের কেজি,

চল্লিশ টাকা আটা

কিনতে রাজি।


যায় ভেসে দেশ

ব্যাপক উন্নয়নে

আমলা মন্ত্রী দেখে  

দুই নয়নে।


বাজার জুড়ে জ্বলে

দ্রব্যের আগুন

মজুদদারের মনে এখন

লেগেছে ফাগুন।


হেঁটে গিয়ে চক্ষু দেখি 

এই বাজার

হুঁশ থাকেনা তখন

গরীবের আর।


এমন গভীর তফাতে

চলছে দেশ,

জ্ঞানী গুণীজন ছিড়ছে

মাথার কেশ।

আমাদের অপরাধ

 আমাদের অপরাধ

এম এ মাসুদ রানা 


ফেরাউন ডুবে মরেছে

নীল সগরের বুকে,

সাজ্জাত পাপি মরেছে 

তার কাজের ঝকে।


অতীতে জাতি হয়েছে  

নিঃশেষ নিজ পাপে

নিরমল বাতাস আসছে

ভয়ানক চাপে।


লুণ্ঠিত হচ্ছে মাটিতে সবাই

উল্টিয়ে বলি শেষে

নেমে এসে গেছে চিরায়ত

কঠিন আজাব দেশে।


আমাদের অপরাধ হয়েছে

তাদের চেয়ে বেশি

সীমাহীন ভয়ে বুকে নিয়ে 

কাঁদি তাই দিবানিশি

Friday, July 9, 2021

তুমি কখনই বুঝনি

 _______ তুমি কখনই বুঝনি ______

             এম এ মাসুদ রানা 


তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি

তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি

তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি


আছি!

আস্তে আস্তে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি

চেষ্টা করছি তোমার স্মৃতি মন থেকে মোছার।

বলতে গেলে এখন, দু"চোখে জ্বল ঝড়ে।


তোমার কথা মনেই পরে না তেমন আর!

জন্য এখন আর কষ্টও পাই না বার বার!

কেহই বলে না আর আমায় ছাড় ছাড়।


কেন জানি মাঝে মাঝে অনেক কষ্ট হয়?

আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা!

আমার ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো!

Tuesday, July 6, 2021

সুখের তরে

 === সুখের তরে ===

**এম এ মাসুদ রানা**


ধর্ম ও কর্মরে জীবনের মাঝে

প্রতিষ্ঠিত করি জীবন সাজে

অগ্রসর হই নিজ নিজ কাজে।


নাহি করি তাতে কোন লাজ

চেতনা থাকে একদিন জাগ,


দীর্ঘ নিদ্রা তার পরে,

সে তো আনে শুধু ঘন অবসাদ

জীবনে ঢালে অনন্ত বিষাদ।


দেও তারে দূর করে

থাকো না তখন দূরে সরে

জীবন থেকে সুখ পরবে ঝড়ে 

অবসাদের তরে বস এবার নড়ে। 

রচনাকালঃ ০৭/০৭/২০১৬

অনাহারীর কথা

 অনাহারীর কথা

এম এ  মাসুদ রানা 


ক্ষুদার্থ মানুষের নেই কোন ভয় 

কিছুতেই থাকে না তাদের ডোর।

ক্ষুধার জ্বালায় হয়েছি তো কাতর

সাহায্যের নিয়ে মেলনা তো চাদর

ত্রাণ সাহায্য আত্মসাৎ করো নাছর

আইনের অনু শাসনে হচ্ছে নড়বড়

যতই বলো না কেন সবাই মরমর

লাভ হবে না আইনে করে তরতর 

তাদের পেট করে ক্ষিদায় ধরফর।

ক্ষুধার্থের কাছে চলেনা কোন আইন 

লাভ হবে না তাদের উপর করে ফাইন

যতই করো মন্ত্রণালয়ের বসে সাইন।

লকডাউন যত বড় হোক শাটডাউন

ক্ষুধার্থ মানুষকে করতে থাকো বাউন্ড,

ক্ষুধার্থকে খাদ্য দিয়ে করো যতো ডাউন

তাহলে রাখবে সকলে ঐ সাইনের মান। 

রচনাকালঃ ০৬/০৭/২০২১

Monday, July 5, 2021

ফিরে আসুক

 ফিরে আসুক 

এম এ মাসুদ রানা 


চোখের পাতায় ডুবলো সকাল

খুঁজবো কোথায় বিকাল, 

নামলো আঁধার হারিয়ে গেলো

সুখের নীল সেকাল।


মনের নদী শুকিয়ে হয় মরু

রৌদ্রে ভীষণ খরা, 

রাজনীতির মাঠে বর্গী এলো

দেশটা গেছে মারা।


রফিক সালাম একুশ মাখা

আমার বাংলাদেশে।

কাঁদছে স্বদেশ, মরছে স্বজন

পঁচিশ আসচ্ছে হেসে, 


কোথায় গেলো আসাদ তোমারা

রক্তমাখা জামা, 

চোখের জলে ভরছে সাগর

বাংলা হচ্ছে তামা।


চোখের পাতায় পরুক জল

বধির হয়েছে মানবতা, 

বাংলা মায়ের হৃদয় জুড়ে 

আসে অনেক যথাতথা। 


শক্তি খুঁজুক শোকের বীজ,

ইশরাতের রক্ত অনল

আসুক পিচাশ কর্ম ফলে

জলুক পঁচিশের জ্বলন।



তন্দ্রা কাটুক আগামরা আজ

গর্ব ত্যাগের ফায়াজ, 

১৬ কোটি দ্রোহী আত্মার শিখা 

কষ্টে কাঁদুক আজ।


মানুষ জ্বলুক- কাটুক মনের ঘোর, 

খুলতে পারে মনের দোর

অবন্তিদের ত্যাগের আলো ছড়িয়ে

বাংলা জুড়ে আসুক ভোর।

Sunday, June 20, 2021

তুমি কি চাও

তুমি কি চাও
এম এ মাসুদ রানা

হারাবো না কোন দিন,
তুমি যদি থাকো কাছে
দূর্গম পথ পাড়ি দিবো,
তুমি যদি থাকো পাশে।

স্বপ্নগুলো সত্যি হবে,
তোমার চাওয়ার উপর
স্বপ্ন পূরণ করতে হরদমে
আমি করি শুধু ধরফর।

হৃদয়টা ভেঙ্গে যাবে,
তুমি যদি ভুলে যাও
এতো ভালোবাসার পর
তুমি আবার কি চাও।

20/06/2019

Monday, June 14, 2021

প্রার্থনা

 প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


পাথর চাপা কষ্ট বুকে,

কষ্টের কথা বলি কাকে??

যার কারনে নিঃস্ব হলাম, 

সেইতো আছে বেশ সুখে।

আমার কথা ভুলেই গেছে

চলছে এখন হেঁসে নেচে। 

বর্তমানে অনেক সুখে আছে 

বলে আমায় ছেড়ে বেঁচে গেছে।

করি না কোন আফসোস 

আমায় ছেড়ে থাকুক জোস।

ডাকবো না পিছু এই আমি 

স্বর্গের সুখে থাকো তুমি।

আসবো না ফিরে নতুন করে 

প্রার্থনা করি প্রতিটি ভোরে।


১২/০৬/২০১৭

Saturday, June 12, 2021

ভালোবাসা

 ________ ভালোবাসা __________

______  এম এ মাসুদ রানা _______

আই সখি লজ্জাতে চল ঘরে চল

দাঁড়িয়ে থাকুক নারে দুষ্টর দল

উঁকি মরে কেও যদি শিষ দিয়ে যায়

বুঝে নিতে হবে সে-ই তোর

ভালোবাসা চাই, ভালোবাসা চাই।

 

রচনাকালঃ ১২/০৬/২০১৬