অশ্রুর গল্প
এম এ মাসুদ রানা
আপন আপন ভাবি যারে
সবি দেখি ক্ষণস্থায়ী
প্রিয়জনেই তার ভাঙ্গবে মন
এটাই হলো স্থায়ী।
সুযোগের ফাঁদ পেতে রাখে
আপন রক্ত বংশ,
অবশেষে কাছে এসে করে
সুখের নীড় ধ্বংস।
বিষ দিয়ে ভরা দিশা নাই
বলে অশ্রুর গল্প,
ঝর্ণা মতো ঝরে দুটি চোখ
আসে বলে অল্প।
স্বার্থের তরে কাছে আসে তারা
করে কত্তো ভঙ্গি,
সুবিধা লাভের হরদমই করে
প্রতারণাকে চিরসঙ্গী।
No comments:
Post a Comment