Wednesday, February 17, 2021

চিন্তা

 চিন্তা

এম এ মাসুদ রানা 


সংবিধান সরকারি লোকের হাতে

সবই ঠিকঠাক আছে,

কিছু ভুলে কি আসে যায়।

পুলিশি শাসন চলে স্বাধীন দেশে,

দাদার দেশটা লুটছে অনায়াসে।


চুরি ডাকাতি চলছে আজ

নীতি কথায় হয়নি কোন কাজ।

ফুরায়নিকো দিন এখনো তার

কোথায় কবে স্বাধীন হলাম আবার,

সেটাই চিন্তায়, বরং করছি বার বার। 


আমজনতা নিয়েছে বৈঠা হাতে

সুযোগ পেলেই ধান নিচ্ছে কাঁধে। 

বাস্তবে কেউ পায়নি এখনো, 

সত্যিকার স্বাধীনতার সন্ধান

রাখতে পারেনি শহীদের মান।

No comments: