হারিয়ে যাবো
এম এ মাসুদ রানা
কত্তো শত চেনা মুখ,
হারিয়ে যায়, অচেনাদের ভিড়ে।
কত্তো শত প্রিয় মুখ
হারিয়ে যায়, অর্থের ভালোবাসার তীরে।
কত্তো শত প্রিয়জন
প্রয়োজনের খাতিরে হারিয়ে যায় ধীরে ধীরে।
মরীচিকার মত,
কিছুক্ষণ থাকে হৃদয়ের ক্ষত
তারপর গতিশীল হয়, আবার জীবনে;
মানুষ হয় বহমান, প্রত্যেক্ষ পরোক্ষ ক্ষণে
অবশেষে,
মায়ার জাল ভেঙ্গে চূর্ণ করে;
একদিন,
আমিও সবার থেকে হারিয়ে যাবো।
No comments:
Post a Comment