Wednesday, February 17, 2021

হীন শাসন ২

 হীন শাসন

এম এ মাসুদ রানা 


নয়্যের সূর্যটা যে, আজ

নির্বাসনে চলে গেছে 

দর্পে দর্পে ক্ষণে ক্ষণে সর্বত্রই 

হীন শাসন রয়েছে। 


ঘরে আর ঘরের বাইরে

কোন শান্তি নাই

ধর্ষন,খুন, গুম, ছিন্তাই আর

শুধুই বিবাদ ভাই।


জ্বলছে, জ্বালাচ্ছে আগুন 

হরদমে সব খানে

কি হলো, কি যে আবার হবে

তাতো রবে জানে।


দুষ্ট লোকের মিষ্টি কথায়

দেশটা আছে ভরা

সৎ যত মানুষ আছে ধরাতে

সবাই আঁধা মরা।


কেউ বা চলে ধরণীর বুকে

শুধু টাকার গরমে

কেউ বা লুকায় ধরার বুকে 

সম্মান হারানোর শরমে।


ধর্মের বানী চালাই মুখে মুখে 

নিজেও বুঝে না মর্মটা

তারা মানতে নারাজ সত্য কথা 

বলে বড় হলো কর্মটা।

No comments: