প্রেম
এম এ মাসুদ রানা
প্রেম নিয়ে হয় কতো রাগ
অনুরাগ অভিমান
হৃদয়ের সাজানো বাগিচায়
মরে কতো জন।
কতো মনে পুলকে পুলকিতে
সুখে সুখ করে অনুভব
কতো মন অপেক্ষা প্রহরে
নিভৃতে নিঃসঙ্গে ছাড়ে সব।
কতো মন দিনে দিনে হচ্ছে
চিতাদাহে ভষ্ম
কতো মন পাওয়ার আনন্দে
হয়ে থাকে উষ্ণ।
কতো মন হৃৎপিণ্ডে স্পন্দনে
বিচ্ছেদ তরে করে হাহাকার
কতো হৃৎপিণ্ড দ্বয়ে স্বার্থকতায়
মধুর মিলনে একাকার।
কেউ কেউ নিকোটিনের ধোঁয়ায়
ধুঁকে ধুঁকে হচ্ছে আঙ্গার
কেহ কেহ আনন্দে অভিভূত হয়ে
সুখে নীড়ে করে ধড়ফড়।
কত্তো জনে পরাজিত বলে
জীবনকে দিয়ে দেয় বলি
কত্তো জনে মিলনের সুরে
খেলে কত্তো আনন্দের হলি।
No comments:
Post a Comment