ময়না
এম এ মাসুদ রানা
দৃষ্টিরেখাকে আড়াল করে
করি কতই ভাবনা
দৃষ্টিতে থাকা মুখটা হয়না
সেটা তো আয়না।
নবজাতক জন্ম নেওয়ার
পরেই কান্না শুরু করে,
আহ কি অদ্ভুত রীতিনীতি
সময়ের গান ধরে!
পশুর মনে পরতে পরতে
ঢেকে যায় ছলনায়,
আনমনা ভাবে ছবি আঁকি
করে কুনীতি রচনা।
মুখে মধুর হাসি অন্তরে বিষ
নেই কোনো যাতনা
মনে কুদৃষ্টি নিয়ে চলে সর্বক্ষণে
মুখে বলে ময়না।
No comments:
Post a Comment