Wednesday, February 17, 2021

ঘুণপোকা

 ঘুণপোকা

এম এ মাসুদ রানা 


যায় দিন থাকে কথা

থাকেনা পিছে পরে

কার এত দায় এতো ঠেকা

এতো কেন নড়ে? 


বিবেকের মনদোর আছে 

মোহোর দিয়ে বন্ধ

বিদ্বেষের মনোভাব চলে

গোলপাকে দ্বন্দ্ব।


মিথ্যার ঘুণপোকা ধরে ঘরে

সুদ ঘুষ কত কী? 

ওরা সবাই পান্তায় ঢেলে খায়

মন্দার গাওয়া ঘি।


মিথ্যার কথা মুখে চলে

সুনিপুণ কঠিন ছন্দ

সত্যের ভাবা ধারায় আরো

যেন লাল নন্দ।

No comments: