পাক কোরআন
এম এ মাসুদ রানা
সর্ব কালের শ্রেষ্ঠ বানী সমষ্টি
হলো পাক কোরআন,
বিশ্বাবাসী আর জ্ঞানীর জন্য
সাফল্যতার সমাধান।
দেখতে লাগে পুস্তকের মতন
ধর্ম পুস্তক খুব সাধারণ,
অক্ষর দিয়ে ভরা পরশ রতন
পাঠ করতে নেই বারণ।
পাঠে প্রশস্ত হয় হৃদয় বেশী
জ্ঞানের রবি ঈমান শশী,
যুগল শক্তির পেয়ে জ্ঞান বিজ্ঞান
আবিষ্কার রাশি রাশি।
কিতাবে আছে সমাধান সবি
তালাশ করো সব কিছু
জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করে
করছে তাঁরা মাথা নিচু।
No comments:
Post a Comment