Friday, July 16, 2021
দূঃখের ডাক
Sunday, July 11, 2021
করোনার ধামাকা
করোনার ধামাকা
এম এ মাসুদ রানা
রোগের মাঝে রোগীর দর্শনে
করোনায় হলো বাধা
মা বাবার হয়েছে মরণ দেখে
দূরে কাঁদে দাদা।
স্বজনেরা চরম দূর্ভাগা বটে
বিপদে কাছে নাই
আনন্দের আয়োজনেও নেই
দূর থেকেই বলে হাই।
ঝিম ধরা পৃথিবীটার চেহেরাটা
হয়েছে একেবারে অন্য,
আলোকিত ধরণীটা করেছে
আজ শ্মশান বলে গন্য।
নেই কোন প্রাণঘাতী যুদ্ধের প্রস্তুতি
অস্ত্রের কোন গর্জন
করোনার করুন অথবা চরম ধামাকায়
সব করেছে বর্জন।
মানুষ
মানুষ
এম এ মাসুদ রানা
______________________
মানুষের মতো দেখি যাদের
তারা সবাই মানুষ নয়,
ছদ্মবেশ আছে কিছু মানুষ
কেহ তাদের মানুষ কয়।
বাহির মানুষ হয়, ভেতর পশু
দেখতে মানুষ আসল
আসল মানুষ হয় তাঁরাই দ্যাখ
যাঁদের ভালো কর্মফল।
কে হলো মানুষ, কে হলো পশু
করি যদি তা যাচাই?
সবাই সবার কর্ম নিয়ে ভাবো
দেখবে অনেকেই মানুষ নাই।
নতুন জীবন
নতুন জীবন
এম এ মাসুদ রানা
আমার কবিতার প্রতিটা লাইনে
তোমায় খু্ঁজে পাই,
তুমি কার হাতেতে হাত রেখে বল
এখন চলে যাই।
তুমি ভালোবাসি বলে কার
বুকেতে মাথা দাও,
নতুন করে নতুন ভুবন তোমার
মতো সাজিয়ে নাও
তোমার স্মৃতি ভুলতে লেখার
জগতে এসেছি
তাইতো তোমায় জীবন থেকে
মুক্ত করে দিয়েছি।
চাই না তোমায়, চাই না স্মৃতি
নিঃস্ব পথে চলেছি,
নতুন করে বাঁচার জন্য আমি
নতুন পথে এসেছি।
তোমার চোখে হাসির জোয়ার
আমার চোখে পানি,
পুস্পে পুস্পে ভরা তোমার জীবন
এটা আমি মানি।
কোন মতে তোমার স্মৃতি ভুলতে
আমি পারি না
কষ্ট হলেও লেখার জগৎ এখন
আমি ছাড়ি না।
তোমার স্মৃতি ভুলতে ব্যর্থের
লেখা লিখে যাই।
তুমি বেশ! মহাসুখেই আছো
নতুন এক পিঞ্জিরায়।
নিজেকে জানো
নিজেকে জানো
এম এ মাসুদ রানা
তুমি আসলে ভালো জানো না
তুমি আসলে কে?
তুমি তোমার মত করে তোমাকে
জানো এটাই যে!
আগে তোমাকে তোমার মতো
সঠিক ভাবে বুঝো
তারপর না হয় তাকে তোমার
মনের মতো খুঁজো।
সে কেমন সেটা বড় কোন কথা
কাজের বিষয় নয়?
মানুষ তাঁকে যেমন বলে সেটাই
তাঁর বড্ড জয়।
তুমি কখনো তাঁকে সরল মনে
ভাবতে পারো না?
সবাই যাঁকে সবসময় বলে ভালো
সেটা শুনো না?
সবার মাঝেই নিজে নিজেকে
উচিত হবে খোঁজা!
তুমি সবার কাছে কেমন আছো
এটা উচিত বুঝা?
সবার মাঝে তুমি তোমাকে নিয়ে
নতুন ভাবনা ভাবো
সবার মনের মাঝে নিজে নিয়ে
খুঁজেছো কি আজো?
আবারও বলি তুমি তোমাকে
নতুন ভাবে জানো
তারপর না হয় তাঁর মন্দের
কথা নিয়ে আসো।
হালচাল
হালচাল
এম এ মাসুদ রানা
সত্তর টাকা হলো
চালের কেজি,
চল্লিশ টাকা আটা
কিনতে রাজি।
যায় ভেসে দেশ
ব্যাপক উন্নয়নে
আমলা মন্ত্রী দেখে
দুই নয়নে।
বাজার জুড়ে জ্বলে
দ্রব্যের আগুন
মজুদদারের মনে এখন
লেগেছে ফাগুন।
হেঁটে গিয়ে চক্ষু দেখি
এই বাজার
হুঁশ থাকেনা তখন
গরীবের আর।
এমন গভীর তফাতে
চলছে দেশ,
জ্ঞানী গুণীজন ছিড়ছে
মাথার কেশ।
আমাদের অপরাধ
আমাদের অপরাধ
এম এ মাসুদ রানা
ফেরাউন ডুবে মরেছে
নীল সগরের বুকে,
সাজ্জাত পাপি মরেছে
তার কাজের ঝকে।
অতীতে জাতি হয়েছে
নিঃশেষ নিজ পাপে
নিরমল বাতাস আসছে
ভয়ানক চাপে।
লুণ্ঠিত হচ্ছে মাটিতে সবাই
উল্টিয়ে বলি শেষে
নেমে এসে গেছে চিরায়ত
কঠিন আজাব দেশে।
আমাদের অপরাধ হয়েছে
তাদের চেয়ে বেশি
সীমাহীন ভয়ে বুকে নিয়ে
কাঁদি তাই দিবানিশি
Friday, July 9, 2021
তুমি কখনই বুঝনি
_______ তুমি কখনই বুঝনি ______
এম এ মাসুদ রানা
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
আছি!
আস্তে আস্তে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি
চেষ্টা করছি তোমার স্মৃতি মন থেকে মোছার।
বলতে গেলে এখন, দু"চোখে জ্বল ঝড়ে।
তোমার কথা মনেই পরে না তেমন আর!
জন্য এখন আর কষ্টও পাই না বার বার!
কেহই বলে না আর আমায় ছাড় ছাড়।
কেন জানি মাঝে মাঝে অনেক কষ্ট হয়?
আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা!
আমার ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো!
Tuesday, July 6, 2021
সুখের তরে
=== সুখের তরে ===
**এম এ মাসুদ রানা**
ধর্ম ও কর্মরে জীবনের মাঝে
প্রতিষ্ঠিত করি জীবন সাজে
অগ্রসর হই নিজ নিজ কাজে।
নাহি করি তাতে কোন লাজ
চেতনা থাকে একদিন জাগ,
দীর্ঘ নিদ্রা তার পরে,
সে তো আনে শুধু ঘন অবসাদ
জীবনে ঢালে অনন্ত বিষাদ।
দেও তারে দূর করে
থাকো না তখন দূরে সরে
জীবন থেকে সুখ পরবে ঝড়ে
অবসাদের তরে বস এবার নড়ে।
রচনাকালঃ ০৭/০৭/২০১৬
অনাহারীর কথা
অনাহারীর কথা
এম এ মাসুদ রানা
ক্ষুদার্থ মানুষের নেই কোন ভয়
কিছুতেই থাকে না তাদের ডোর।
ক্ষুধার জ্বালায় হয়েছি তো কাতর
সাহায্যের নিয়ে মেলনা তো চাদর
ত্রাণ সাহায্য আত্মসাৎ করো নাছর
আইনের অনু শাসনে হচ্ছে নড়বড়
যতই বলো না কেন সবাই মরমর
লাভ হবে না আইনে করে তরতর
তাদের পেট করে ক্ষিদায় ধরফর।
ক্ষুধার্থের কাছে চলেনা কোন আইন
লাভ হবে না তাদের উপর করে ফাইন
যতই করো মন্ত্রণালয়ের বসে সাইন।
লকডাউন যত বড় হোক শাটডাউন
ক্ষুধার্থ মানুষকে করতে থাকো বাউন্ড,
ক্ষুধার্থকে খাদ্য দিয়ে করো যতো ডাউন
তাহলে রাখবে সকলে ঐ সাইনের মান।
রচনাকালঃ ০৬/০৭/২০২১
Monday, July 5, 2021
ফিরে আসুক
ফিরে আসুক
এম এ মাসুদ রানা
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় বিকাল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের নীল সেকাল।
মনের নদী শুকিয়ে হয় মরু
রৌদ্রে ভীষণ খরা,
রাজনীতির মাঠে বর্গী এলো
দেশটা গেছে মারা।
রফিক সালাম একুশ মাখা
আমার বাংলাদেশে।
কাঁদছে স্বদেশ, মরছে স্বজন
পঁচিশ আসচ্ছে হেসে,
কোথায় গেলো আসাদ তোমারা
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বাংলা হচ্ছে তামা।
চোখের পাতায় পরুক জল
বধির হয়েছে মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
আসে অনেক যথাতথা।
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল
আসুক পিচাশ কর্ম ফলে
জলুক পঁচিশের জ্বলন।
তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের ফায়াজ,
১৬ কোটি দ্রোহী আত্মার শিখা
কষ্টে কাঁদুক আজ।
মানুষ জ্বলুক- কাটুক মনের ঘোর,
খুলতে পারে মনের দোর
অবন্তিদের ত্যাগের আলো ছড়িয়ে
বাংলা জুড়ে আসুক ভোর।
Sunday, June 20, 2021
তুমি কি চাও
Monday, June 14, 2021
প্রার্থনা
প্রার্থনা
এম এ মাসুদ রানা
পাথর চাপা কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে??
যার কারনে নিঃস্ব হলাম,
সেইতো আছে বেশ সুখে।
আমার কথা ভুলেই গেছে
চলছে এখন হেঁসে নেচে।
বর্তমানে অনেক সুখে আছে
বলে আমায় ছেড়ে বেঁচে গেছে।
করি না কোন আফসোস
আমায় ছেড়ে থাকুক জোস।
ডাকবো না পিছু এই আমি
স্বর্গের সুখে থাকো তুমি।
আসবো না ফিরে নতুন করে
প্রার্থনা করি প্রতিটি ভোরে।
১২/০৬/২০১৭
Saturday, June 12, 2021
ভালোবাসা
________ ভালোবাসা __________
______ এম এ মাসুদ রানা _______
আই সখি লজ্জাতে চল ঘরে চল
দাঁড়িয়ে থাকুক নারে দুষ্টর দল
উঁকি মরে কেও যদি শিষ দিয়ে যায়
বুঝে নিতে হবে সে-ই তোর
ভালোবাসা চাই, ভালোবাসা চাই।
রচনাকালঃ ১২/০৬/২০১৬
Sunday, June 6, 2021
প্রিয়োসী চলে যেওনা
প্রিয়োসী চলে যেওনা
এম এ মাসুদ রানা
প্রিয়োসী চলে যেওনা
তুমি এই সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুভাস মাখিয়ে,
এখনো হয়নি বলা ভালবাসি!
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায়
শিশিরে সিক্ত করা হয়নি।
উচ্ছল প্রকৃতির চোখে চোখ রেখে,
তোমার মোহে স্মৃতিমোহিত হইনি।
গভীর মায়ায় জড়িয়ে ধরা হয়নি!
গুধুলী লগ্নে মায়াবী মুখে স্পর্শ হয়নি!
প্রিয়োসী, চলে যেওনা!
তুমি এই সবেতো এলে!
তোমায় জানাশোনা হয়নি!
তোমার চোখে রং মাখিয়ে,
পৃথিবীর আল্পনা করা হয়নি।
হাসিতে মুখোরিত পুষ্প কাঁননে,
বিহঙ্গের কলতান শুনা হয়নি!
রাতে আবেশে শিহরিত হইনি!
মিস্টি আলোয় চোখ মেলে,
উস্কোখুস্কো চুলে বিলি কাটা হয়নি!
প্রিয়োসী, চলে যেওনা!
তুমি এই সবেতো এলে!
এখনো বোঝাবুঝি হয়নি!
তোমায় ছাড়া যার ভোর হয়,
সে তো বড় হতভাগিনী!!
আবেশে যার চোখের পাতা এক না হয়,
সে তো কলংকিনী!
প্রিয়োসী, চলে যেওনা!
তুমি এই সবেতো এলে!
এখনো একসাথে চলা হয়নি!
সবে তো দেখা হলো..!
ভাগ্যে আমার জীবন শুরু হলো।।
এখনো ভালবেসে ক্লান্ত হইনি।
সবে তো তোমার ইচ্ছেয়
আমার পথ চলা শুরু হলো,
এখনি থেমে যেতে বলোনা!
সবে তো তোমায় ভালবাসলাম।
এখনো ছন্দের সুঁতোয় শব্দ দিয়ে
কবিতা লিখা হয়নি।
কষ্ট
কষ্ট
এম এ মাসুদ রানা
কষ্টের সীমানা কতদুর ?
এর শুরু কোথায়?
এর শেষ কোথায় ?
কারো কষ্ট মুহুর্ত মাত্র,
কারো কষ্ট অষ্টপ্রহর।
কারো কষ্ট সপ্তাহ,
কারো মাস বা বছর,
কারো কখনো বা যুগ !
কারো কষ্ট শয়নে সমাপ্তি টানে।
কারো কষ্ট শুকতারার মত জ্বলে।
কারো কষ্ট পালাক্রমে আসে।
কারো কষ্ট বিষাদে মত জ্বলে।
কারো কষ্টে কষ্টে গাঁথা মালা।
কষ্টের সীমানা কতদুর ?
কারো কষ্ট এলোমেলো,
কারো কষ্ট একা।
কারো কষ্ট নিরবে কাঁদে,
যায়না তারে দেখা !
কারো কষ্ট দিন দুপুরে,
কারো কষ্ট রাতে,
কারো কষ্ট লালে লালে নীল,
দাগ কেটে রয় সুপ্রভাতে।
কারো কষ্ট নষ্ট বলে,
নষ্টেই কাব্যের কষ্ট ,
নষ্টে নষ্ট এক জীবন হারে,
কষ্টের গল্পটি স্পস্ট।
আমার কষ্ট চোখের কোনে,
বুকে কষ্টের মরুভুমি,
আমার কষ্ট একলা রাতের,
কষ্ট আমার তুমি।
কষ্টের সুতোয় কাব্য গাঁথি,
কষ্টেই আমি বাঁধা ,
অশ্রু দামে কষ্ট কিনি,
কষ্টেই সুখ গাঁথা ।
আমার কষ্ট একটা আকাশ,
বরফ গলা নদী,
আমার কষ্ট একটা অতীত,
ছুঁয়ে দেখতে যদি।
আমার কষ্ট ঘরের চোকাঠে,
শীতল পায়ে হাটে,
কষ্ট নড়ে চোখের ভিতর,
কষ্টের কোলে বছর কাটে।
আমার কষ্ট দুপুর বেলা,
কষ্ট একলা রাতি,
কষ্ট বুকের ভাসমান পাঁজর,
কষ্ট পথের সাথী।
তোমার কষ্ট বিমুখ হওয়া,
কষ্ট জলরাশি,
আমার সাথে কষ্টের সন্ধি,
কষ্টে কষ্টে হাসি।
কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা,
কষ্টেই যত ভয়,
আমার কষ্ট গোপন রাতের,
সন্ধ্যাতারা স্বাক্ষী রয়।
১৭/০৬/২০১৭
বরফ দুঃখ
বরফ দুঃখ
এম এ মাসুদ রানা
তারিখঃ ৬/৬/২০২১
বরফ সমান দুঃখ নিয়ে
আহত পাখি মতো ছটপট করি
শিকাড়ীর তীর ভেদ করেছে কলিজা,
শিকাড়ীর শিকার হয়েছি আহতর সাথে
যন্ত্রনায় ছটফট করি আর মরি
তবুও অভিযোগ নেই কারো প্রতি,
নিশ্চল সয়ে রয় ব্যাথাতুর প্রানে।
আসামীর কাঠগড়ায় দাড়িয়ে নয়
এখানেও শীতল হয়নি শরীর
আশীবিষে দংশিত হয়েছি
রয়ে রয়ে সয়, অবুঝ চিত্তে তমদ্বারে
কত কথা কয়!
বুঝে না বাহির, বুঝেনা ভিতর..
কালের বিবর্তনে, কণ্ঠস্বরও নিথর!
Friday, June 4, 2021
এখনো তোমায় ভালোবাসি
___ এখনো তোমায় ভালবাসি ____
______ এম এ মাসুদ রানা _______
কত দিন রাখনি কোন খোঁজ
সত্যি ভূলে গেছ কি তুমি?
আমিও খুঁজিনি তোমায় কোনদিনি
ভূলে থাকতেও চেয়েছিলাম।
সময়ের কালক্ষপণ ছিল বড্ড বেসামাল
গা ভাসিয়ে ছুটেছি অজানায়।
কর্ম ব্যাস্ত জীবনের দোহাই ছিল বরাবর
বুঝিনি কে আপন আর করে পর।
আজ তোমায় দেখতে পেলাম নতুন ভুবনে
দেখেছিলাম কতটা যতনে।
তোমাকে দেখে দেখে এসেছিল চোখে জল
সেই অজানার অশ্রু জল পাবি কি ফলে?
যেমন ছিলে তেমনই আছো রবে চিরদিন
এতোটুকুু বদলাতে বাজানি কোন বীণ।
সুখের হাসি আজো ভরে আছে তোমার বদনে
ব্যথাত্তুর কপাল দেখেছে ক"জনে।
বলতে চেয়েছিল তখনি উচ্চস্বরে,
এখনো তোমায় ভালবাসি তোমাকে।
Wednesday, June 2, 2021
দেশ
দেশ
এম এ মাসুদ রানা
দেশটা হয়েছে যেন শ্মশানঘাট
কথা না শুনলেই লাশ,
শকুনরা দেয় হানা সতীত্বে হাতে
চলছে পুরাদমে উল্লাসে
তাদের মানে এখন কি এসেছে
আইয়ুব আর ইয়াহিয়া?
দল-দালালি বাদ দিয়ে তোমরা
বিবেকের দাও নাড়া।
সৎ মানুষের মুখোশ পরে তোমরা
ফের জেগেছে টিক্কারা
নজর রাখুন আজ এদের প্রতি
ভরসা দেয় ঠিক কারা।
বাংলার কৃষক
বাংলার কৃষক
এম এ মাসুদ রানা
চোখের দৃষ্টি যতদূর যায়
সবুজ সোনালী বাংলার গাঁয়,
প্রকৃতির রূপে নজর কাড়ায়
শীতল বাতাসে হ্নদয় দোলায়
তাঁরা চলচ্ছে বেলায় অবেলায়!
সবুজ শ্যামলের ভূমিতে
কৃষক পরে থাকে জমিতে
ক্ষিপ্ত ও অশান্ত রৌদ্রতে,
তিলে তিলে ক্ষয় করে জীবন
এভাবে করে সময় পার
পরিবারের হাসি ফোটাতে!
গামছা শক্ত করে মাথায় বেঁধে
ছুটে তাঁরাবকষ্টের সিড়ি বেড়ে
ঘাম ঝরিয়ে করে দিবস পার!
অতৃপ্ত মনে তৃপ্তি জাগ্রত করে
হরদমে আশা সুপ্ত জীবন গড়ার!