Sunday, September 19, 2021

দগ্ধ ঐক্য

 দগ্ধ ঐক্য

এম এ মাসুদ রানা 


অগণিত অপকর্ম চলছে সমাজে

ক্ষমতার গভীর অনলে

মিথ্যাচার ও জুলুমের জ্বলন্ত শিখা

বেহিসাবী রাজত্ব চলনে।


সত্যতা উন্নয়ন সমাচার মাড়িয়ে

দেখি বিদিশা চরণ,

অশালীন স্বপ্ন মনে গভীরে জাগিয়ে

করবে কি যে, হরণে?


আশারা ডুবেছে নিরাশার কবলে

হায়েনার কঠিন থাবাতে,

জাতি আজ ধুঁকে ধুঁকে মরেছে

রাঘবের নির্মম আঘাতে।


সাজানো চেতনার নীল সংকল্পে

নিদারুণ মরিচা ধরেছে,

কুকর্মের উত্তাপ বেড়ে চলেছে

ঐক্যতা অনলে পুড়েছে।

মন খারাপের শহর

 মন খারাপের শহর

এম এ মাসুদ রানা 


মন ভালো নেই,

মন খারাপের দিনে;

তুমি আমার কাছে নেই বিনে,

এই এবার, কান্না নিলাম কিনে।


মন ভালো নেই,

মন খারাপের রাতে;

চেষ্টায় তোমায় পাওয়া যায় যাতে, 

মেঘলা আলো আসবে তো প্রভাতে।


মন ভালো নেই,

মন খারাপের প্রহরে;

তুমি দাঁড়িয়ে আছো কোন দুয়ারে? 

আমি এক বসে আছি বিষন্ন শহরে।


মন ভালো নেই,

মন খারাপের ক্ষন;

বুকের ভেতর চলে অবিরাম রণ,

একলা বসে বসে করি অনুরণন।

হাহাকার

 হাহাকার 

এম এ মাসুদ রানা 


বেকারের পাওনা হলো ধিক্কার 

করতে পারে না কখনো চিৎকার 

যন্ত্রণায় হয় জীবন তাদের ছারখার 

তাদের হয় না কারো কখনো দরকার।


তারা হরদমে বলে শুধু হায় হায়

তাদের আশায় পরে ছায় আর ছায়,

তাদের দেখলেই বলে সবাই নাই নাই 

তারা কি সর্বক্ষণে করে শুধু খাই খাই।


কর্মের তরে ছিলো না তাদের ত্রুটি,

রাঘবের স্বার্থের কাছে হয়েছে বলি

তাইতো বরাবরে তাদের এরিয়ে চলি

তারা জীবনে খেলতে পারে না হলি।


ভাগ্যের নির্মম পরিহাসে তারা বন্দি

খেলার ছলেও করতে আসে না ছন্দি

তারা হয়েছে সমাজে দূর্নীতির নন্দি

তাদের জীবনে তরে নেই কোন ভঙ্গি। 


বুঝেছে তারা হলো সমাজের অভিশাপ, 

আত্মা ত্যাগ করতে পারে না শুধু,

জীবনের প্রতি আছে তাদের অনুরাগ

বলতে চেয়েও বলতে পারে না কথা।


এই সমাজে নেই কোন বেকারের দাম

তাই বেড়েছে এই সমাজের এতো মান।

দূর্নীতির তরে বেড়ে যায় কত বেকার

তাইতো সমাজটাতে এতো হাহাকার।

যাচ্ছি

 যাচ্ছি 

এম এ মাসুদ রানা 


আমি যাচ্ছিতো যাচ্ছি

বিরামহীন গতিতে।

কখনো দ্রুত কখনো ধীরে

তথাপি অবিরত।


আমি যাচ্ছিতো-যাচ্ছি

গন্তব্যের লক্ষ্যে 

পৌঁছাবো আগে বা পরে

কোন এক পক্ষে। 


আমি যাচ্ছিতো-যাচ্ছি

কখনো একা

আবার কখনো সহযাত্রী  

হয়ে যায় দেখা।


আমার থেমে নেই জীবন 

থেমে নেই বয়স,

থেমে নেই ব্যাস্ততা অদম্য

পরর্বতীতে অবয়ব।

Friday, August 27, 2021

সম্মান

 সম্মান 

এম এ মাসুদ রানা 


ভালবাসার মানুষ সে,

যে তোমাকে বুঝবে

হারিয়ে গেলে খুঁজবে 

পাশে না থাকলে কাঁদবে 

তোমার সুখে হাসবে।

আর নিজের জীবন দিয়ে,

ভালোবাসার সম্মান রাখবে

ছায়ার মতো পাশে থাকবে

ভুল ত্রুটি ছোট করে দেখবে।


রচনাকালঃ ০৩/০৮/২০১৮

Sunday, August 15, 2021

ভালো মানুষ

 ______ ভালো মানুষ _____

___ এম এ মাসুদ রানা ___


সাধনা হলো মোর শিক্ষা করা

শুরুর শিক্ষায় সাধনাকে ধরা।

আজ হয়াছি সাধনা সিদ্ধি

করিনি গুরু সাথে কোন যুক্তি।

বলি নাই মন্দ কথায় কোন ছন্দ 

হয়নি কখনো গুরুর সাথে দন্দ।


রাতেরো আকাশে চন্দ্রের আলোকে

বলে থাকি তো মোরা জোছনা, 

কেহ বলে আয় চাঁদ আয় কাছে আয়

চাঁদ মামা আয়, দুটো কথা বলে যায়।

চাঁদেরে কে চাই, ধূলির মাঝে 

জোছনা হলে সবাই আসতে চাই কাছে।


মুকুট পড়ে দাঁড়িয়ে থাকে রাজার বেসে

সে কি রাজা হবে কখনো শেষে-মেষে,

অন্ধকারে জ্বললে আলো, দূর হয় আধার 

মানুষ হবি, দরকার হবে না কাঁদার।

ভালো মানুষেরে গুণীরা করেছে কদর

সর্বক্ষণে তাঁহারা পেয়েছে সবার আদর।

Tuesday, August 3, 2021

তোমার অন্তরালে

 তোমার অন্তরালে 

এম এ মাসুদ রানা 


তুমি দিয়েছো আমায় কবর

নাওনি তো আর কোন খবর।

তাই তো করি নাই কোন শব্দ 

করবো কখনো তোমায় জব্দ।

টেনেছিলে কাছে তোমার তরে

ছুড়ে ফেলে দিয়েছো মনের ঝড়ে

অতীতের স্মৃতি হৃদয়ে নাহি পরে

তবু কিছু কথা কাথার মাঝে রহে।

তুমি তোমার তরে হও চিরসুখী  

দেখো না এই পানে যতই হই দূঃখী,

সর্বক্ষণে থাকো তুমি শুধু সূর্যমুখী 

শান্তির বার্তা মারে তোমায় উঁকি। 

তোমার তীক্ততায় রয়েছি আড়ালে

খুঁজে পাবে না হাত দুই'টি বাড়ালে। 


রচনাকালঃ ০৩-০৮-২০২১

Friday, July 30, 2021

রেখো না মনে

রেখো না মনে
এম এ মাসুদ রানা

মুক্ত করে দিলাম তোমাকে
কষ্ট করে ভুলে যেও আমাকে।

পারো যদি দুরে চলে যাও
তুমি সুখ খুঁজে নিয়ে নাও।

আমিও চলে যাবো অনেক দূরে
দিবো না আমার বেদনা ছুড়ে।

ভালোবাসি কথাটি বলবো না
বলবো না আর কাছে আয়।

তুমি সুখে থাকো নতুন নীড়ে
আসিস না ফিরে আমার ভীড়ে।

সুখে থেকো, ভালো থেকো,
আমায় মনে নাই বা রাখো।

Tuesday, July 27, 2021

স্বপ্নহীন জীবন

 স্বপ্নহীন জীবন 

এম এ মাসুদ রানা 


স্বপ্নহীন মানুষের কোন 

বর্ণ থাকে না,

কোন কিছু করার মতো

সামর্থ্য থাকে না,

কিছু চাওয়া ও পাওয়ার 

বাসনা থাকে না,

কোথাও যাওয়ার ইচ্ছা 

শক্তি থাকে না,

কিছু দেওয়ার মতো  

কিছুই থাকে না,

পাওয়ার তেমন কিছু 

অভিলাষ থাকে না,

কোন কষ্ট লাঘবের কোন

ক্ষমতা থাকে না, 

কোন স্বপ্ন পূরণের  

ইচ্ছা থাকে না ।  


রচনাকালঃ ২৭/০৭/২০১৭

Monday, July 26, 2021

আমি অনেক দূরে

 আমি অনেক দূরে

এম এ মাসুদ রানা 


আমার সাথে করবে না সাক্ষাৎ 

মনের মাঝে জমা আছে রাগ 

কিছু কিছু কথা মনে থেকে যাক

হাজারো ক্ষোভ এমনি মুক্তি পাক।


আমার সাথে কথা ছিলো বলার, 

দিয়েছো তুমি সুন্দর করে কবর।

আমার পানে আসবে না  নজর

মনের মাঝে থাকবে না কোন কদর।


তুমি তো বলেছিলে তুমি নিরবধি, 

আসলে তুমি হলে তো আগন্তুক।

তোমার সাথে থাকা যায় কি বলো,

এক যুগের পর আর এক যুগ। 


তুমি তোমার তরে আসো এই পানে

অনেকেই এই কথা ভালোভাবে জানে

গেয়েছো তোমার লেখা গানে গানে

আমি এসেছি কি ভেসে কোন বানে।


তোমার চোখের ভাষা মুখের কথা

বলে হরদমে বলতে থাকো যথাতথা

লেখেছে বলে তোমার মনের ব্যথা

তুমি থাকতে চাও বলো একা একা।


তুমি দিয়েছো আমায় কার তরে কবর 

আমিও করবো না তোমার দিকে নজর।

সুখে থাকো ভালো থাকো তোমার তরে

কবর দিয়ে তুমি আমায় রেখেছো দূরে। 

রচনাকালঃ ২৬/০৭/২০২১

Saturday, July 24, 2021

মানুষ

 ______  মানুষ   

    এম এ মাসুদ রানা 


            মানুষের মন 

           জীবনের রঙ

         কখনো করে ডং

        কখনো সাজে সঙ

      বাজতে থাকে ঝনঝন 

   কথার আওয়াজও টনটন 

 চৌদিকে ঘুরে আবার ভনভন 

চিরচেনা জগতেও হয় ফনফন

বাঁচার তারনায় কখনো বদলায়

   সুবিধার তরে বলে হাই হাই 

    স্বর্থের তরে কেউ নাই নাই 

      বলে আমি তো নিরবধি 

       আসলে সে আগন্তুক 

         থাকবে কি যুগ যুগ 

           কখনো হাঁসায়

           কখনো কাঁদায়।


রচনাকালঃ ২৪/০৭/২০২১

Wednesday, July 21, 2021

পরিবর্তন

 পরিবর্তন 

এম এ মাসুদ রানা 


স্বর্গ সুখে থাকো না তোমরা সবাই 

নতুন নতুন স্বজনদের কাছে নিয়ে। 

আমায় ভুলে থাকো নতুনদের ভীড়ে

আমায় সাথে রেখো না সুখের নীড়ে।


আমার করুণ সময়ে বলো না আয়

তোমরা আমায় বলে যাও বাই বাই

আমার করুণ সময়ে বলো না হাই

বিধির বিধান এটাতে কি আসে যায়।


ভুল করে তোমাদের সুখের দিনে 

ডাকো না আমায় আর বারে বার

আমি আগের মতো এখনো আছি

তোমাদের বিপদে সদা কাছাকাছি।


যেমন আছি এখন এই ধরনীতলে

নিদারুণ ক্ষণে ক্ষণে পরেছি জলে

আমার এমন হয়েছে কর্মের ফলে

ঘুরতে পারি না তোমাদের সাথে  মলে।


নিজেকে সরিয়ে নিয়েছি সবার থেকে

বলতে আসো না আগের মতো ভেবে,

তুমি ঘুমিয়ে আছো না আছো জেগে

আমার সাথে চলো বলো না আর রেগে।


আমার দূর-সময়ে এসো না কাছে

সু-সময় এসো কাছে সবাই নেচে নেচে

তখন বলিও সবাই ঘুমিয়ে না জেগে 

তখন না হয় করুণার কাথা বলিও রেগে।


বিধির বিধানে আসবে আমারও সু-দিন

বাজবে আমার তো সুখের নতুন বীণ।

সেদিন করবো না হেলা তোমাদের মতো

বলবো না আমার সাথে করেছো যতো। 


আবারও বলি সুখে থাকো সুখের তরে

পরিবার প্রিয়জনকে রেখো যত্ন ভরে।

একাকীত্ব হলে নিরদ্বিধায় ডেকো আমায়

বিমুখ করবো না তোমাদের মতোই তাই। 


রচনাকালঃ ২১/০৭/২০২১

Tuesday, July 20, 2021

দূঃখ

 দূঃখ 

এম এ মাসুদ রানা 


আকাশ ভরা দুঃখ

 সাগর ভরা ঢেউ,

এত কষ্ট জমা বুকে

দেখে নাতো কেউ।

দুঃখ দিয়ে স্বপ্ন বুনি

কষ্ট দিয়ে আঁকি,

স্বপ্ন ভেঙ্গে যায় যখন

আমি চেয়ে থাকি।

Sunday, July 18, 2021

স্মৃতি

 স্মৃতি 

এম এ মাসুদ রানা 


তুমি যদি সুখী হলে 

আমি দূরে সরে রব।

ভেবোনা না মিছে বিরহ 

চিরদিন দূঃখে থাকবো।

হৃদয়ে কতোই না রঙ্গ 

রঙ্গীণ স্বপ্নও দেখে যায়।

তার সব কি সত্যি হয়?

দুই চোখে যদি নামে 

অকারন ব্যথার শ্রাবণ।

ভেবে নেবে সব কিছু 

আমার ভাগ্যের লিখন।

স্মৃতি যদি হয়ে যায় বেদনা,

পিছু ফিরে আর যাব না।

Friday, July 16, 2021

দূঃখের ডাক

দূঃখের ডাক
এম এ মাসুদ রানা


সুখ বেশি ভাগে লুটিয়ে পরে
দুঃখের অদূরে!
দূঃখ বেদনা ডাকে মধুর সুরে
করুনার সুদূরে।

দুঃখ হরদমে জড়িয়ে থাকে
জনম জনমের তরে!
তার মনে খায়েস পূরণের
থাকে জনম ভরে।

স্বপ্ন দূঃখের কাছে ভেঙ্গে যায়
নিরাশার ভীড়ে!
সুখের নীড় বাঁধতে পরেনা তাই
ভেঙ্গে যাওয়ার তরে।

মানুষ বদলে যায় দিনেরাতে
চমৎকার করে
কাছে বসতে চাই না কেও
নিজ সুখের তরে।

রচনাকালঃ ১৬/০৭/২০১৯

Sunday, July 11, 2021

করোনার ধামাকা

 করোনার ধামাকা

এম এ মাসুদ রানা 


রোগের মাঝে রোগীর দর্শনে

করোনায় হলো বাধা

মা বাবার হয়েছে মরণ দেখে 

দূরে কাঁদে দাদা।


স্বজনেরা চরম দূর্ভাগা বটে

বিপদে কাছে নাই

আনন্দের আয়োজনেও নেই 

দূর থেকেই বলে হাই।


ঝিম ধরা পৃথিবীটার চেহেরাটা

হয়েছে একেবারে অন্য,

আলোকিত ধরণীটা করেছে 

আজ শ্মশান বলে গন্য।


নেই কোন প্রাণঘাতী যুদ্ধের প্রস্তুতি 

অস্ত্রের কোন গর্জন

করোনার করুন অথবা চরম ধামাকায় 

সব করেছে বর্জন।

মানুষ

 মানুষ 

এম এ মাসুদ রানা 

______________________

মানুষের মতো দেখি যাদের

তারা সবাই মানুষ নয়,

ছদ্মবেশ আছে কিছু মানুষ

কেহ তাদের মানুষ কয়।


বাহির মানুষ হয়, ভেতর পশু

দেখতে মানুষ আসল

আসল মানুষ হয় তাঁরাই দ্যাখ

যাঁদের ভালো কর্মফল।


কে হলো মানুষ, কে হলো পশু

করি যদি তা যাচাই?

সবাই সবার কর্ম নিয়ে ভাবো

দেখবে অনেকেই মানুষ নাই।

নতুন জীবন

 নতুন জীবন

এম এ মাসুদ রানা 


আমার কবিতার প্রতিটা লাইনে

তোমায় খু্ঁজে পাই,

তুমি কার হাতেতে হাত রেখে বল

এখন চলে যাই।


তুমি ভালোবাসি বলে কার

বুকেতে মাথা দাও,

নতুন করে নতুন ভুবন তোমার 

মতো সাজিয়ে নাও


তোমার স্মৃতি ভুলতে লেখার 

জগতে এসেছি

তাইতো তোমায় জীবন থেকে 

মুক্ত করে দিয়েছি। 


চাই না তোমায়, চাই না স্মৃতি 

নিঃস্ব পথে চলেছি,

নতুন করে বাঁচার জন্য আমি 

নতুন পথে এসেছি। 


 

তোমার চোখে হাসির জোয়ার 

আমার চোখে পানি,

পুস্পে পুস্পে ভরা তোমার জীবন

এটা আমি মানি।


কোন মতে তোমার স্মৃতি ভুলতে 

আমি পারি না

কষ্ট হলেও লেখার জগৎ এখন

আমি ছাড়ি না।


তোমার স্মৃতি ভুলতে ব্যর্থের

লেখা লিখে যাই।

তুমি বেশ! মহাসুখেই আছো

নতুন এক পিঞ্জিরায়।

নিজেকে জানো

 নিজেকে জানো 

এম এ মাসুদ রানা 


তুমি আসলে ভালো জানো না 

তুমি আসলে কে?

তুমি তোমার মত করে তোমাকে 

জানো এটাই যে!


আগে তোমাকে তোমার মতো 

সঠিক ভাবে বুঝো

তারপর না হয় তাকে তোমার 

মনের মতো খুঁজো।


সে কেমন সেটা বড় কোন কথা 

কাজের বিষয় নয়?

মানুষ তাঁকে যেমন বলে সেটাই 

তাঁর বড্ড জয়।


তুমি কখনো তাঁকে সরল মনে

ভাবতে পারো না?

সবাই যাঁকে সবসময় বলে ভালো

সেটা শুনো না?


সবার মাঝেই নিজে নিজেকে 

উচিত হবে খোঁজা!

তুমি সবার কাছে কেমন আছো

এটা উচিত বুঝা?


সবার মাঝে তুমি তোমাকে নিয়ে

নতুন ভাবনা ভাবো

সবার মনের মাঝে নিজে নিয়ে 

খুঁজেছো কি আজো?


আবারও বলি তুমি তোমাকে 

নতুন ভাবে জানো

তারপর না হয় তাঁর মন্দের 

কথা নিয়ে আসো।

হালচাল

 হালচাল

এম এ মাসুদ রানা 


সত্তর টাকা হলো

চালের কেজি,

চল্লিশ টাকা আটা

কিনতে রাজি।


যায় ভেসে দেশ

ব্যাপক উন্নয়নে

আমলা মন্ত্রী দেখে  

দুই নয়নে।


বাজার জুড়ে জ্বলে

দ্রব্যের আগুন

মজুদদারের মনে এখন

লেগেছে ফাগুন।


হেঁটে গিয়ে চক্ষু দেখি 

এই বাজার

হুঁশ থাকেনা তখন

গরীবের আর।


এমন গভীর তফাতে

চলছে দেশ,

জ্ঞানী গুণীজন ছিড়ছে

মাথার কেশ।