Sunday, April 17, 2022

মোবারক ঈদ

মোবারক ঈদ
এম এ মাসুদ রানা 

এই রাতে সুপ্রভাতে
বলার পরে
খুশির দিন আসবে
হৃদয় জুড়ে।

অভিযোগে এ বিয়োগ
জীবনের গ্লানি
সবার হোক না সবার
জানা জানি।

পরিবেশ ফ্রেশ হয়ে
সুখে থাক মন
মানুষ মানুষের তরে
জানো জনে জন।

থেমে যাক, এ অবাক
হৃদয় ক্ষরণ
ইচ্ছামত চলতে আজ
নেই যে, বারণ।

প্রিয়দের হৃদয়ে মুছে
যাক সব দুখ
সবিনয়ে অভিনয়ে
খুঁজে নেবো সুখ।

সুখ থেকে স্মৃতি এঁকে
শুভ হোক নিদ
আমি জানান দিয়ে যাই
মোবারক ঈদ।

রমজানের বার্তা

রমজানের বার্তা
এম এ মাসুদ রানা 

রমজান বয়ে নিয়ে আসে
অহিংসা, শান্তি বার্তা
পাপ ছেড়ে সবাই পূর্ণ করো
পবিত্র করো আত্মা।

পয়গাম দিতেছে মুমিনদের
মুক্ত হস্তে করতে দান
দুখীদের যদি কেহ করে দান
কমবে না তার মান।

সেহেরি ও ইফতারে করো
গরীব অসহাদের সরন
সাহায্য সহযোগিতা করতে
নেই কোন রকম বারণ।

আল্লাকে ভয় করো, পবিত্র
মনে করো ইবাদত
গুণে হও মুত্তাকী ও মমিন
এতে বাড়বে যশ।

রমজান হল মুমিনের এক
নেকির মহা উৎসব
এমন কিছু করি না যেন কেউ
যাতে আসে না গজব।

তার স্বভাব

তার স্বভাব
এম এ মাসুদ রানা

সে কোথায় থাকে?
মন-মগজে
আমি রেখেছি
এলোমেলো করে।

সে হেঁটে বেড়ায়?
বুক অরন্যে
আপন গান গায়
মন উজাড় করে।

কীভাবে কাছে আসে?
দীর্ঘশ্বাসে‚
আবার ভালোবাসে
প্রচণ্ড আত্মভিমানে।

তার সাথে দেখা হয়?
ঘোর আঁধারে‚
আর কবিতা লেখে
ব্যথার কাতুরে।

তার দুটি চোখে
খাঁ খাঁ দুপুর,
সে কাঁদতে জানে
হেঁসে হেঁসে।

প্রভাতের বাসনা

প্রভাতের বাসনা
এম এ মাসুদ রানা

সকালের আলো ভাঙ্গল ঘুম
নিত্যদিনের নিয়ম মেনে‚
আমি শুধুই তোমায় ভাবি
কোন নিয়ম না জেনে।

তোমাকে পাশে পেতে চাই
ঘুম থেকে উঠার পরে,
পাশে যদি থাকো আমার
সুন্দর সকাল পাই।

তোমায় খুঁজি চায়ের কাপে
আথবা কফির ধোঁয়ায়‚
আসবে কি তুমি আমার কাছে
সকালের মৌনতায়?

মেয়ে

মেয়ে
এম এ মাসুদ রানা

শুনছো মেয়ে‚
সুখ তোমার দুয়ারে দেয় হানা
বাইরে খানিক মেলে দাও ডানা।
দুখ তোমাকে ছুতে পারবে না,
সুখের হাওয়ার চমৎকার গুণ
দুখ উড়িয়ে নেয় সুখের কুজন।

ভাবছো মেয়ে,
দিন তো যাবেই! সীমাহীন সুখে
শুকিয়ে গেছে স্যাঁতস্যাঁতে জীবন
মিষ্টি রোদের‚ আলোর মিতালী 
দ্যাখ তোমার তরে নাচছে ঘন বন
সুখের তরে প্রয়োজন হয়নি রণ।

দূরত্ব

দুরত্ব
এম এ মাসুদ রানা

এ-সব দূরত্ব কেটে যাবে
খুঁজে পেয়েছো নতুন মুখ‚
তুমি সুখী হবে নাম মাত্র
মনে থাকবে শুধুই দুখ।

পুরনো পুস্তক ঘেঁটে যাবে
খুঁটিনাটি যতসব সুখ
অবয়ব‚ ছায়া‚ টলটলে হয়ে
জলপাত্রকে বলবে লুক।

সমাজের বিলোপ

সমাজের বিলোপ
এম এ মাসুদ রানা

প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে
জানের দাম বাড়ে না।
চাকুরির জন্য মিষ্টির দাম বাড়ে
মেধার মূল্য হয় না।

জীবিত থাকতে কতোই তিরস্কার
মরলে বলে কি হাহাকার
সমাজে এই এক প্রচলিত নিয়মকে
আমি জানায় ধিক্কার।

দিনে রাতে শত মানুষকে ঠকায়া
ওরাই না কি ধার্মিক
মরমির কথা অর্থ না জানে শুনে
বাউলরে বলে নাস্তিক।

সমাধি

সমাধি
এম এ মাসুদ রানা

অবাধে ফোটে না মুখে হাসি
বিরহ চাঁপা কাঁন্নায়
বহ্নিদাহে অঙ্গার দেহ, অবয়ব
ভাসে নয়নের বন্যায়!

ধর্ম জাতক শুভ্র বেশে কাটে
জনম জনমে অবশেষ,
পুষ্পের পাঁপড়ি বৃন্তে শুকায়
চন্দন সৌরভও নিঃশেষ।

রাগের অনুরাগের মিতালি হয়
নির্মম ভাগ্যের অবধি,
জীবন সাহুকার দৃষ্টিক্ষেপে ভাসে
মৃত্তিকাগর্ভে সমাধি।

তুমি ও আমি

তুমি ও আমি
এম এ মাসুদ রানা

মন মেলানোর সিদার পুকুর পাড়ে
একলা একলা আছি দাঁড়িয়ে‚
মনের বাগানে বাসনা গুলো সবই
আবেগ ঢেউয়ে যায় নাড়িয়ে।

কিছু পাখি আছে ভীষণ দূঃখী
কিছু পাখি আছে সুখী
এই আমিটা হব কি ভীষণ সুখী
এই আমিটা কেন দুঃখী?

ঐ তুমি যেমন ছিলে তেমন থেকো
কষ্ট ফেলে সুখটা ছেঁকো..
তোমার সুখের হাওয়া তুফান হয়ে
অতল মনে যাক না বয়ে।

Tuesday, April 5, 2022

নিয়ম

নিয়ম
এম এ মাসুদ রানা

পৃথিবী বদলে গেছে তাতে
নূন্যতম সময় লাগে
আমরা দুজনে একই আছি
যেমন ছিলাম আগে।
সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে তো থাকে না
কত ঝড় মেঘ আসে যায়
আকাশ মনে রাখে না।

Wednesday, March 30, 2022

আজব বিয়ে

আজব বিয়ে
এম এ মাসুদ রানা

এই সমাজে মেয়েই করেছে, মেয়েকে বিয়ে
কি করবে মেয়েরা আর এই ছেলে দিয়ে।
কি এক নতুন জামানা আইলো জগতে ভাই।
লজ্জা সরমে মুখ পুড়ছে, যেন মরে যাই।

নারীর প্রেমে জন্য নিলো তারা নারীর মন
ছেলেরা কথা শুনে বসে কান্দে সারাক্ষণ।
তারাই বলে, করতে পৃথক চাইলে কেহ।
লাশ হয়ে যাবে এই দুটি তরুণ তাজা দেহ।

আখির প্রেমে, বিলকিস আসলো বাড়ি
বিয়ে বলে নাকি করেছে, এই দুই নারী।
কি যে এক আজব শুনলে কথা ঘুরে মাথা
ফেসবুকে হলো পরিচয় ফোনে হয় কথায়।

আঁখি, বিলকিসের প্রেমে, বুকটা ব্যাথা করে।
কি বলবো, কি করবো, মাথা আমার ধরে?
নোয়াখালী থেকে আসলো বিলকিস,
টাঙ্গাইলে আখির সাথে করবে বাসর ইস।

মেয়ে ছেলেই হলে বিয়ে বংশে প্রদীপ জ্বলে
বিলকিস আখির কি হবে, একটু যাও বলে।
বাবা হবে কে তারা শুনবে কি মায়ের ডাক?
হায়রে ভাবতে ভাবতে হয়ে যাচ্ছি অবাক।

Saturday, March 19, 2022

অভিমান

অভিমান
এম এ মাসুদ রানা

সবার মাঝে থাকে কিছু না কিছু অভিমান।
একটু অভিমান থাকা ভালো।
অভিমান বুকে জমে হবে সাগর সমান জল,
মমতা আর অভিমান উভয়ই সাগরের জল।
সে চোখের আঠালো টিপ,
জড়োয়া কাতান,
মমতা আর অভিমান তারই এক নাম।
অভিমান জমে বুক হবে ছারখার
মানুষের মধ্যেতো থাকে কিছু অভিমান
বুকের ভিতরে থাকে,
হৃৎপিণ্ডে যেমন,
তাহাকেই গোপনে রয়েছে অভিমান।
কেউ ইহাকেই বিচ্ছিন্নতা বলে,
আমি তা বলবো না কেন? 
মানুষের প্রতি মানুষের অভিমান,
সেতো আর কিছু নয়,
একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে।
সবার মধ্যে থাকে কিছু অভিমান
অভিমান থাকা ভলো, 
যেটুকু প্রয়োজন। 
নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান
গোলাপের প্রতি থাকে এই অভিমান
নারী ও গোলাপ একই শব্দ,
মানুষের থাকে সনাতন অভিমান 
সবারই মাঝে কিছু অভিমান থাকে।

Tuesday, March 8, 2022

পিছু ফিরে দেখ না

পিছু ফিরে দেখ না
এম এ মাসুদ রানা

তুমি সুখী হলে,আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
চিরদিন শুধুই দুঃখ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
কতই রঙয়ের স্বপ্ন দেখেছিলাম।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে নেমেছে অকারনে শ্রাবণ
সব কিছু ভাগ্যের প্রতিফলন ।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আর দেখব না।

রচনাকালঃ ০৯/০৩/২০১৮

Sunday, March 6, 2022

ভালোবাসা

ভালোবাসা
এম এ মাসুদ রানা

শুধু কাছে পাওয়ার জন্য
ভালোবাসা নয়!
শুধু ভালো লাগার জন্য
ভালোবাসা নয়!
নিজের সুখ বিসর্জন দিয়ে
ভালোবাসা নয়!
শুধুই সুখে থাকার নামই
ভালোবাসা নায়!
ভালোবাসার অনেক সময়
ছাড় দিতে হয়!
ভালোবাসা দিয়ে ঘৃণাকে
জয় করতে হয়!
ভালোবাসায় সব কিছুই
ভাগ করতে হয়!
সব কিছু মন থেকে মানলে
পৃথিবী হয় জয়।

০৭/০৩/২০১৯

Monday, February 28, 2022

লুকিয়ে রাখা বেদনা

----------  লুকিয়ে রাখা বেদনা 
              এম এ মাসুদ রানা 

লুকিয়ে রাখা বেদনার শেষ চিঠির লাইনে, 
লুকিয়ে রাখা আঁধারের বুকে সবুজ স্বপ্নগুলো,
লুকিয়ে রাখা কপালে তোমার কালো টিপ,
লুকিয়ে রাখা, চোখের কালো দিনগুলো, 
লুকিয়ে রাখা তোমার দেখা ইচ্ছেগুলো,
লুকিয়ে রাখা কথাগুলো নাইবা হলো বলা,
লুকিয়ে রাখা তোমার চাওয়া হলো না পাওয়া
লুকিয়ে রাখা জোছনার রাতগুলো এলোমেলো 
লুকিয়ে রাখা হলো না আর লুকিয়ে রাখা,
লুকিয়ে রাখা ভয়াবহ কঠিন সময় হয়নি সহজ,
লুকিয়ে রাখা অনুভূতিগুলো হয়েছে মৃত দেহ।

Monday, February 14, 2022

বাসন্তী তুমি

 বাসন্তী তুমি

এম এ মাসুদ রানা 


চেয়েছিলাম বসন্তের সিক্ততা

বুকের পাঁজরে জড়াবো

নতুন নতুন ফুলের পাপড়িতে 

তুমি বললে সেজ আসবো।


তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী

বিছানো বনের অরণ্যে 

নানা ফুলে ফুলে‚ বাসন্তী রঙে

জড়াবো হৃদয়ের বনে।


এই ফাল্গুনে সাজাবে অঞ্জনা

থাকবে হৃদয়ের ভরে

দু’টি হৃদয় এক সুতাতেই মালা

রেখেছি তোমার তরে।


রচনাকালঃ ১৪-০২-২০২২ খ্রি.

Sunday, January 30, 2022

ব্যর্থ বাসনা

 ব্যর্থ বাসনা 

এম এ  মাসুদ  রানা 


চোখ দুটো ছিলো কাজল কালো

মুখে ছিলো মিষ্টি মিষ্টি হাসি।

একটু দেখবো বলে, এখনো বসে আছি

আসতে চেয়েও আসনি কাছাকাছি। 


বলেছিলে অনন্তকাল থাকবে পাশাপাশি 

কথা হয়েছিল তো দিবানিশি। 

পুরোনো কথায়, এখন চোখে আসে জল

রঙিন বাঁশির করুণ সুরে খুঁজি তার ফল।


হারিয়ে যাওনি তুমি জানি আমি জানি

হারানো ভয় দিয়ে করতেছো ফানি,

আছো কোন গগনে কোন সুজনের সনে

প্রেমের যাতনা জ্বলেনি কি তোমার মনে?


পড়ে নাকি মনে রে পরে না'কি মনে,

প্রেম শিখায়া চলে গেলি, কোন গহীন বনে?

সুখে আছো এই কথাটি বলতে পার না'কি ফোনে?

সবসময়ে ফোনটা থাকে তো আমার সনে।


রচনাকালঃ ৩০/০১/২০২০

Tuesday, January 25, 2022

প্রার্থনা

প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


দেখতে দেখতে পার হয়ে হলো 

পুরো একটা বছর, 

কথা কাজে যতই ঠিক ও বেঠিক 

তাতে পরেনি আচর।


তোমার মায়াবী চাহনিতে মিশে 

আছে কি যে, যাদু?

তোমার মনের কথাগুলো বুঝতে 

হয়েছি আমিও সাধু।


চাওয়া পাওয়াতেও করো নাই 

কখনো কোন রাগ,

কথা কথার কাকলীতে কেটেছে 

বছরের অনেক রাত।


জীবনে ছিলো কিছু রাশি রাশি 

সুখ ও শান্তির মিল,

পার করেছো অনেক রাশি রাশি 

বেদনা হয়নি অমিল।


সুন্দর কেটেছে তোমার  মধুময়

জীবনের একটি বছর,

গত দিনগুলির চেয়ে আসুক ভালো 

নতুন কিছু আবার।


জীবনে থাকুক সীমাহীন সুখের

নিখাদ এক ফাগুন , 

আগামীতে আসুক সুখ আর সুখ 

অবিরাম আনন্দের দিন।


উৎসর্গ মুস্তারিন জাহান লুসি 

রচনাকালঃ ২৫ জানুয়ারী ২০২২ খ্রি.

Wednesday, January 5, 2022

অচিনপুরে বাস

 অচিনপুরে বাস

এম এ মাসুদ রানা 


বাঁধা দিও না কাজ হবে না

যেতে হবে বহু দূরে

থাকবো না হয় একা একা 

কোন এক অচিন পুরে।


ব্যকুল মিছে ভাবনা আমার

কোন লাভ হবে না আর

তাই তো পিছনে ফিরে যেতে 

কখনো চাই না আবার।


কি হবে মিছে কাঁদে আবার

যে যাবার সে চলে যাবে?

তার তরে স্বপ্ন সাজিয়ে বলো 

কখনো লাভ কি গো হবে?


কেউ আবার করে মিছে মায়া

বলে নিয়তীর পরিহাস

তবু কেন কেঁদে কেঁদে হতে হয়

অচিনপুরে বসবাস।

রচনাকালঃ ০৬/০১/২০১৮

Wednesday, December 29, 2021

ফিরে দ্যাখ একবার

 ফিরে দ্যাখ একবার 

এম এ মাসুদ রানা 


পিছু ফিরে তাকালাম ফিরে যাবো 

আশা ছিলো দেখবে ভাবলাম! 

তুমি ডাকলে না আমারে, চোখে চোখ 

রাখবে চেয়ে চেয়ে দেখলাম।


দেখলে না ফিরে তুমি এই আমারে

দেখে দেখে বলি হায় হায়!

তুমি এভাবে চলে যেওনা ছেড়ে প্রিয়

বলো কাছে ফিরে আয় আয়।


ডাকলে না তুমি আমায়, বুঝলে না 

আমার এই অবুঝ মনকে!

আমাকে রেখে চলে যাও কোন সুখে,

তুমি বিনে মরবো ধুঁকে ধুঁকে।