সুখ
এম এ মাসুদ রানা
কিছু সুখ লুকিয়ে থাক
কৃষ্ণচূড়ার ডালে,
কিছু ব্যথা বাসা বাঁধুক
হৃদয়ের খালে।
কিছু দুখ হারিয়ে থাক
প্রেয়সীর গায়ে,
তবুও থাকি পরিশেষে
শোকর আদায়ে।
প্রিয়ার ভুবন হয়ে উঠুক
গোলাপের ঝাঁড়
বাগিচায় ফুল ও কাঁটা থাক
সুবাস তো অপার।
হাসনাহেনা, বকুল, বেলি
ফোটাও সমান
সুঘ্রাণে ভরে উঠুক প্রিয়ার
সুখের আসমান।
No comments:
Post a Comment