Wednesday, December 30, 2020

ফিরে এসো না

 ফিরে এসো না 

এম এ মাসুদ রানা 


প্রবঞ্চিত জীবনে কষ্ট দিয়ে যাও

সুখ পাখিটাকে কেড়ে নাও

তুমি আমাকে যন্ত্রণা দিয়ে যদি

অন্য কারো একজন হও।


তোমাকে বলবো না কোনো দিন

ভালবাসো ওগো আমায়

তোমার দেখানো পথ ধরে কোনদিন

খুজবো না গো তোমায়।


তুমি চলে যাও চলে যাও পাখি

দূর নীলিমার নতুন দেশে

বধু বেশে থাক তুমি  মহাসুখে

ফিরে এসো না আগের বেশে।

No comments: