Wednesday, December 30, 2020

আমি ঘুমাতে পারি না

 আমি ঘুমাতে পারি না 

এম এ মাসুদ রানা 


হাজরো নিষ্ঠুরতায়

অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে আমায়;

আমি ঘুমাতে পারি না।


আমার দুটো নিদ্রাতুর আঁখি

ঘুমবিজড়িত হয়ে পড়ে,

মুহূর্তেই বীভৎস স্বপ্ন দেখে চমকে উঠি ;

আমি ঘুমাতে পারি না।


আমিও তো মানুষ

কে বলবে এটা মিথ্যা কথা?

জেগে জেগে কত যে স্বপ্ন দেখি প্রতিদিন;

দেখার পরেই ভেঙে যায়,

ভেঙে যায় আবার শুরু করি।


স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন চলে যায় ;

স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখে কেটে যায় দিবস রজনী,

আমি ঘুমাতে পারি না।

No comments: