ভোজ
এম এ মাসুদ রানা
বাড়ির কাছে উপজেলা শহর
কৃষক কুমার নৌকা বায়
ন্যায়ের শাসনের লয় হলে
পৃথিবীর শোভা দেখা যায়!
আশেপাশে জাহান্নাম জ্বলে
জ্বলছে নরক অবিরাম,
অন্তবিহীন পান্থপথে কর্মফলে
বাতাসে নড়ে অবিরাম।
ভাল-মন্দ, সৎ-অসৎ
কে বা রাখে কার খোঁজ,
নতুন এসে পুরনো পতন
পূর্ণদেহ শূন্যেই হয় ভোজ।
No comments:
Post a Comment