Wednesday, December 30, 2020

মরণকে স্মরণ করুন

 মরণকে স্মরণ করুন 

এম এ মাসুদ রানা 


যেদিন ফুরিয়ে যাবে জীবনের আশা

সেদিন হারিয়ে যাবে মুখের সব ভাষা।

প্রাণহীন দেহখানি ঘরের রইবে পড়ে,

স্বজনেরা আঁখি জল মুছবে আঁচলে।

গুণগান গায়বে তোমার মরণের পরে

মনে হবে 'দুনিয়াটা ছিলো মায়ায় ভরে।


নিঃশ্বাস থেকে যাবে, কার বিশ্বাস আছে?

কে বলতে পারবে, কে ক'দিন নিজে বাঁচে?

বাদশাহ হও-মেথর হও; ধনী কিংবা গরীব হও

মৃত্যুর জন্য  তোমরা সবাই সাদায় প্রস্তুত রও।


দু'দিনের এই মিছে মায়ার খেলা ঘরে;

কীসের এত্তো গর্ব করে রব বলো পরে?

মরণ যখন আসবে দুয়ারে; যেতে হবে ইশারায় 

যমদূত শিকার করবে তোমায় তার নিজ ইচ্ছায়।

No comments: