Wednesday, December 30, 2020

অন্তিম নিদ্রা

 অন্তিম নিদ্রা 

এম এ মাসুদ রানা 


জীবন হিসাবের শেষ প্রান্তে দাঁড়িয়ে 

আজ করছি শেষ ঘুমের অপেক্ষা। 

পৃথিবীর চরম বাস্তবতায় স্থীর নিয়তি

অনন্ত জীবনে তরে দিতে হবে যাত্রাপথ। 

পালিয়ে বেড়ানোর নেই কোন উপায়

নিঃষ্ঠুর রহস্যময় নিশ্চিত শীতল মৃত্যু থেকে।


নেই কোন প্রস্তুতি, নেই কোন অবকাশ 

আকস্মিক নতুনত্বের ঘটবে আগমন। 

কামনা-বাসনা, প্রাপ্তি-অপ্রাপ্তির সমাপ্তি

সাধ-স্বপ্ন, ইচ্ছা-অনিচ্ছা সবে হবে বিনাশ

নিরুপায় নির্জনতায় বাধ‍্যগত গহীনে প্রস্থান।


অন্ধকার গন্তব্যে মুছে যাবে ক্ষয়িষ্ণু অতীত

বন্ধ হবে পৃথিবীর সমস্ত মায়া কান্না কোলাহল। 

অপ্রতিরোধ‍্য সময় নিয়ে যায় নির্জন নিরিবিলি 

সীমাহীন এক অন্ধকার গোপন কুঠরিতে

যেতে হবে তখুনি জীবনের শেষ ঘুম ঘুমাতে।

No comments: