মধুকাল
এম এ মাসুদ রানা
ধূসর আকাশ-সাদা ঘুড়ি
চলে অদৃশ্য লাটাই দিয়ে
সে অর্থে হয় বেওয়ারিশ
নতুন সাঁজের আনাগোনা।
টবে সাজানো ক'টা চারা
সরল ছন্দিত ছন্দে ভরা
ঝড়ো হাওয়া থমকে আসা
গুল্ম গুলো হয়েছে ছন্ন-ছাড়া।
রক্ত রাঙা রোজ ক্যাকটাস
পরিপাটি সাঁজে গন্ধরাজ,
শিশু-সুলভ চয়নে অর্কিড
সময়ের তরে কাঠগোলাপ।
বেমালুম দর্শকের আগমন
অযথা করে না পায়চারি
জীবিত-মৃত ইন্দ্রের খেলা
নিভৃত করে কেউ আর্তনাদ।
No comments:
Post a Comment