Wednesday, December 30, 2020

আমার কথা

 আমার কথা 

এম এ মাসুদ রানা 


মরুভূমির মরিচীকা দেখেছি, 

রুক্ষতার মাঝেও দেখেছি উল্লাস। 

আমি তোমাকে পেয়েছি সহজেই, 

হারিয়ে ফেলেছি সব প্রতারণা। 

তপ্ত বালুতেও ফোটে রক্ত রঙ্গিন ফুল

প্রতারকের প্রতারণা প্রতিশ্রুতি রক্ষায়।

মৃদু বাতাসে উড়তে দেখেছি, 

তোমার এলোমেলো কেশাম্বলী।

আমার সবই তোমায় দিয়েছি, 

তোমার ভালবাসার এক ডাকে,

মনের কথাও বলেছি অনায়াসে।

ভাঙ্গল আমার মনের ভুল! 

বৈরাগ্যকে ভালবাসা দিয়েছি

তোমায় ভালোবেসেছি।


No comments: