Wednesday, December 30, 2020

সমদুঃখ

 সমদুঃখ

এম এ মাসুদ রানা 


এই যে তুমি চলে যাও 

আমার সামনে দিয়ে

আবার ফিরে দ্যাখ

 ক্লান্ত ভরা মন নিয়ে।


পশ্চিমে অস্তমিত হলো বেলা

চেষ্টায় ছিল না হেলা,

তুমি কোথাই যে চলে যাও

সুখকে দিয়ে দোলা।


তোমার চোখে দেখা যায়

সীমাহীন ব্যস্ততা, 

কাঁধে ঝুলানো থাকে ব্যাগ

অসম্ভব কিছু কথা।


এমন কি কর্ম ব্যস্ততায়

তুমি থাকো সর্বদাই? 

কাজের মাঝে ডুবে থেকে

ভাগ্য ফিরাবে তাই। 


তুমি ঘুচাতে চাও ব্যর্থতা

মনে প্রবল আশা,

সময় নেই ফিরে তাকানোর

নিজের প্রতি ভরসা।


তোমার ব্যথা ভরা মন 

সাফল্য খুঁজে সারাক্ষণ,

কথা ফোটেনা তাই মুখে

হৃদয়ে চলে হরদমে রণ।


তোমার দুঃখের যত কথা

যত বেদনা জমা বুকে,

পার না সুখটুকু চেয়ে নিতে 

রয়েছো শুধুই ধুঁকে।  


কোথাও রাখো সমদুঃখ মাথা

মিলে যদি শান্তি 

নিভে যায় যদি বুকের আগুন

একটু মিলে শীতলতা।


রচনাকালঃ- ২২/০৯/১৯ নোট

No comments: