আপ্ত গুণ
এম এ মাসুদ রানা
যখন তোমার সাথে কেউ থাকে না
তোমার একাকীত্ব যখন কাটে না
তোমাকে নিয়ে যখন কেউ ভাবে না
তোমার দৃষ্টিতে যখন কেউ আর আসে না
তখনি তুমি তুমি বলে ডাকো
তোমার একাকীত্ব সময়ে আমার সাথে থাকো
তোমার মনের কথা আমায় কখনো বলো নাকো
তোমার সুখের তরে আমায় সাথে নিয়ে রাখো।
বুঝেছি আমি তোমার সব ছলাকলা
সবার কাছে এইসব কথা কখনো যায় না বলা
আসোনা কাছে যখন আমার থাকে শুধু অবেলা
মহানন্দে থাকো যখন হৃদয় হয় আমার ঝালাপালা।
তোমার ইচ্ছায় আসো তুমি
তোমার ইচ্ছামত আবার ছেড়ে চলে যাও
তোমার প্রয়োজনে তুমি আবার ডেকে নাও
তোমার প্রয়োজন শেষে হও আবার উধাও।
তুমি মনে করেছো তোমার ছলনা বুঝি না
সবে বুঝি তাইতো আগের মতো তোমায় খুঁজি না
তুমি পাল্টে গেছো একেবারে শুধু সুখের তাড়নায়
তুমি তোমার মুখে আমাকে একবারও না জানায়।
No comments:
Post a Comment