কাশ্মীর
এম এ মাসুদ রানা
কাশ্মীরে মরে যারা তাঁরও
কারো ভাই বোন স্বজন,
তাদের হাহাকার চিৎকার
শোন যায় গানের মতন।
আমাদের মা বোনও ভাই
আমাদেরই পুত্র, কন্যা,
কাশ্মীরে জমিনে শুধু বহে
মানুষের রক্তের বন্যা!
বির্তকবাদী আর কিছু
তার দাস কুত্তায়!
ওরা মেতে উঠেছেরে
মুসলিম গণহত্যায়!
নাই কি আপনার আমার
ঈমানী কোন শক্তি,
প্রতিবাদ করলে তাহারা
হতে পারে মুক্তি।
রচনাকাল ১৫/০৮/২০১৯
No comments:
Post a Comment