Wednesday, December 30, 2020

মৃত্যুঞ্জয়ী

 মৃত্যুঞ্জয়ী

এম এ মাসুদ রানা 


খোদার প্রেমে বন্দী হয়ে 

জনমভরে  কাঁদিল কাবায়

ঘোরাঘুরি জনম দাসী 

পিরীতের  ইবাদত খানায়।


আমার ভেতর আমিই সেটা

সেই আমিটাই সর্বময়!

আল্লাহর কথায় পথ ধরিয়ে

এই ত্রিভুবন আলোকময়!


তামান পৃথিবী আলোকিত

ভুবন বেশেই মুসাফির!

কণ্ঠে ধ্বনি সরল বাণী

আল্লাহু আল্লা শান তাকবির।

No comments: