Sunday, April 17, 2022
তার স্বভাব
প্রভাতের বাসনা
মেয়ে
দূরত্ব
সমাজের বিলোপ
সমাধি
তুমি ও আমি
Tuesday, April 5, 2022
নিয়ম
Wednesday, March 30, 2022
আজব বিয়ে
Saturday, March 19, 2022
অভিমান
Tuesday, March 8, 2022
পিছু ফিরে দেখ না
Sunday, March 6, 2022
ভালোবাসা
Monday, February 28, 2022
লুকিয়ে রাখা বেদনা
Monday, February 14, 2022
বাসন্তী তুমি
বাসন্তী তুমি
এম এ মাসুদ রানা
চেয়েছিলাম বসন্তের সিক্ততা
বুকের পাঁজরে জড়াবো
নতুন নতুন ফুলের পাপড়িতে
তুমি বললে সেজ আসবো।
তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী
বিছানো বনের অরণ্যে
নানা ফুলে ফুলে‚ বাসন্তী রঙে
জড়াবো হৃদয়ের বনে।
এই ফাল্গুনে সাজাবে অঞ্জনা
থাকবে হৃদয়ের ভরে
দু’টি হৃদয় এক সুতাতেই মালা
রেখেছি তোমার তরে।
রচনাকালঃ ১৪-০২-২০২২ খ্রি.
Sunday, January 30, 2022
ব্যর্থ বাসনা
ব্যর্থ বাসনা
এম এ মাসুদ রানা
চোখ দুটো ছিলো কাজল কালো
মুখে ছিলো মিষ্টি মিষ্টি হাসি।
একটু দেখবো বলে, এখনো বসে আছি
আসতে চেয়েও আসনি কাছাকাছি।
বলেছিলে অনন্তকাল থাকবে পাশাপাশি
কথা হয়েছিল তো দিবানিশি।
পুরোনো কথায়, এখন চোখে আসে জল
রঙিন বাঁশির করুণ সুরে খুঁজি তার ফল।
হারিয়ে যাওনি তুমি জানি আমি জানি
হারানো ভয় দিয়ে করতেছো ফানি,
আছো কোন গগনে কোন সুজনের সনে
প্রেমের যাতনা জ্বলেনি কি তোমার মনে?
পড়ে নাকি মনে রে পরে না'কি মনে,
প্রেম শিখায়া চলে গেলি, কোন গহীন বনে?
সুখে আছো এই কথাটি বলতে পার না'কি ফোনে?
সবসময়ে ফোনটা থাকে তো আমার সনে।
রচনাকালঃ ৩০/০১/২০২০
Tuesday, January 25, 2022
প্রার্থনা
প্রার্থনা
এম এ মাসুদ রানা
দেখতে দেখতে পার হয়ে হলো
পুরো একটা বছর,
কথা কাজে যতই ঠিক ও বেঠিক
তাতে পরেনি আচর।
তোমার মায়াবী চাহনিতে মিশে
আছে কি যে, যাদু?
তোমার মনের কথাগুলো বুঝতে
হয়েছি আমিও সাধু।
চাওয়া পাওয়াতেও করো নাই
কখনো কোন রাগ,
কথা কথার কাকলীতে কেটেছে
বছরের অনেক রাত।
জীবনে ছিলো কিছু রাশি রাশি
সুখ ও শান্তির মিল,
পার করেছো অনেক রাশি রাশি
বেদনা হয়নি অমিল।
সুন্দর কেটেছে তোমার মধুময়
জীবনের একটি বছর,
গত দিনগুলির চেয়ে আসুক ভালো
নতুন কিছু আবার।
জীবনে থাকুক সীমাহীন সুখের
নিখাদ এক ফাগুন ,
আগামীতে আসুক সুখ আর সুখ
অবিরাম আনন্দের দিন।
উৎসর্গ মুস্তারিন জাহান লুসি
রচনাকালঃ ২৫ জানুয়ারী ২০২২ খ্রি.
Wednesday, January 5, 2022
অচিনপুরে বাস
অচিনপুরে বাস
এম এ মাসুদ রানা
বাঁধা দিও না কাজ হবে না
যেতে হবে বহু দূরে
থাকবো না হয় একা একা
কোন এক অচিন পুরে।
ব্যকুল মিছে ভাবনা আমার
কোন লাভ হবে না আর
তাই তো পিছনে ফিরে যেতে
কখনো চাই না আবার।
কি হবে মিছে কাঁদে আবার
যে যাবার সে চলে যাবে?
তার তরে স্বপ্ন সাজিয়ে বলো
কখনো লাভ কি গো হবে?
কেউ আবার করে মিছে মায়া
বলে নিয়তীর পরিহাস
তবু কেন কেঁদে কেঁদে হতে হয়
অচিনপুরে বসবাস।
রচনাকালঃ ০৬/০১/২০১৮
Wednesday, December 29, 2021
ফিরে দ্যাখ একবার
ফিরে দ্যাখ একবার
এম এ মাসুদ রানা
পিছু ফিরে তাকালাম ফিরে যাবো
আশা ছিলো দেখবে ভাবলাম!
তুমি ডাকলে না আমারে, চোখে চোখ
রাখবে চেয়ে চেয়ে দেখলাম।
দেখলে না ফিরে তুমি এই আমারে
দেখে দেখে বলি হায় হায়!
তুমি এভাবে চলে যেওনা ছেড়ে প্রিয়
বলো কাছে ফিরে আয় আয়।
ডাকলে না তুমি আমায়, বুঝলে না
আমার এই অবুঝ মনকে!
আমাকে রেখে চলে যাও কোন সুখে,
তুমি বিনে মরবো ধুঁকে ধুঁকে।
হিংসা
হিংসা
এম এ মাসুদ রানা
হিংসা নামক অপশক্তিটা
সবার মনে বিদ্যমান,
কার কার একটু বেশি হয়
কারো অল্প পরিমাণ।
কেউ হিংসায় জ্বলে ধুঁকে ধুঁকে
কেউ জ্বলে অবিরাম,
আসলেই হিংসাটা কঠিন বিষয়
সবাই জানে এটি হারাম।
হিংসা থেকে হয় লোভের জন্ম
বাড়েতে থাকে চাহিদার মান
হিংসা মানবতার পদতলে পৃষ্ঠ হয়ে
অপরাধের হয় উত্থান।
পার্থক্য
পার্থক্য
এম এ মাসুদ রানা
অল্পতে সুখী হয়ে হাসতে পারে,
গরীব মানুষ যারা
আকাশকুসুম কল্পনা করে না,
হয় না লক্ষ হারা।
পেট পুরে খেতে পারলেই খুশি,
গরীব শ্রেণী সবাই
যাদের কোনো আধুনিকতা নেই,
ওঁদের গরীব বলে তাই।
মাটির গন্ধ যাঁদের সর্বাঙ্গে মাখা
গরীব বলে সমাজ তাদের
যাঁদের কাঁধে পা রেখে আজ সভ্য
তাঁদের নেই কোন কদর।
তারা নয় ইতর অথবা ছোট লোক
গরীব হয়ে সমাজে থাকুক
যাহারা শিক্ষিত সভ্যতার দাবিদার
তারাই লুটপাট ধরে রাখুক।
কলমের খোচায় অসৎ অর্থ অর্জন
করে থাকে মহাচোরেরা
আমরা বিবেকহীন চেহারার মানুষ
ধরে রাখি পশুত্ব চেহেরা।
আদিকাল হতে গরীব হয় নিপীড়িত
তাহাদের উপর চলে রাজত্ব
করিও না ঘৃনা এই গরীবকে সেই তরে
সমাজ হারিয়েছে ব্যক্তিত্ব।
তাহারাই মজলুম মাসুম মনুষ্যত্বে
সর্বদাই আশায় বুক বাঁধে
কখনো তারা কারো তরে জীবন
সাঁজাতে বাকি নাহি রাখে।