Saturday, March 19, 2022

অভিমান

অভিমান
এম এ মাসুদ রানা

সবার মাঝে থাকে কিছু না কিছু অভিমান।
একটু অভিমান থাকা ভালো।
অভিমান বুকে জমে হবে সাগর সমান জল,
মমতা আর অভিমান উভয়ই সাগরের জল।
সে চোখের আঠালো টিপ,
জড়োয়া কাতান,
মমতা আর অভিমান তারই এক নাম।
অভিমান জমে বুক হবে ছারখার
মানুষের মধ্যেতো থাকে কিছু অভিমান
বুকের ভিতরে থাকে,
হৃৎপিণ্ডে যেমন,
তাহাকেই গোপনে রয়েছে অভিমান।
কেউ ইহাকেই বিচ্ছিন্নতা বলে,
আমি তা বলবো না কেন? 
মানুষের প্রতি মানুষের অভিমান,
সেতো আর কিছু নয়,
একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে।
সবার মধ্যে থাকে কিছু অভিমান
অভিমান থাকা ভলো, 
যেটুকু প্রয়োজন। 
নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান
গোলাপের প্রতি থাকে এই অভিমান
নারী ও গোলাপ একই শব্দ,
মানুষের থাকে সনাতন অভিমান 
সবারই মাঝে কিছু অভিমান থাকে।

Tuesday, March 8, 2022

পিছু ফিরে দেখ না

পিছু ফিরে দেখ না
এম এ মাসুদ রানা

তুমি সুখী হলে,আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
চিরদিন শুধুই দুঃখ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
কতই রঙয়ের স্বপ্ন দেখেছিলাম।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে নেমেছে অকারনে শ্রাবণ
সব কিছু ভাগ্যের প্রতিফলন ।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আর দেখব না।

রচনাকালঃ ০৯/০৩/২০১৮

Sunday, March 6, 2022

ভালোবাসা

ভালোবাসা
এম এ মাসুদ রানা

শুধু কাছে পাওয়ার জন্য
ভালোবাসা নয়!
শুধু ভালো লাগার জন্য
ভালোবাসা নয়!
নিজের সুখ বিসর্জন দিয়ে
ভালোবাসা নয়!
শুধুই সুখে থাকার নামই
ভালোবাসা নায়!
ভালোবাসার অনেক সময়
ছাড় দিতে হয়!
ভালোবাসা দিয়ে ঘৃণাকে
জয় করতে হয়!
ভালোবাসায় সব কিছুই
ভাগ করতে হয়!
সব কিছু মন থেকে মানলে
পৃথিবী হয় জয়।

০৭/০৩/২০১৯

Monday, February 28, 2022

লুকিয়ে রাখা বেদনা

----------  লুকিয়ে রাখা বেদনা 
              এম এ মাসুদ রানা 

লুকিয়ে রাখা বেদনার শেষ চিঠির লাইনে, 
লুকিয়ে রাখা আঁধারের বুকে সবুজ স্বপ্নগুলো,
লুকিয়ে রাখা কপালে তোমার কালো টিপ,
লুকিয়ে রাখা, চোখের কালো দিনগুলো, 
লুকিয়ে রাখা তোমার দেখা ইচ্ছেগুলো,
লুকিয়ে রাখা কথাগুলো নাইবা হলো বলা,
লুকিয়ে রাখা তোমার চাওয়া হলো না পাওয়া
লুকিয়ে রাখা জোছনার রাতগুলো এলোমেলো 
লুকিয়ে রাখা হলো না আর লুকিয়ে রাখা,
লুকিয়ে রাখা ভয়াবহ কঠিন সময় হয়নি সহজ,
লুকিয়ে রাখা অনুভূতিগুলো হয়েছে মৃত দেহ।

Monday, February 14, 2022

বাসন্তী তুমি

 বাসন্তী তুমি

এম এ মাসুদ রানা 


চেয়েছিলাম বসন্তের সিক্ততা

বুকের পাঁজরে জড়াবো

নতুন নতুন ফুলের পাপড়িতে 

তুমি বললে সেজ আসবো।


তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী

বিছানো বনের অরণ্যে 

নানা ফুলে ফুলে‚ বাসন্তী রঙে

জড়াবো হৃদয়ের বনে।


এই ফাল্গুনে সাজাবে অঞ্জনা

থাকবে হৃদয়ের ভরে

দু’টি হৃদয় এক সুতাতেই মালা

রেখেছি তোমার তরে।


রচনাকালঃ ১৪-০২-২০২২ খ্রি.

Sunday, January 30, 2022

ব্যর্থ বাসনা

 ব্যর্থ বাসনা 

এম এ  মাসুদ  রানা 


চোখ দুটো ছিলো কাজল কালো

মুখে ছিলো মিষ্টি মিষ্টি হাসি।

একটু দেখবো বলে, এখনো বসে আছি

আসতে চেয়েও আসনি কাছাকাছি। 


বলেছিলে অনন্তকাল থাকবে পাশাপাশি 

কথা হয়েছিল তো দিবানিশি। 

পুরোনো কথায়, এখন চোখে আসে জল

রঙিন বাঁশির করুণ সুরে খুঁজি তার ফল।


হারিয়ে যাওনি তুমি জানি আমি জানি

হারানো ভয় দিয়ে করতেছো ফানি,

আছো কোন গগনে কোন সুজনের সনে

প্রেমের যাতনা জ্বলেনি কি তোমার মনে?


পড়ে নাকি মনে রে পরে না'কি মনে,

প্রেম শিখায়া চলে গেলি, কোন গহীন বনে?

সুখে আছো এই কথাটি বলতে পার না'কি ফোনে?

সবসময়ে ফোনটা থাকে তো আমার সনে।


রচনাকালঃ ৩০/০১/২০২০

Tuesday, January 25, 2022

প্রার্থনা

প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


দেখতে দেখতে পার হয়ে হলো 

পুরো একটা বছর, 

কথা কাজে যতই ঠিক ও বেঠিক 

তাতে পরেনি আচর।


তোমার মায়াবী চাহনিতে মিশে 

আছে কি যে, যাদু?

তোমার মনের কথাগুলো বুঝতে 

হয়েছি আমিও সাধু।


চাওয়া পাওয়াতেও করো নাই 

কখনো কোন রাগ,

কথা কথার কাকলীতে কেটেছে 

বছরের অনেক রাত।


জীবনে ছিলো কিছু রাশি রাশি 

সুখ ও শান্তির মিল,

পার করেছো অনেক রাশি রাশি 

বেদনা হয়নি অমিল।


সুন্দর কেটেছে তোমার  মধুময়

জীবনের একটি বছর,

গত দিনগুলির চেয়ে আসুক ভালো 

নতুন কিছু আবার।


জীবনে থাকুক সীমাহীন সুখের

নিখাদ এক ফাগুন , 

আগামীতে আসুক সুখ আর সুখ 

অবিরাম আনন্দের দিন।


উৎসর্গ মুস্তারিন জাহান লুসি 

রচনাকালঃ ২৫ জানুয়ারী ২০২২ খ্রি.

Wednesday, January 5, 2022

অচিনপুরে বাস

 অচিনপুরে বাস

এম এ মাসুদ রানা 


বাঁধা দিও না কাজ হবে না

যেতে হবে বহু দূরে

থাকবো না হয় একা একা 

কোন এক অচিন পুরে।


ব্যকুল মিছে ভাবনা আমার

কোন লাভ হবে না আর

তাই তো পিছনে ফিরে যেতে 

কখনো চাই না আবার।


কি হবে মিছে কাঁদে আবার

যে যাবার সে চলে যাবে?

তার তরে স্বপ্ন সাজিয়ে বলো 

কখনো লাভ কি গো হবে?


কেউ আবার করে মিছে মায়া

বলে নিয়তীর পরিহাস

তবু কেন কেঁদে কেঁদে হতে হয়

অচিনপুরে বসবাস।

রচনাকালঃ ০৬/০১/২০১৮

Wednesday, December 29, 2021

ফিরে দ্যাখ একবার

 ফিরে দ্যাখ একবার 

এম এ মাসুদ রানা 


পিছু ফিরে তাকালাম ফিরে যাবো 

আশা ছিলো দেখবে ভাবলাম! 

তুমি ডাকলে না আমারে, চোখে চোখ 

রাখবে চেয়ে চেয়ে দেখলাম।


দেখলে না ফিরে তুমি এই আমারে

দেখে দেখে বলি হায় হায়!

তুমি এভাবে চলে যেওনা ছেড়ে প্রিয়

বলো কাছে ফিরে আয় আয়।


ডাকলে না তুমি আমায়, বুঝলে না 

আমার এই অবুঝ মনকে!

আমাকে রেখে চলে যাও কোন সুখে,

তুমি বিনে মরবো ধুঁকে ধুঁকে।

হিংসা

 হিংসা

এম এ মাসুদ রানা 


হিংসা নামক অপশক্তিটা

সবার মনে বিদ্যমান,

কার কার একটু বেশি হয়

কারো অল্প পরিমাণ।


কেউ হিংসায় জ্বলে ধুঁকে ধুঁকে 

কেউ জ্বলে অবিরাম,

আসলেই হিংসাটা কঠিন বিষয় 

সবাই জানে এটি হারাম।


হিংসা থেকে হয় লোভের জন্ম

বাড়েতে থাকে চাহিদার মান

হিংসা মানবতার পদতলে পৃষ্ঠ হয়ে

অপরাধের হয় উত্থান।

পার্থক্য

 পার্থক্য 

এম এ মাসুদ রানা 


অল্পতে সুখী হয়ে হাসতে পারে,

        গরীব মানুষ যারা

আকাশকুসুম কল্পনা করে না,

         হয় না লক্ষ হারা।


পেট পুরে খেতে পারলেই খুশি, 

         গরীব শ্রেণী সবাই 

যাদের কোনো আধুনিকতা নেই,

      ওঁদের গরীব বলে তাই। 


মাটির গন্ধ যাঁদের সর্বাঙ্গে মাখা

    গরীব বলে সমাজ তাদের 

যাঁদের কাঁধে পা রেখে আজ সভ্য

      তাঁদের নেই কোন কদর। 


তারা নয় ইতর অথবা ছোট লোক

    গরীব হয়ে সমাজে থাকুক

যাহারা শিক্ষিত সভ্যতার দাবিদার

    তারাই  লুটপাট ধরে রাখুক।


কলমের খোচায় অসৎ অর্থ অর্জন 

        করে থাকে মহাচোরেরা

আমরা বিবেকহীন চেহারার মানুষ

        ধরে রাখি পশুত্ব চেহেরা।


আদিকাল হতে গরীব হয় নিপীড়িত 

      তাহাদের উপর চলে রাজত্ব

করিও না ঘৃনা এই গরীবকে সেই তরে

       সমাজ হারিয়েছে ব্যক্তিত্ব।


তাহারাই মজলুম মাসুম মনুষ্যত্বে

      সর্বদাই আশায় বুক বাঁধে

কখনো তারা কারো তরে জীবন 

      সাঁজাতে বাকি নাহি রাখে।

আত্মচিৎকার

 আত্মচিৎকার 

এম এ মাসুদ রানা 


নিদারুণ কষ্ট হচ্ছে দেশ ও জাতির আজ

দেশে চলছে অমানবিকতায় ব্যাপক কাজ

সমাজপতিদের হচ্ছে না কেন রকমে লাজ

দূর্নীতি, লুঠতরাজের বাজনা বাজাছে বাজ।


আঘাত করলেও করতে পারি না প্রতিঘাত 

স্বার্থের কারণে ওদের থাকে না জাতপাত। 

উৎকণ্ঠে ও উদগ্রীবতায় কাটছে যে, দিনরাত

সমাজটাকে ভোগের তরে করেছে সাতপাত।


আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রেও নেই নিরাপত্তা 

দিনে দিনে মানুষ রূপে জন্ম নিচ্ছে কত্তো কুত্তা।

ছেলেকে বেঁধে মাকে করে  পাশবিক নির্যাতন

স্বামীকে বন্দী রেখে স্ত্রীকে অমানুষিক প্রত্যর্পণ।


পাবো না কি কখনো এইসব থেকে প্রতিকার 

উৎপীড়ন থেকে কখনো হবো না'কি নিস্তার ।

নিজেই নিজের বিবেকে দিয়ে থাকি ধিক্কার

ক্ষণে ক্ষণে অনুক্ষণে করে থাকি আত্মচিৎকার।


রচনাকালঃ ২৮/১২/২০২১খ্রিঃ

Thursday, October 28, 2021

নিঃসঙ্গ

 নিঃসঙ্গ 

এম এ মাসুদ রানা 


আমার সময় কাটে না

স্বেচ্ছা নির্বাসনে

কস্টের যাতাকলে পিষ্ঠ

নিঃসঙ্গ আসনে।


থেমে থেমে মন কাঁদে

বিরক্তির সময়

বিধাতা এ কেমন ব্যাধি

বলে আয় আয়।


লাশের পর লাশে সারি

নয়নে আসে জল

আমি কর্ম করে পায়নি 

কর্মের কোন ফল।


বোবা ব্যাথা গুমড়ে ওঠে

বিদায় প্রিয়জন

অনেকে অনেক কথা বলে

আর স্বজন।

তুমি সুখী হও

 তুমি সুখী হও

এম এ মাসুদ রানা 


আমার হৃদয় মাঝে তুমি আছো

তোমার উদাসীনি মন, 

তাই তোমার সাথে দন্দ থাকে

জীবনের প্রতিটি ক্ষণ।


কোন রকম দোষ না করেও তবু

আমি হলাম অপরাধী 

বাস্তবতার সাথে জীবন মিলিয়ে 

আমি শুধু নিরবে কাঁদি।


মহাসুখে থাকো না ওগো প্রিয়া

নতুনদের নিয়ে সাথে 

বলবো না কখনো তুমি দুঃখী হও

আঁধার না আসে যাতে।


তোমার কাছে চাইনা কোন কিছু 

চাওয়ার আছে কি বাকি?

উজাড় করে দিয়েছি তোমাকে সবে

দুঃখকে লুকিয়ে রাখি।


বলেছো তুমি আমায়, আমি চলে গেলে 

তুমি সুখী হবে, 

তোমারি সুখ চিরোদিন তোমার কাছে

সাথী হয়ে রবে।

আযত্ত

 আয়ত্ত 

এম এ মাসুদ রানা 


কিছু কথা বলবো বলবো করে 

কখনো বলা হয়নি, 

কিছু কাজ করবো করবো করে 

কখনো করা হয়নি।


অপেক্ষায় থাকতে থাকতে আর 

অপেক্ষা করি নাই 

আশায় থাকতে থাকতে আর

আশা করি নাই। 


থাকবে না থাকবে না বলতে আর

আসায় হয় নাই

সময় নাই সময় নাই বলতে বলতে 

সময় হয় নাই। 


ঈপ্সিত করে করে একা থাকার 

অভ্যাস হয়ে গেছে

মনের আনন্দে এখনো অবিরাম 

চলি নেচে নেছে।

মনের দর্পণ

 মনের দর্পণ

এম এ মাসুদ রানা 


তোমাকে নিয়ে ভাবনা ভাবায় 

আমার হয় বৃথা

সবসময় কথা হয় তোমার সাথে 

বাঁকা ও তিতা।


বলতে চেয়েছিলাম মনের কিছু 

লুকিয়ে রাখা কথা

ব্যস্ততার কারণ দেখিয়ে বললে

তুমি যথাতথা। 


তোমাকে হলো না বলা মনে 

কোন কথা বলা

সিদ্ধান্ত হলো আমার একমাত্র 

আপন পথে চলা।


আমি করি নাই তোমাকে কখনো

কোন দোষারোপ  

জীবনের হিসাব নিয়ে বসে আছি

রয়েছি চুপ।


তোমাকে করিনি কখনো কোন 

দোষে দোষ অর্পণ  

মনে লুকানো কথা বলার জন্য 

ঠিক করলাম দর্পণ।

সংশয়

 সংশয় 

এম এ মাসুদ রানা 


আমার শব্দমালা তুচ্ছ

          বাক্য গুলো তাই ক্ষুদ্র

          কল্পনা গুলো প্রকট

          স্বপ্ন সে তো নিদ্রাচ্ছন্ন।

আমার আশাগুলো তিক্ত

          জীবনটা হলো নিরবচ্ছিন্ন 

          তাই চলন হলো ছিন্নভিন্ন 

           সবে মিলে এলোমেলো। 

আমার ভবিষ্যৎ অনিশ্চিত 

            সুখ আসে কদাচিৎ

            থাকে না হার জিত

             ধরে না কেহ গীত 

আমার নেই হারাবার ভায় 

            করতে হয় না কিছু জয়

            কেউ করবে না পরাজয় 

            তবুও মনে থাকে সংশয়

অবুঝ মন

 অবুঝ মন 

এম এ মাসুদ রানা 


তুমি পাসে নেই, আমি বড় অসহায় 

স্বপ্ন গুলো ভেঙে গেলে নিঃস্ব হবো তাই। 

হরদমে কাছে পাবার দেখায় না প্রয়াস 

তাই তো তোমাকে বলি বারবার কি চাস?

হৃদয়ে কাছে না থাকার এলোকেশী ঝড়

তোমার তিক্ততায় আসে হারানোর ডর।

চলন বলনে এসেছে ব্যপক পরিবর্তন 

আমাকে করতে চাও কি তুমি কর্তন?

নিরবচ্ছিন্ন চলার পথ করো না চ্ছিন্ন 

তুমি এতো দিনের স্মৃতি করো না বিছিন্ন। 

তুমি ছিন্ন করে হতে পারবে কি ধন্য?

কথার ভাষায় আসে অনেক কথা অন্য।

তুমি ভেঙে দিওনা, আমার সরল মন

আমার অবুঝ মনটাকে বুঝবে ক"জন।

Tuesday, October 12, 2021

নারীর অধিকার

 ___________নারীর অধিকার_____________

                 এম এ মাসুদ রানা 


সমাজে নরীর প্রতি ছিলো অনেক অন্যায় ও অত্যাচার

মান ও ন্যায়্য অধিকারে হতো না তাঁদের সঠিক বিচার।

নারী অধিকার প্রতিষ্ঠায় নবী(সাঃ) দিয়েছে ফরমান,

কেও জীবন্ত কবর দিও না, হলেও সে কন্যা সন্তান।

নবী বলেছেন নারীর মার্যাদা দেয় যে, সেই হলো উত্তম,

দাম্পত্য জীবন সুখী হবে ঘরে আসে যদি কন্যা প্রথম।

পরিবারে কন্যাকে প্রধান্য দেয় যে, যেই কন্যার বাপ,

জান্নাত নসীর হবে, পরবে না তাঁর উপর দোযখের তাপ।

পৃথিবীতে রয়েছে যাঁর একাধিক সুকন্যা সন্তান,

মান-মার্যাদার সাথে সৎপাত্রে করল কন্যা সম্প্রদান ;

নবীর সাথে জান্নাতে থাকবে চিন্তার লেশ কোন নাই,

জান্নাত পাবে বলেছে সে, রাসূল হাদীসের মধ্যে পাই।

নাহি করো কেহ দুনিয়াতে কন্যা সন্তানের প্রতি অবিচার

নারী ও পুরুষের এই সমাজে নেই কোন পার্থক্য আর।

Tuesday, October 5, 2021

তুমি ফিরে এসো

 তুমি ফিরে এসো

এম এ মাসুদ রানা


তুমি কাছে ছিলে যখন
তোমার পূর্নতা বুঝিনি তখন।
তোমার অনুপস্থিতিতে
আমি বুঝেছি তোমার মর্ম।


তুমি হীনা বড় লাগে একা একা
শুধু তোমায় করতে চাই দেখা,
বলতে চাই মনের অনেক কথা
তাই হৃদয়ে আজ অনেক ব্যথা।


তুমি তো যাওনি আমায় ছেড়ে!
তবুও কেন মনে হয় আছো দূরে?
কেন শূন্যতায় এতো হৃদয় পুরে?
রাখোনি কি আমায় হৃদয় জুড়ে?


তোমার অপেক্ষায় রয়েছি পরে
এই বুঝি এলে, আমার দ্বারে।
কোথায় এবং কার কাছে যাবো?  
অবুঝ হৃদয়টাকে বুঝাতে পারবে।


আমি পারবো না ছাড়তে তোমায়,
পারবো না রাখতে দূরে তোমায়।
তুমি অল্প সময়ে আসো ফিরে।
আমায় পাবেনা নচেৎ তোমার নীড়ে।


রচনাকালঃ ২২/০৯/২০২১