বর্তমান রাজ্য
এম এ মাসুদ রানা
হৃদয় গুলো আজ হয়েছে পাথর
ব্যথায় দুঃখে সমাজ খুব কাতর।
অন্ন অভাবে বসেছে গাছ তলায়
প্রহর গুণে ভিষণ ক্ষুধার জ্বালায়।
দুধে ভাত খায়, থাকে পাঁচ তলায়
কারো কথা আসেনা কোন বেলায়।
কেউবা ভাসে মহাসুখের উদ্যানে
কেউবা আছে আর্তনাদের ময়দানে।
মরণকে কারে কখনো স্মরণ নাই
শুভ কাজকে বলে সর্বদা টা-টা বাই।
রাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে দুর্নীতি
কোথায় গেলো ভাসানীর রাজনীতি।
চারদিকে চিৎকার আর হাহাকার
গোলাম হয়েছে সবাই শুধুই টাকার।