Friday, April 23, 2021

অব্য আর বিষন্ন

 অব্য আর বিষন্ন 

এম এ মাসুদ রানা 


থমথমে সব চুপিচুপি কলরব

বেআইনে পুড়ছে আইন সব।

পাংশু মুখ, দুরুদুরু করছে বুক

দুর্নাম আর বদনামে অনেক সুখ 


কাছে আসছে, দূরে সরছে

শুধুই বাড়ছে ভালোবাসা,

এই কাঁদছে, আবার হাসছে

এটা প্রেম আজব তামাশা।


বাঁচা একা, আদৌতে দোকা

সে গিলছে সব এটাও দেখা

একান্ত নির্জনে অনিচ্ছার দহন

পুড়বার তৃষ্ণায় বাড়ছে সহন।

Thursday, April 22, 2021

বর্তমান রাজ্য

 বর্তমান রাজ্য 

এম এ মাসুদ রানা


হৃদয় গুলো আজ হয়েছে পাথর

ব্যথায় দুঃখে সমাজ খুব কাতর।

অন্ন অভাবে বসেছে গাছ তলায়

প্রহর গুণে ভিষণ ক্ষুধার জ্বালায়। 

দুধে ভাত খায়, থাকে পাঁচ তলায়

কারো কথা আসেনা কোন বেলায়।

কেউবা ভাসে মহাসুখের উদ্যানে

কেউবা আছে আর্তনাদের ময়দানে।

মরণকে কারে কখনো স্মরণ নাই

শুভ কাজকে বলে সর্বদা টা-টা বাই।

রাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে দুর্নীতি

কোথায় গেলো ভাসানীর রাজনীতি।

চারদিকে চিৎকার আর হাহাকার

গোলাম হয়েছে সবাই শুধুই টাকার।

Saturday, April 10, 2021

ফুল ফটেছে

 ফুল ফুটেছে

এম এ  মাসুদ রানা 


ফুল ফুটেছে সুরভী ঢেলেছে

মুগ্ধ হয়েছে সবে,

প্রিয়া প্রিয় বলে আসবে কবে।


যা কিছু ছিলো তো সবি দিয়েছি

দিবসের শেষে বেলাতে,

তুমি করেছো পার কোন হেলাতে?


আমি এভাবেই চাই ঝরে যেতে

তোমায় সবি দিয়ে,

আমি থাকবো শুধু বেদনা নিয়ে। 


যেদিন, 

আমি আর আসবো না ফিরে

তোমার সাজানো নীড়ে, 

সাজানো পথে হাঁটবে ধীরে। 


সেদিন, 

আমি শুকনো ফুলের  মালা হয়ে 

মিলে যাবো ধুলোপথে,

তুমি থাকবে সজ্জিত এক রথে।

Wednesday, April 7, 2021

তুমি কি ভালোবাসো আমায়

 তুমি কি ভালোবাসো আমায়

------ এম এ মাসুদ রানা ------


কখনো আসো আমার আকাশে

মেঘবতি কপল নিয়ে ভাসো,

উড়ে এসে জুড়ে বাসো ক্ষণিকের

স্বপ্নমালা নিয়ে শুধু আসো।


আকাশের বুকে সাদা মেঘ হও

সাদা মেঘ এক রাশি পলকে,

তার কাছে যাবো তোমাকে 

পাবার তাড়নায় এক ঝলকে। 


একটু ভয়ে ভয়ে বলবো বলবো

সত্যি ভালোবাসি তোমায়।

তোমার কাছে যাচিবো আমিও

তুমি কি ভালোবাসো আমায়?


রচনাকালঃ ০৮/০৪/২০১৮

Monday, April 5, 2021

স্মৃতির দোহন

স্মৃতির দোহন 

এম এ  মাসুদ রানা 


একজন মানুষ,

আগুনে আর কতটুকু পুড়ে

সীমাবদ্ধ কার ক্ষয়, 

বিনাশ সীমিত হয় শরীর জুড়ে।


মন পুড়ে মনের দহনে

মন পুরার মত আর তো নয়, 

মানুষের মনে জ্বলে যে,

প্রজ্বলিত অগ্নিকে করা যাবে জয়।


দেখেছি তো সবাই 

আগুনের সোনালী লেলিহান শিখা

আগুন পুড়ালে তবু কিছু রাখে

মন দিয়ে থাকার নাই কোনই দিশা।


কিছুই বা থাকে,

হোক না তা ধূসর শ্যামল রং ছাই

মনের দহনে যদি পুড়ে

জমা থাকার মতো আর কিছুই নাই।


মন পুড়ালে কিছুই রহে না,

কিছুই থাকে না জমা,

বিরান ভূমি হয়ে যায়

কেহ করে না কাওকে ক্ষমা।


রচনাকাল ০৬/০৪/২০২১

Sunday, April 4, 2021

কুরআন হাদিস

 কুরআন হাদিস 

এম এ মাসুদ রানা 


কুরআন হোক জীবন সাথী 

ঈমানে আসুক নূর,

তাওবার মাধ্যমে জীবন গড়ী

হোক রজনী ভোর।


পবিত্র কুরআনে আছে সকল

রবের এহসান

হরফে হরফে আছে বিশেষ 

গুণের গুণগান।


পবিত্র কুরআনে হলো পরিপূর্ণ 

জীবন ব্যবস্থা

খোদার নামের শুরু আছে

শেষ কত যে, দূর।


হাদিসে হোক চলার সাথী

নবীজির গুণগান 

নবীর জীবনাদর্শ সকল কিছু

হাদিসে ফরমান। 


হাদিসে রয়েছে রাসূলের 

নির্দেশ ও তাঁর মত।

যাঁরাই চলে দেখানো পথে

তারাই হলো তাঁর উম্মত।

ছন্দ

 ছন্দ

এম এ মাসুদ রানা 


ছন্দে ছন্দে জীবন চালাই

ছন্দে নিয়ে খেলা,

ছন্দে ছন্দে কাব্য লিখি

সকাল সন্ধ্যা বেলা।


ছন্দে হাসা, ছন্দে কাঁদা

ছন্দে বলি কথা,

ছন্দে যাদুয় ছড়িয়ে দিবো

আমার ভালোবাসা।


ছন্দে ছন্দেই শুরু হয়েছিলো

ভালো বাসা-বাসি

ছন্দের ছন্দে শুরু হয়েছিল 

কাছে আসা আসি।


ছন্দে তোমায় চাই গো"প্রিয়া,

ছন্দের সুধা ভরী!

ছন্দে দিয়ে এই জীবন গাঁথা 

ছন্দ জন্যে মরি।

লকডাউন

 ★★★ নকডাউন ★★★

★ এম এ মাসুদ রানা ★


আজ চলছে লকডাউন, 

কাল চলবে লকডাউন,

আই লকডাউন আই,

তুমি ছাড়া কোন উপায় নাই। 


এই কারণে দেশটা গেল রসাতলে

ক্ষমতায় থাকবো ছলে বা কৌশলে।

মানবো না তোমাদের কোন দাবী 

তাইতো সবাই লকডাউনে আছি।


তোমার কারণে কর্মক্ষেত্রে, 

যাবার কোন রকমের উপায় নাই। 

গৃহে বসে করি শুধুই হাই-হাই,

সেই কারণে হৃদয় পুরে হচ্ছে ছাই।


ক্ষুধার জ্বালায় ক্ষীণ মোরা

চলতে পারিনা জোড়া জোড়া।

অনাহারে হাই, শরীর হয়েছে অচল

সমাজপতিরা শুধুই আছে সচল।


কর্মজীবী মানুষের কর্ম নাই 

পেটের জন্য লকডাউন নাহি চাই। 

মসনদের জন্য তারা লকডাউন চালাই

নিয়ন্ত্রণে জন্য প্রশাসন চলে দলে দলে। 


লকডাউনে হয় সমাজপতিদের লাভ 

সমাজের কথা বলে মুখে মাত্র ভাব।

জনজীবন নিয়ে নেই তাদের ভাবনা।

মসনদের জন্য চালাচ্ছে তারা,

লকডাউনের জন্য জঘন্য প্রতারণা।

Wednesday, March 17, 2021

স্বার্থ লোভী

স্বার্থ লোভী
এম এ মাসুদ রানা

তুমি বড়ই স্বার্থপর
নিজ স্বার্থের জন্য করো ধরফর
স্বার্থের তরে করো হরদমে গরগর
উদ্দেশ্য হাসিলের পর কারো তরতর।

যাকে নিয়ে বড় বড় কথা বলো
যার দোয়ারে মনের কথা খুলো
যার মনের গভীরে তুমি ঝুলো
সর্বদাই যাকে মনের অতলে রাখো।

সে কার হাতে গড়া এটা তাকে বলো।
সে তো আমাকে স্বার্থের তরে খুঁজে না
শুধুই তার তরে আমার কাছে আসে না
সেতো তোমাকে তার মতো ভাবে না।

সেতো তোমার মতো নহে
সেতো তোমার কিছু কিছু কথা কহে
আমার কথাও তার কাছে তো রহে
সে তোমার অনেক কথা তো সহে।

অন্যের কাছে পাওনা আমার মতো কিছু 
বিবেচনা করে তুমি আবার ধরো আমার পিছু। 
কথায় কথায় মাথা করো আবার নিচু 
অযাচিত হয়ে এসে বলো কত্তো কিছু।

আসলেই তোমাকে নিয়ে ভাবনায় বিভোর 
কত্তো জনের তরে খুলে রাখো মনের দোর। 
যদি কখনো কাওকে তুমি মন থেকে মানো 
তাকে মনের গভীরের অতলে আনো।

বর্তমান বক্ত

বর্তমাব বক্তা
এম এ মাসুদ রানা

ফতোয়াবাজী ফতোয়া দেয়
তারাই দ্বীনি ঐক্য
কথায় কাজে উসকানি যোগায়
মুনাফেকির লক্ষ।

স্বার্থবাদী বক্তাগুলো স্বার্থ জন্য
দেয় অনেক বক্তব্য
প্রতিযোগিতায় টিকে থাকতে
লিখে অনেক কাব্য।

অর্থ-কড়ি উপার্জন করা ওদের
এটাই হলো মূল লক্ষ
জিহাদ করো, জিহাদ করো বলে
কথায় করে জব্দ।

তাদের কথা মানতে নাকি
আমরা সবাই বাধ্য
নিজের কথা নিজেই মেনে 
চলার নেই সাধ্য।

ওয়াজ মাহফিল হলো তাদের 
টাকা আয়ের উৎস 
অজুহাতে বলে তারা এতো না
হলে পারো না বৎস।

Sunday, March 7, 2021

চক্ষু কানা

 চক্ষু কানা

এম এ মাসুদ রানা 


শির করো উচু, চক্ষু দ্বয় কানা

দেহের রূপকাণ্ড সবে জানা।

অন্যের কাজে করি মাথা গরম

নিজে কর্মের তরে নাহি সরম। 


রাব্বুল আল আমিনের কানুন ভুলে 

যত্রতত্র ভিন্ন ভিন্ন বাজনার তালে, 

প্রেম পিরীতির মিছে মায়ার জালে

সমাজ গেছে আজ চলে কোন হালে।


একক মনের ভাব হয়েছে নির্বলে 

দ্বিমত পোষণ করি সবে মনঞ্জিলে

দিল মিলে না কারো দিলে দিলে

আধুনিক জগৎ চলছে গরমিলে। 


বিবেকের দোয়ারে দিয়েছে হানা 

গুণীজনদের হয়েছে চক্ষু কানা।

জবান

 জবান

এম এ মাসুদ রানা 


চুড়ি পরা তোমার দুটি হাত 

শুধু অজুহাত চলবে তাতে

পর-দোষ দেখবি দিন রাত 

মনে আছে কাকে করবে কাত


মসজিদে, মন্দিরে ও গীর্জায়

ইনসাফ কান্দে হাই হাই 

ফতোয়ার তরবারী চলে তাই

শান দে রে শান দে জবান নাই।


হাতেও বেড়ি, পায়েও বেড়ি

জবানে নাই রে কারো লাগাম

জবান দিয়ে কিনছি শুধু হারাম

অসৎ কাজে চলি ধারাম ধারাম।


ধরনীর তলে আছে এখনো জবান

জবানের তরে জান করে কুরবান।

শুভ যাত্রা

 শুভ যাত্রা

এম এ মাসুদ রানা 


সোনালী রং লেগেছে 

পশ্চিম আকাশ মন্তরে,

রূপমার প্রজাপতি

দোলা দিয়েছে অন্তরে।


পরেছো সবুজ শাড়ি আর

নামটা নাকি জামদানি,

করেছো আমার হৃদয়ে

খুশির রেখার আমদানি।


আমাকে সিক্ত করেছো

শিশিরভেজা গল্পতে,

দু'জনে যাই ছুটে যাই

অভিলাসের জলপথে।


দু'জন মিলে চড়েছি এক

চমৎকার এক রথে,

মনের মাঝে সর্বক্ষণে

আসে এক কৌতূহল বটে।


বেলা শেষ আসচ্ছি দু'জন 

ফিরে আপন আপন গন্তব্যে,

কথায় কথায় ছিলো শুধু

তোমার আমার ভিন্ন মন্তব্যে।

শান্তি চাই

 শান্তি চাই 

এম এ মাসুদ রানা 


বার্মা থেকে ফিলিস্তীন

আফগানিদের রক্তহীন

শীরিয়াবাসী নিন্দ্রাহীন

ইরাকীদের আজাদের দিন।


রক্ত খাবে আর কতো

যমুনাতে জল যতো

লাশের স্তুপ হয় কত

মুসলিম তবু হয় না নত।


সবখানেতে ইসলামের

ইস্যু বানায় মুসলিমের!

সুন্নত দেখলেই জঙ্গীবাদ 

কথায় কথায় বলে বদজাত।


বিশ্বে কোন বিবেক নাই

কান্না শত শব্দ শুনতে পাই

সুশাসনের কোন আলামত নাই 

নির্যাতন দেখলে বলে হাই হাই। 


মুসলমানের এদেশ ভাই

তবু ইসলাম স্বাধীন নাই

ইসলামী কথার ঠাই নাই 

ধর্মবাদী সবাই হচ্ছে উধাও ্


বুনো হাওয়া মোর দেশে

পশ্চিমারা যেন যায় ভেসে

নির্যাতন শেষে দেশে শন্তি আসে

সবাই তো হরদমে শান্তি যাচে।

অতৃপ্তি তৃষ্ণা

 অতৃপ্তি তৃষ্ণা 

এম এ মাসুদ রানা 


আকাশে কত এলো পূর্ণিমা

এলো অমানিশা

কতো মেঘ নিজে সরে গেলো

বুকে নিয়ে তিশা।


নেই কোন কারো আক্ষেপ

শূন্যতাকে ঘিরে,

থাক না প্রেম শুধু অপাপ্তির

অস্থায়ী নীড়ে।


ক্ষনিকের সুখের সমাধান

চাই না এ তীরে

পরপারে এসো ওগো তুমি

হুর হয়ে ফিরে।


তোমার গ্রহণে থাকবে না 

কোন রকম বাঁধা 

না পাওয়ার অতৃপ্তি তৃষ্ণায়

হবে না তো কাঁদা।

সময়

 সময়

এম এ মাসুদ রানা 


সবাই যেন লাগায় তাড়া

সোয়ারী দুয়ারে হয় খাঁড়া 

বের হয়ে আয় এবার তোরা

জড়সড় এখন নয়তো মোরা।


চলে যাবো এটা জানায়

কোন এক দূর অজানায়।

সময় আপন গতিতে চলে

এই কথা গুণীজন বলে।


ফুরিয়ে যায় জীবনের দিন 

আর থাকতে না জ্ঞানহীন

শোধতেই হবে সব কিছু ভুল

কবর গহ্বরে পাবো না কুল।

সময়ের ঋণ করতে হবে শোধ

থাকবো না আর এখন নির্বোধ।

কথার আঘাত

 কথার আঘাত

এম এ মাসুদ রানা 


কথার আঘাত বড় কঠিন 

যেন বিষমাখা তীর

আঘাতে কিছু আহত মন

হয় না যে স্থীর। 


লাঠির আঘাত যদি করো

তবু পিঠে সয়

কথার আঘাতে ভাঙ্গে যে

পলকে এই হৃদয়


কথার আঘাত হলো তো

খোলা তলোয়ার

করে দেয় হৃদয়কে কচুকাটা

হয় টানাপোড়া


হয় তো পাথর মুখে রেখে 

পড়ে আছে তালা

পারলে নম্রতায় পরিয়ে দাও

কাঁটা তুলে মালা।

খুব ভোর

 খুব ভোরে

এম এ মাসুদ রানা 


রোজ ভোরে পানিকণা

হয় অনেক হিম

জ্বলে ওঠে এই পাপির

আশার পিদিম।


কোন সুখে বুক ভরে

জানি না রহিম

সাঁড়া দিতে ভালো লাগে 

হে করিম।


শীত হোক না যতোই

লেপের আদর

আমার এ মন খোঁজে

রহমানের চাদর।


অনন্ত কাল থাকতে চাই 

খোদার পথে 

খোদার খুশির তরে 

মসজিদে হয় যেতে।

কোথায় ভুল

 কোথায় ভুল

এম এ মাসুদ রানা 


মনে

শুধু ভয়

সম্পদ সবার নয়

জগৎ হবে একদিন ক্ষয়


সেরা

যেন তাঁরা

অর্থ লুটচ্ছে যাঁরা

সভ্যতা হচ্ছে শিল্পহারা


মিথ্যা

আমি কই

কারো ক্ষতে রই

এমন মিথ্যুক কেহ নই।


আপন

অহংকারে ভরা

সুযোগ বুঝে তাড়া 

সর্বস্ব কেঁড়ে নেয় তাঁরা।


ধর্ম

ফুটে অকর্ম

সাধক বুঝে মর্ম

সবাই খুঁজে শুধুই কর্ম।


হিংসা

করে সবাই

আপন বুঝে না তাই 

স্বার্থে জন্যে করে জবাই।

Friday, February 26, 2021

বিচিত্র মন

 বিচিত্র মন 

এম এ মাসুদ রানা 


অন্তরে আছে যার কালো

মিঠা কথা শুধুই মুখে

প্রয়োজনে বুকে টেনে রাখো

স্বার্থের মহাসুখে। 


কিছুলোক আছে ধরাতে এমন

যেন সবার প্রিয়জন

প্রয়োজনে টিসুর মত করে 

ব্যবহার হলে প্রয়োজন।


সরলতা দেখলেই মনে করোনা

সে হলো বোকা

চালাকি মানে এমনটাতো নয়তো 

দিতে যাবে ধোকা।


হক্ব কথা বলা সৎ পথে চলা

মনুষ্যত্বের এক নীতি

স্বার্থের তরে ব্যবহার করে

হবেনা তার কোন প্রীতি।