Wednesday, June 2, 2021

দেশ

 দেশ

এম এ মাসুদ রানা 


দেশটা হয়েছে যেন শ্মশানঘাট

কথা না শুনলেই লাশ,

শকুনরা দেয় হানা সতীত্বে হাতে

চলছে পুরাদমে উল্লাসে


তাদের মানে এখন কি এসেছে 

আইয়ুব আর ইয়াহিয়া?

দল-দালালি বাদ দিয়ে তোমরা

বিবেকের দাও নাড়া।


সৎ মানুষের মুখোশ পরে তোমরা

ফের জেগেছে টিক্কারা

নজর রাখুন আজ এদের প্রতি

ভরসা দেয় ঠিক কারা।

বাংলার কৃষক

 বাংলার কৃষক 

এম এ মাসুদ রানা 


চোখের দৃষ্টি যতদূর যায়

সবুজ সোনালী বাংলার গাঁয়,

প্রকৃতির রূপে নজর কাড়ায়

শীতল বাতাসে হ্নদয় দোলায় 

তাঁরা চলচ্ছে বেলায় অবেলায়! 


সবুজ শ্যামলের ভূমিতে

কৃষক পরে থাকে জমিতে

ক্ষিপ্ত ও অশান্ত রৌদ্রতে,

তিলে তিলে ক্ষয় করে জীবন 

এভাবে করে সময় পার

পরিবারের হাসি ফোটাতে!


গামছা শক্ত করে মাথায় বেঁধে 

ছুটে তাঁরাবকষ্টের সিড়ি বেড়ে 

ঘাম ঝরিয়ে করে দিবস পার!

অতৃপ্ত মনে তৃপ্তি জাগ্রত করে

হরদমে আশা সুপ্ত জীবন গড়ার!

ছোট বেলার কথা

 ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা 


প্রভাতের হালকা আলো আসে 

যখন জানালা দিয়ে

ছোট বেলায় শুনেছি সে ক্ষণে 

গুনগুন কত গলা যে।


কত যে মধুর লাগত আমায়

শিশুকালে কিছু কথা

নিরবে থাকতাম একা একা

ঈদে নতুনত্বের ব্যথা।


আজো প্রভাতে আলো আসে

এখনো গগনে সূর্য হাসে

আসছেনা কেবল শিশুকালের

সেই মধুময় মিলন সুর,


আজিকে প্রভাতে ভেসে আসে

শুধুই গান বাজনার ধ্বনি

আসেনা শুরু হৃদয়ে মাঝে সেই 

শিশু কালের সময়ের বানী।

Wednesday, May 26, 2021

আসছে

 আসছে 

এম এ মাসুদ রানা 


আসছে আসছে কাছে পবিত্র 

এই রমজান মাস

রাখবো রোজা, পড়বো নামাজ 

ইমান করবো চাষ।


এই মাসে মুখে আসুক সবার 

পবিত্র কালামে সুর

এই মাসে দান দক্ষিনা করো

সবাই অপার অতুল।


এই মাস হলো রহমতের মাস

তার সুধা অফুরান

এই মাসে নেমে আসে ফেরেস্তা 

নিয়ে বরকতি বান।


সিয়াম-কিয়ামে ফেলে টান 

টান দিওনা কেউ পিছু

যত পারো সবাই আমল করো

মাথাটা করো নিচু।


রচনাকালঃ ১০/০৪/২০২১

Tuesday, May 25, 2021

নিঃসঙ্গতা

নিঃসঙ্গতা

এম এ মাসুদ রানা


আমার নিঃসঙ্গতা হঠাৎ আসে

আবার কেমন দিনে,

ভেবে পাই না ইহার কি কারন?


আমায় জানান দিয়ে গেলো,

আমায় একা করে দিলো

দেহটার বল কেড়ে নিলো।


এই আমি আসলে কতটা নিঃসঙ্গ 

কেমনে জানিবো,  

কে জানাবে আমায়?


এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য 

আমি থাকতে চাই দলবদ্ধ।

কে নিবে আমায় দলে,রাখবে সনে?


ভাবে অংশ গ্রহনের প্রয়াস গুলো 

যে আসলে ভয়াবহ রকমের মেকী তা

জানার অবকাশ নেই আমার।


সত্যিই সীমাবদ্ধতার বাহিরে ছিল

এখনো আছি, থাকবো কত কাল

বিধাতার নিঠুর খেলায়, চিরকাল।


না এর জন্য আমি দুঃখিত নই

সংক্ষিত নয়, নিরাশও নয়।

হতাশও নই, আমি শুধুই নিঃসঙ্গ।

প্রকাশকালঃ ২৬/০৫/২০১৮

Monday, May 24, 2021

অপেক্ষা

 অপেক্ষা 

এম এ মাসুদ রানা 


আমি জানি তুমি ফিরবে না 

আর ধরবে না এই হাত!


তবু তোমার অপেক্ষায় আছি, 

আশায় থাকতে ভাল লাগে।


তুমি হয়তো জানো না"গো

আমার মনের লুকোনো কথা।


আমি কিছু পাবো না জেনেও 

কিছু পাবার অপেক্ষায় আছি। 


অনেক আনন্দ আছো তুমি, 

এটা শুনে একটু স্বস্তি পেলাম।


কারন,  

আর হারানোর ভয় থাকবে না

তাই নিয়ে আছি অপেক্ষায়!

Sunday, May 23, 2021

কিছু কথা

 কিছু কথা 

এম এ মাসুদ রানা 


বড় আবেলায় পেলাম তোমায়

এখনি কেন যাবে হারিয়ে?

হয়নি তোমার তো যাবার বেলা

এখনো আছি আমি জড়িয়ে। 


কি করে বলি তুমি বিনে একা

ফিরে দেখো এখনও 

আছি দাড়িয়ে আছি বিদায়ের 

কাছাকাছি তখনো। 


কেন হটাৎ তুমি এলে নয় জীবনে 

আবার পুরোটা জুড়ে ?

তবে কেন চলে যেতে চাও এখন

তুমি আমায় ছেড়ে দূরে?


আজ পেয়েও হারানো বেদনা

সইতে আর পারি না

কেন এমন করলে আমার জীবনে

এটা আমি জানি না?

প্রকাশকালঃ ২৪/০৫/২০১৮

Thursday, May 20, 2021

জাগো মুসলিম জাগো

 জাগো মুসলিম জাগো

এম এ মাসুদ রানা 


রক্তে রঞ্জিত হয়েছে আজ

ফিলিস্তিন, আরকান, কাশ্মী

জেগে ওঠো হে নববীর হিটলার

রক্ষা করো মুসলিম নত নহে শির


তোপ কামানের ভয় করো না

ভেঙে দাও আজ ইহুদিদের হাত,

চলো বক্ষে জয়ের সাহস নিয়ে

এবার রাখোরে মুমিন কাধে-কাধ।


জাগিয়ে তোল তোমাদের প্রতিবাদ

তারা সাহস না পায় করার সংঘাত,

চেয়ে আছি মুমিন জাগার আশায়

এখন ভাবার আর কোন সময় নাই।

Wednesday, May 19, 2021

প্রথিক

 পথিক

এম এ মাসুদ রানা 


করলে ঘৃণা ভালোবাসা 

আমি খুঁজে পায়

আমি হলাম এক মুসাফির

দীর্ঘ ঘুরে আয়।


আমারবসাদাসিধা জিন্দেগী

একজন পাপী বান্দা

ভুল হলে ক্ষমা করো আমায়

প্রতিশোধের নেই ধান্দা। 


বুঝি না তেমন কো প্যাঁচপুচ

সরাসরি বলে যাই

হতভাগা এই আমি ধরনীতলে

এটার জবাব নাই। 


যোগ-বিয়োগের রাত-দিন 

চলে যায় অহর্নিশ 

হঠাৎ এ'লান বাজে উঠে ভোরে

দোয়েল দেয় শীর্ষ।

সাম্যের মান

 সম্যের মান 

এম এ মাসুদ রানা 


আমার কলম সত্যের বানী

লিখে থাকে অবিরাম

আমার কলম বিদ্রোহের ঝড়

তোলে থাকে অবিরত। 


আমি না'কি মানুষ ভালো না

চালাই বিদ্রোহ আজ

আমার জন্য প্রয়োজন আছে 

ভিন্ন কোন সমাজ। 


আমার কলম হোক না অধম 

শান্তিতে থাকুক দেশ

আমার কলম ঘুমন্ত নয় সবে

বিদ্রোহ লিখুক বেশ।


অনেকেই তো এসেছিলো এই 

সুন্দর সজ্জিত ভবে 

তাঁরাও তো বিদ্রোহ করেছিল 

আরাম হীন তবে।


তাঁরাও গেয়েছিল বিদ্রোহী গান 

এনেছিল সাম্যের মান

দ্বিধা ছাড়ায় তাঁরা উৎসর্গ করে

গেছে তাঁদের প্রাণ। 


তাই তো আমিও ঝড়াতে চাই 

কলম দিয়ে দ্রোহ বান 

দ্রোহ দিয়ে ফিরিয়ে আনতে চাই 

সমাজে সম্যের মান।

ঘুনে ধরা সমাজ

 ঘুনে ধরা সমাজ 

এম এ মাসুদ রানা 


ঘুনে ধরা এই সমাজ

যাচ্ছে আর হচ্ছে কি যে আজ।

বন্দ হয়ে গেছে বিবেকের দরজা

কানুন আছে সমাজে আবছা। 

লাল সবুজের পবিত্র এই মাটি

গুলির তরে হয়েছে লাশের ঘাঁটি। 

থেমে গেছে প্রতিবাদী সব কণ্ঠ 

পঁচে গিয়েছে রাষ্ট্র চালিত যন্ত্র। 

সত্যের দাম, মুখের লাগাম নেই 

অন্যায় অবিচারে ভরেছে সব হাই।

মিথ্যার ফুলঝুরি ছুটাছুটি হরদমে

বিচার পায় না কেউ জনে জনে।

ক্ষমতাকে পুঁজি করে, পেট পুরে

সৎ জ্ঞানী জনেরা আছে দূরে দূরে।

কাঁদিস না মা

 কাঁদিস না মা

এম এ মাসুদ রানা 


কাঁদিস না মা ছেলের শোকে

বেদনার মাঝে সুখ 

জান্নাতে তুমি বউমা পাবি যে,

সুন্দরী লাল টুকটুক।


আঁধার আকাশে মেঘ উড়েছে

বিজয়ের ঘনঘটা 

তোমার ছেলে কিনছে বেহেশত্

লাগেনি অর্থ মোটা।


তোমার হাজার ছেলে শহীদ হলো

লক্ষ গাজী আছি

এমন করেই আমার দ্বীনের তরে 

জীবন রেখেছি বাজি।

প্রিয়ার শেষ চিঠি

 প্রিয়ার শেষ চিঠি 

এম এ মাসুদ রানা 


আমার বিদায় বেলায় খোদা

কালিমাটা পড়িয়ে নিও

ব্যথাতুরের শরীরেব কাফনের

সাদা কাপড় জড়িয়ে দিও।


তুমি জানাযাতে শরিক হয়ে 

চিরবিদায় দিয়ে যেও

অন্তিমকালে চেহারাটা দুনয়ন

ভরে দেখে নিও।


আমার কথায় কেও ব্যথা 

পেলে মাফ চেয়ে নিও

দু'হাত দিয়ে আমার কবরে

তিন মুঠো মাটি দিও।

তুমি আর আমি

 তুমি আর আমি

এম এ মাসুদ রানা 


দিলাম সালাম, নিলাম সালাম

ফেরদাউসের দাওয়ায়,

তুমি আর আমি ছড়াবো সুবাস

সুরভী ভেজা হাওয়ায়।


মন মহলের আলোর ছোঁয়ায় 

জলসায় আসো যদি,

আমি খুঁজে দেবো তোমায় 

মধুর মিলনের নদী।


মুক্ত আকাশে, মুক্ত মনের

যদি হতে চাও পাখি,

কতই রকমের বৃক্ষে তোমায়

করবে কতই ডাকাডাকি।

Friday, April 23, 2021

অব্য আর বিষন্ন

 অব্য আর বিষন্ন 

এম এ মাসুদ রানা 


থমথমে সব চুপিচুপি কলরব

বেআইনে পুড়ছে আইন সব।

পাংশু মুখ, দুরুদুরু করছে বুক

দুর্নাম আর বদনামে অনেক সুখ 


কাছে আসছে, দূরে সরছে

শুধুই বাড়ছে ভালোবাসা,

এই কাঁদছে, আবার হাসছে

এটা প্রেম আজব তামাশা।


বাঁচা একা, আদৌতে দোকা

সে গিলছে সব এটাও দেখা

একান্ত নির্জনে অনিচ্ছার দহন

পুড়বার তৃষ্ণায় বাড়ছে সহন।

Thursday, April 22, 2021

বর্তমান রাজ্য

 বর্তমান রাজ্য 

এম এ মাসুদ রানা


হৃদয় গুলো আজ হয়েছে পাথর

ব্যথায় দুঃখে সমাজ খুব কাতর।

অন্ন অভাবে বসেছে গাছ তলায়

প্রহর গুণে ভিষণ ক্ষুধার জ্বালায়। 

দুধে ভাত খায়, থাকে পাঁচ তলায়

কারো কথা আসেনা কোন বেলায়।

কেউবা ভাসে মহাসুখের উদ্যানে

কেউবা আছে আর্তনাদের ময়দানে।

মরণকে কারে কখনো স্মরণ নাই

শুভ কাজকে বলে সর্বদা টা-টা বাই।

রাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে দুর্নীতি

কোথায় গেলো ভাসানীর রাজনীতি।

চারদিকে চিৎকার আর হাহাকার

গোলাম হয়েছে সবাই শুধুই টাকার।

Saturday, April 10, 2021

ফুল ফটেছে

 ফুল ফুটেছে

এম এ  মাসুদ রানা 


ফুল ফুটেছে সুরভী ঢেলেছে

মুগ্ধ হয়েছে সবে,

প্রিয়া প্রিয় বলে আসবে কবে।


যা কিছু ছিলো তো সবি দিয়েছি

দিবসের শেষে বেলাতে,

তুমি করেছো পার কোন হেলাতে?


আমি এভাবেই চাই ঝরে যেতে

তোমায় সবি দিয়ে,

আমি থাকবো শুধু বেদনা নিয়ে। 


যেদিন, 

আমি আর আসবো না ফিরে

তোমার সাজানো নীড়ে, 

সাজানো পথে হাঁটবে ধীরে। 


সেদিন, 

আমি শুকনো ফুলের  মালা হয়ে 

মিলে যাবো ধুলোপথে,

তুমি থাকবে সজ্জিত এক রথে।

Wednesday, April 7, 2021

তুমি কি ভালোবাসো আমায়

 তুমি কি ভালোবাসো আমায়

------ এম এ মাসুদ রানা ------


কখনো আসো আমার আকাশে

মেঘবতি কপল নিয়ে ভাসো,

উড়ে এসে জুড়ে বাসো ক্ষণিকের

স্বপ্নমালা নিয়ে শুধু আসো।


আকাশের বুকে সাদা মেঘ হও

সাদা মেঘ এক রাশি পলকে,

তার কাছে যাবো তোমাকে 

পাবার তাড়নায় এক ঝলকে। 


একটু ভয়ে ভয়ে বলবো বলবো

সত্যি ভালোবাসি তোমায়।

তোমার কাছে যাচিবো আমিও

তুমি কি ভালোবাসো আমায়?


রচনাকালঃ ০৮/০৪/২০১৮

Monday, April 5, 2021

স্মৃতির দোহন

স্মৃতির দোহন 

এম এ  মাসুদ রানা 


একজন মানুষ,

আগুনে আর কতটুকু পুড়ে

সীমাবদ্ধ কার ক্ষয়, 

বিনাশ সীমিত হয় শরীর জুড়ে।


মন পুড়ে মনের দহনে

মন পুরার মত আর তো নয়, 

মানুষের মনে জ্বলে যে,

প্রজ্বলিত অগ্নিকে করা যাবে জয়।


দেখেছি তো সবাই 

আগুনের সোনালী লেলিহান শিখা

আগুন পুড়ালে তবু কিছু রাখে

মন দিয়ে থাকার নাই কোনই দিশা।


কিছুই বা থাকে,

হোক না তা ধূসর শ্যামল রং ছাই

মনের দহনে যদি পুড়ে

জমা থাকার মতো আর কিছুই নাই।


মন পুড়ালে কিছুই রহে না,

কিছুই থাকে না জমা,

বিরান ভূমি হয়ে যায়

কেহ করে না কাওকে ক্ষমা।


রচনাকাল ০৬/০৪/২০২১

Sunday, April 4, 2021

কুরআন হাদিস

 কুরআন হাদিস 

এম এ মাসুদ রানা 


কুরআন হোক জীবন সাথী 

ঈমানে আসুক নূর,

তাওবার মাধ্যমে জীবন গড়ী

হোক রজনী ভোর।


পবিত্র কুরআনে আছে সকল

রবের এহসান

হরফে হরফে আছে বিশেষ 

গুণের গুণগান।


পবিত্র কুরআনে হলো পরিপূর্ণ 

জীবন ব্যবস্থা

খোদার নামের শুরু আছে

শেষ কত যে, দূর।


হাদিসে হোক চলার সাথী

নবীজির গুণগান 

নবীর জীবনাদর্শ সকল কিছু

হাদিসে ফরমান। 


হাদিসে রয়েছে রাসূলের 

নির্দেশ ও তাঁর মত।

যাঁরাই চলে দেখানো পথে

তারাই হলো তাঁর উম্মত।