Friday, February 26, 2021

বিচিত্র মন

 বিচিত্র মন 

এম এ মাসুদ রানা 


অন্তরে আছে যার কালো

মিঠা কথা শুধুই মুখে

প্রয়োজনে বুকে টেনে রাখো

স্বার্থের মহাসুখে। 


কিছুলোক আছে ধরাতে এমন

যেন সবার প্রিয়জন

প্রয়োজনে টিসুর মত করে 

ব্যবহার হলে প্রয়োজন।


সরলতা দেখলেই মনে করোনা

সে হলো বোকা

চালাকি মানে এমনটাতো নয়তো 

দিতে যাবে ধোকা।


হক্ব কথা বলা সৎ পথে চলা

মনুষ্যত্বের এক নীতি

স্বার্থের তরে ব্যবহার করে

হবেনা তার কোন প্রীতি।

দ্বীনদার নারী

 দ্বীনদার নারী

এম এ মাসুদ রানা 


তোমার অর্ধাঙ্গিনী হয় যদি

দ্বীনদার নারী 

শান্তির আলোয় ভরে যাবে

ঘর ও বাড়ি।


ভুল করেও খোঁজো নাকো

তুমি শুধু রূপ,

কিছুটা সময় কেটে গেলেই

রূপ হবে চুপ।


তুমি পারবেনা খেতে খাবার

সাথে না থাকে যদি নুন,

সংসার সুখী হবে না কখনো 

ছাড়া সাংসারিক গুণ।


তুমি তাকওয়ার গুণ যদি 

নারীর মাঝে পাও,

তুমি বিয়ের তরে চটপট 

রাজি হয়ে যাও।

নামাজ

 নামাজ

এম এ মাসুদ রানা 


নামাজ ছাড়া পাবেনা কেউ

দেখতে মুক্তির পথ

যতো টানো এই বেনামাজি

তুমি জীবনের রথ।


মিছে করো তারা সব শ্রম

টাকা আর ঘাম

আর যত সব আছে আমলের

নেই কোনো দাম।


মনে করো যদি আখিরাত

মানো যদি পরকাল,

নামাজ নিয়েই হবে কবরে

তোমার প্রথম সওয়াল।


পড়লে নামাজ সহজ হবে

বাকি সব জওয়াব, 

গুনাহ করে যদি রবের কাছে 

কাঁদো সিজদায়।

হৃদয়ের আঁচ

 হৃদয়ের আঁচ

এম এ মাসুদ রানা 


ভালোবাসা হয় না শেষ 

বেচে থাকে চিরদিন

তাই প্রেমের সাগরে করি

নিজে নিজেকে বিলীন।


প্রেম তরে কাঙাল হয়ে আছে মন

ভালোবাসার লোভে,

প্রেম হৃদয়ের কূপ দেখা পেলে

দ্বিধাহীন ডুবে আর ডুবে।


প্রেম নাকি হয় খোদার দান

তবুও হারায় কেহ জান,

নিরাশার সব ক্ষত বিক্ষত হৃদয়ে 

অপেক্ষায় থাকে প্রাণ। 


যেই প্রেমে থাকে শ্রদ্ধা ভক্তি 

মিনতিতে ধরি তাঁর পায়ে,

তার হৃদয়ের পবিত্র প্রেমটুকু 

মাখবো এই সারা গায়ে।

ক্ষণিকের জ্যোতি

 ক্ষণিকের জ্যোতি

এম এ মাসুদ রানা 


আমার ভাবনায় যা আসে 

তাই লিখে রাখি,

এর মর্মের মর্মে বুঝেশুনে 

করি মাখামাখি।


জানি সবই কোনোটাই

হবে না অমর,

ভাবধারার ভাষা মিলিয়ে 

খুঁজি নিজ ঘর।


অরূপার রূপ নিয়ে চিন্তায়

হয় রাত জাগা,

ক্ষণে ক্ষণে লিখে রাখি এই

সব ভালো লাগা।


সেই ভালো হয়ে জ্বলে যদি 

জাগরণের বাতি,

পলকে পলকে শেষ না হয়  

ক্ষণিকের জ্যোতি।

Wednesday, February 17, 2021

স্বকরুণ সুর

 স্বকরুণ সুর

এম এ মাসুদ রানা 


জীবনকে নিয়ে করে যায়

বড্ড অবহেলা,

তুমি যদি গো ফিরে আসো

কভু অবেলায়।


অপেক্ষায় প্রহরে পরে আছি

সাথে আছে মন,

ক্ষণে ক্ষণে অনুক্ষণে সেতো 

করে জ্বালাতন।


নষ্ট বীণায় বাজে কেন এতো

স্বকরুণ সুর, 

আত্মা থেকে আত্মার মাঝে 

হয়েছে বেসুর।


মৃত্যুর দিয়ে শেষ হবে আমার

স্বপ্ন হবে না মধুর

তুমি হাতড়ে বেড়াই পাবেনা খুঁজে 

ছুটবে দূর বহুদূর।

প্রেম

 প্রেম

এম এ মাসুদ রানা 


প্রেম নিয়ে হয় কতো রাগ

অনুরাগ অভিমান

হৃদয়ের সাজানো বাগিচায়

মরে কতো জন।


কতো মনে পুলকে পুলকিতে

সুখে সুখ করে অনুভব

কতো মন অপেক্ষা প্রহরে

নিভৃতে নিঃসঙ্গে ছাড়ে সব।


কতো মন দিনে দিনে হচ্ছে 

চিতাদাহে ভষ্ম 

কতো মন পাওয়ার আনন্দে

হয়ে থাকে উষ্ণ। 


কতো মন হৃৎপিণ্ডে স্পন্দনে

বিচ্ছেদ তরে করে হাহাকার

কতো হৃৎপিণ্ড দ্বয়ে স্বার্থকতায়

মধুর মিলনে একাকার। 


কেউ কেউ নিকোটিনের ধোঁয়ায়

ধুঁকে ধুঁকে হচ্ছে আঙ্গার 

কেহ কেহ আনন্দে অভিভূত হয়ে

সুখে নীড়ে করে ধড়ফড়। 


কত্তো জনে পরাজিত বলে 

জীবনকে দিয়ে দেয় বলি 

কত্তো জনে মিলনের সুরে 

খেলে কত্তো আনন্দের হলি।

ঘুণপোকা

 ঘুণপোকা

এম এ মাসুদ রানা 


যায় দিন থাকে কথা

থাকেনা পিছে পরে

কার এত দায় এতো ঠেকা

এতো কেন নড়ে? 


বিবেকের মনদোর আছে 

মোহোর দিয়ে বন্ধ

বিদ্বেষের মনোভাব চলে

গোলপাকে দ্বন্দ্ব।


মিথ্যার ঘুণপোকা ধরে ঘরে

সুদ ঘুষ কত কী? 

ওরা সবাই পান্তায় ঢেলে খায়

মন্দার গাওয়া ঘি।


মিথ্যার কথা মুখে চলে

সুনিপুণ কঠিন ছন্দ

সত্যের ভাবা ধারায় আরো

যেন লাল নন্দ।

ময়না

 ময়না

এম এ মাসুদ রানা 


দৃষ্টিরেখাকে আড়াল করে 

করি কতই ভাবনা

দৃষ্টিতে থাকা মুখটা হয়না 

সেটা তো আয়না। 


নবজাতক জন্ম নেওয়ার

পরেই কান্না শুরু করে,

আহ কি অদ্ভুত রীতিনীতি 

সময়ের গান ধরে! 


পশুর মনে পরতে পরতে

ঢেকে যায় ছলনায়,

আনমনা ভাবে ছবি আঁকি

করে কুনীতি রচনা। 


মুখে মধুর হাসি অন্তরে বিষ

নেই কোনো যাতনা

মনে কুদৃষ্টি নিয়ে চলে সর্বক্ষণে

মুখে বলে ময়না।

হীন শাসন ২

 হীন শাসন

এম এ মাসুদ রানা 


নয়্যের সূর্যটা যে, আজ

নির্বাসনে চলে গেছে 

দর্পে দর্পে ক্ষণে ক্ষণে সর্বত্রই 

হীন শাসন রয়েছে। 


ঘরে আর ঘরের বাইরে

কোন শান্তি নাই

ধর্ষন,খুন, গুম, ছিন্তাই আর

শুধুই বিবাদ ভাই।


জ্বলছে, জ্বালাচ্ছে আগুন 

হরদমে সব খানে

কি হলো, কি যে আবার হবে

তাতো রবে জানে।


দুষ্ট লোকের মিষ্টি কথায়

দেশটা আছে ভরা

সৎ যত মানুষ আছে ধরাতে

সবাই আঁধা মরা।


কেউ বা চলে ধরণীর বুকে

শুধু টাকার গরমে

কেউ বা লুকায় ধরার বুকে 

সম্মান হারানোর শরমে।


ধর্মের বানী চালাই মুখে মুখে 

নিজেও বুঝে না মর্মটা

তারা মানতে নারাজ সত্য কথা 

বলে বড় হলো কর্মটা।

অশ্রুর গল্প

 অশ্রুর গল্প

এম এ মাসুদ রানা 


আপন আপন ভাবি যারে

সবি দেখি ক্ষণস্থায়ী

প্রিয়জনেই তার ভাঙ্গবে মন

এটাই হলো স্থায়ী। 


সুযোগের ফাঁদ পেতে রাখে

আপন রক্ত বংশ,

অবশেষে কাছে এসে করে

সুখের নীড় ধ্বংস।


বিষ দিয়ে ভরা দিশা নাই

বলে অশ্রুর গল্প,

ঝর্ণা মতো ঝরে দুটি চোখ 

আসে বলে অল্প।


স্বার্থের তরে কাছে আসে তারা

করে কত্তো ভঙ্গি, 

সুবিধা লাভের হরদমই করে 

প্রতারণাকে চিরসঙ্গী।

চিন্তা

 চিন্তা

এম এ মাসুদ রানা 


সংবিধান সরকারি লোকের হাতে

সবই ঠিকঠাক আছে,

কিছু ভুলে কি আসে যায়।

পুলিশি শাসন চলে স্বাধীন দেশে,

দাদার দেশটা লুটছে অনায়াসে।


চুরি ডাকাতি চলছে আজ

নীতি কথায় হয়নি কোন কাজ।

ফুরায়নিকো দিন এখনো তার

কোথায় কবে স্বাধীন হলাম আবার,

সেটাই চিন্তায়, বরং করছি বার বার। 


আমজনতা নিয়েছে বৈঠা হাতে

সুযোগ পেলেই ধান নিচ্ছে কাঁধে। 

বাস্তবে কেউ পায়নি এখনো, 

সত্যিকার স্বাধীনতার সন্ধান

রাখতে পারেনি শহীদের মান।

হারিয়ে যাবো

 হারিয়ে যাবো

এম এ মাসুদ রানা 


কত্তো শত চেনা মুখ,

হারিয়ে যায়, অচেনাদের ভিড়ে।

কত্তো শত প্রিয় মুখ

হারিয়ে যায়, অর্থের ভালোবাসার তীরে।

কত্তো শত প্রিয়জন 

প্রয়োজনের খাতিরে হারিয়ে যায় ধীরে ধীরে। 

মরীচিকার মত, 

কিছুক্ষণ থাকে হৃদয়ের ক্ষত

তারপর গতিশীল হয়, আবার জীবনে;

মানুষ হয় বহমান, প্রত্যেক্ষ পরোক্ষ ক্ষণে

অবশেষে,

মায়ার জাল ভেঙ্গে চূর্ণ করে;

একদিন,

আমিও সবার থেকে হারিয়ে যাবো।

পাক কোরআন

 পাক কোরআন 

এম এ মাসুদ রানা 


সর্ব কালের শ্রেষ্ঠ বানী সমষ্টি 

হলো পাক কোরআন, 

বিশ্বাবাসী আর জ্ঞানীর জন্য

সাফল্যতার সমাধান।


দেখতে লাগে পুস্তকের মতন

ধর্ম পুস্তক খুব সাধারণ,

অক্ষর দিয়ে ভরা পরশ রতন

পাঠ করতে নেই বারণ।


পাঠে প্রশস্ত হয় হৃদয় বেশী

জ্ঞানের রবি ঈমান শশী,

যুগল শক্তির পেয়ে জ্ঞান বিজ্ঞান 

আবিষ্কার রাশি রাশি।


কিতাবে আছে সমাধান সবি

তালাশ করো সব কিছু 

জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করে 

করছে তাঁরা মাথা নিচু।

মিলনের সুর

 মিলনের সুর 

এম এ মাসুদ রানা 


ধরণীর তলে আমরা মানুষ

সবাই এক পরিবার,

জাতি বর্ণ গোত্র ভিন্ন যদিও 

আছে হাজার হাজার।


রক্ত রং হয় না কারো সাদা

প্রাণে দুঃখ সয়না,

বায়ু-পানি, হাসি-কান্না, ক্ষুদা-নিন্দ্রা, 

ভিন্ন ভিন্ন হয় না। 


ধরনীর তলে আছে মানব জাতি 

কাজে হয়তো কাছাকাছি, 

প্রয়োজনের খাতিরে খুঁজি সবাইকে 

যোগাযোগ হয় না মিছামিছি। 


এই আমি হলাম অতি ক্ষুদ্র মানুষ 

সকলের কাছে একটাই দাবি,

এই পৃথিবী হলো স্বর্গের মতোই সুন্দর

মিলনের সুর গাইবো সবি।

Friday, February 12, 2021

ভিন্ন মন

 ভিন্ন মন 

এম এ মাসুদ রানা


তুমি  সবকিছু হ্যাঁ বলো

তুমি বলতে চাও না,

তোমার অনুভূতে আমি এক না।

সব ভালো তুমি দেখতে পাও না,

তোমার চোখে সব দেখো না।


তুমি সব ঘ্রাণ নিতে চাও,

সব ঘ্রাণ কিন্তু এক না।

তুমি সব কিছুই ধরতে চাও,

সবকিছু ধরা ঠিক না।


তুমি সব খাবারই খেতে চাও ,

সব খাবার খাওয়া উচিত না।

তুমি সব জায়গা ঘরতে চাও, 

সব জায়গা যাওয়া ভালো না।


তুমি আবার ফুটপাতে যেতে চাও না,

অসহায়দের নিয়ে ভাবো না।

তুমি অসহায়দের পাশে দাঁড়াতে চাও না,

তোমার ইচ্ছা বাসনায় আমি এক না।


তুমি দরিদ্রপল্লি নিয়ে, ভাবো না,

তোমার ভাবনায় আমি এক না।

তুমি সব কিছু নিয়ে ভাব না  

আমি তোমার ভাবনায় এক না।


তুমি খারাপ বর্জন করতে চাও না,

তোমার সব অর্জন ভালো না।

তুমি মুক্ত আকাশ গড়তে চাও না,

তোমার ভাবনা আমার ভাবনা এক না।


রচনাকাল ১২/০২/২০১৮

Tuesday, February 2, 2021

নিজের মুখে শ্রেষ্ঠ না

 নিজের মুখে শ্রেষ্ঠ না

এম এ মাসুদ রানা 


নিজে নিজেই মুখে বলছো 

আমি সৃষ্টির সেরা,

মুখে মুখে বলছো ধর্ম কথা 

মন হিংসায় ভরা। 


ধর্মে দোহাই দিয়ে চলছে

স্বার্থসিদ্ধর রাজনীতি, 

নিজেকে বড় করতে চালাও

ভিন্ন ভিন্ন কুটনীতি।


যে হলো সৃষ্টি জগতের সেরা 

মুখে নাহি বলে,

কাজের মাঝে পরিচয় মিলে 

বৃক্ষ যেমন ফলে।

এই মেয়ে

 এই মেয়ে 

এম এ মাসুদ রানা 


এই মেয়ে ফ্রেশবুকে এসে

জান ডাকো কারে,

বাবু ডাকো যারে স্বামীর সোহাগ 

দেবে তোমারে। 


চেটিং করে রাত ভোর করো

সুরে সুরে কথা বল 

তুমি চালাও কথা ছন্দে ছন্দে 

সাজানো পথে চল।


ওলে আমার বাবু সোনা বলে

ডাকো আদরের ডাক,

ঠিক করে রেখেছো আগে থেকে

কথায় কথার আচ।


ভদ্র কোন ছেলে দেখা পেলেই 

স্বপ্ন দেখাও মিছেমিছি,

বিত্তশালী হলে সে আসবে তার

অনেক পাশাপাশি। 


বৃত্তিহীন ছেলে হলে আসবে না 

তার কাছাকাছি 

মেয়ে বলবে তুমি দূরে থাকো 

অনেক দূরে আছি।


মেয়ে এটাই হলো তোমার স্বভাব 

প্রতারণা প্রধান কাজ, 

উচিত শিক্ষা পাবে তুমি যখন 

তখনি মাথায় পরবে বাজ।