Tuesday, February 2, 2021

নিজের মুখে শ্রেষ্ঠ না

 নিজের মুখে শ্রেষ্ঠ না

এম এ মাসুদ রানা 


নিজে নিজেই মুখে বলছো 

আমি সৃষ্টির সেরা,

মুখে মুখে বলছো ধর্ম কথা 

মন হিংসায় ভরা। 


ধর্মে দোহাই দিয়ে চলছে

স্বার্থসিদ্ধর রাজনীতি, 

নিজেকে বড় করতে চালাও

ভিন্ন ভিন্ন কুটনীতি।


যে হলো সৃষ্টি জগতের সেরা 

মুখে নাহি বলে,

কাজের মাঝে পরিচয় মিলে 

বৃক্ষ যেমন ফলে।

এই মেয়ে

 এই মেয়ে 

এম এ মাসুদ রানা 


এই মেয়ে ফ্রেশবুকে এসে

জান ডাকো কারে,

বাবু ডাকো যারে স্বামীর সোহাগ 

দেবে তোমারে। 


চেটিং করে রাত ভোর করো

সুরে সুরে কথা বল 

তুমি চালাও কথা ছন্দে ছন্দে 

সাজানো পথে চল।


ওলে আমার বাবু সোনা বলে

ডাকো আদরের ডাক,

ঠিক করে রেখেছো আগে থেকে

কথায় কথার আচ।


ভদ্র কোন ছেলে দেখা পেলেই 

স্বপ্ন দেখাও মিছেমিছি,

বিত্তশালী হলে সে আসবে তার

অনেক পাশাপাশি। 


বৃত্তিহীন ছেলে হলে আসবে না 

তার কাছাকাছি 

মেয়ে বলবে তুমি দূরে থাকো 

অনেক দূরে আছি।


মেয়ে এটাই হলো তোমার স্বভাব 

প্রতারণা প্রধান কাজ, 

উচিত শিক্ষা পাবে তুমি যখন 

তখনি মাথায় পরবে বাজ।

Tuesday, January 19, 2021

ইন্তেজার

 ইন্তেজার 

এম এ মাসুদ রানা 


ফের যদি তুমি ফিরে এসো তাই

চেয়ে চেয়ে ইন্তেজার। 

মানের মতো করে সাজাবো

এমন ভাবনায় আবার। 


দিন বল আর সেই রাতের গভীরে

খুঁজি আমি বারবার

সাথে খুব আকুলতা নিয়ে মনে

করছি যে ইন্তেজার।

হাসির ঝলক

 হাসির ঝলক

এম এ মাসুদ রানা 


তোমার হাসিতে আকাশ হাসে

তোমার হাসিতে জোছনা আসে।

তোমার হাসিতে ছন্দের ছড়াছড়ি 

তোমার হাসিতে প্রেমের জোড়াজুড়ি


তোমার হাসিতে রাত্রী হয়েছে মাতাল

তোমার হাসিতে প্রেম করেছে কাতল।

তোমার হাসিতে শুরু হয়েছে ভালোবাসি

তোমার হাসিতে প্রিয়া এসেছি কাছাকাছি।


তোমার হাসিতে মিষ্টি সুবাস ছড়ায়

তোমার হাসিতে আমার হৃদয় নাড়াই

তোমার হাসিতে আছে অনেক বিশালতা

তোমার হাসিতে ভেসে আসে আকূলতা।


তোমার হাসিতে করে মুক্তার ছড়াছড়ি 

তোমার হাসিতে আমিও করি নড়ানড়ি 

তোমার হাসিতে মিলনের গান ধরি

তোমার হাসিতে প্রেমের বাসর গড়ি।

মতামত

  মতামত 

এম এ মাসুদ রানা 


অহেতু মতামত দিও না তুমি

তোমার মতামতের যোগ্য কি আমি?

তুমি তো আমার থেকে অনেক দামী

মূল্যবান মতামত করো না কখনো বেদামী।


শান্তনা দেবার জন্য বলো না হাই

জোর করে কিছু করার দরকার নাই,

আমি আমাকে জানি, আমি শুধুই ছাই

আমার উপরে ঘি ঢেলেও কোন লাভ নাই। 


জীবনের গতি থেমে গেছে 

চলতে পারি না আগের মতো নেচে নেচে 

আত্ম হত্যা মহাপাপ জেনে এখনো আছি বেঁচে

কি হবে কুয়াশার মাঝে আলো নিয়ে ছুটে। 


তোমার চলন বলন সবে এসেছে বুঝে 

তবুও অবুঝ মন তোমার মতামত খুঁজে। 

তোমার তুলনা হবে না, কোন কিছু সমতুল্য

তোমার মতামতের দিতে পারবো না মূল্য। 


সেই তরে বলি আমি, 

তোমার মন যদি আমারে না চাই 

প্রিয় নাম ধরে ডেকো না আমায় 

সহজ করে বলে দিও আমায় বিদায়।

প্রিয়ার কাছে নিবেদন

 প্রিয়ার কাছে নিবেদন 

  এম এ মাসুদ রানা 


ওগো মোর প্রিয়তমা

থেকো না এতো দূরে

কাছে এসে পাশে বস

সবকিছু দিবো ভরে।


তোমায় স্বপ্নে দেখি আমি

গোধুলি এক বিকেলে 

বলেছিলে থাকবো চলবো 

সুখের কথা বলে বলে।


এলোমেলো জীবনটাকে

সুখে দিবে ভরে,

এই বাসনা মনের মাঝে

হরদমেই নড়েচড়ে।


সুন্দর করে গড়বো জীবন

বুঝবো নিজের মত,

কোমল হাতের ছোয়া পেয়ে

ভুলবো মনের ক্ষত।

শুধু তোমার জন্য

 শুধু তোমার জন্য 

এম এ মাসুদ রানা 


শুধু তোমার জন্যে

এই সাজ সাজ প্রহর,

সাজোয়া পৃথিবীর আকাশ 

তারার মিতালি জব্বর


শুধু তোমার জন্যে 

এই মৃদু মৃদু আলো,

উত্তুরের বাতাস গায়ে

শীতল বাতাস জমকালো।


শুধু তোমার জন্যে

এই মায়াবী চোখ,

হাজার নদী মতো স্রোত 

প্রতিক্ষণে ভেজা পলক।


শুধু তোমারই জন্যে

এই ঠোঁটে ছিলো হাসিহাসি

দূরের বনে আনমনে বসে থাকা

নিত্য কাঁদে বেহেলা বাঁশি।

স্বপ্নের রাষ্ট্র

 স্বপ্নের রাষ্ট্র

এম এ মাসুদ রানা 


আমি আমার রাষ্ট্রে,

কখনো হয়ে যাই প্রধানমন্ত্রী,

মন্ত্রী পরিষদও গঠন করি,

থাকেনা কারোই ভোটাধিকার ;

প্রয়োজন হয় না গণতন্ত্রের

দরকার হয় না আমলাতন্ত্রে

তৈরি করতে হয় না রাষ্ট্রীয় যন্ত্র।

 মন্ত্রে থাকে না গণতন্ত্রের রক্ষাকবচ! 

থাকে না রাষ্ট্রের কোন সীমানা 

অবাধে চলতে নেই কোন মানা

কেউ কখনো দেয় না হানা 

সবাই মুক্ত এটা সবার জানা।

সবাই মুক্ত বিহঙ্গের মতো উড়ে 

চলে যাই দূর বহুদূরে থাকি ফুরফুরে।

তুমি প্রিয়ে

 ---- তুমি প্রিয়ে ----

এম এ মাসুদ রানা


জানি তুমি ভাঙ্গিবে হৃদয়

কঠিন পাথর দিয়ে,

ভাঙ্গে হৃদয় প্রবেশ করতে

চাও আলো নিয়ে। 


জ্বলবে কেমন, জ্বালাবে কেমন

টের পাবে নিজে,

পুড়াচ্ছো নন্দিত আঁধারে প্রদীপ 

জ্বলছো কৃত্রিম দিয়ে।


সবই জানো সঠিকভাবে তুমি 

সবটাই জানাও প্রিয়ে,

কোথায় যাবো, কেমনে রইবো 

তোমার সনে যাও নিয়ে।

Tuesday, January 5, 2021

মুখোশ

 মুখোশ 

এম এ মাসুদ রানা 


স্বাধীনতা মানে না আর কেউ  

গড়েছে চোরের দল

আমার ক্ষমতা রাখার তরে

করবো অনেক ছল।


মারবো মানুষ, জ্বালাবো আগুন

পুড়ুক মানুষ আজ

আমিতো বেশ মহা সুখেই আছি

বাজাই সুখের বাজ।


দেশের কথা বলি মুখেমুখে

চলছে চুরি রোজ

শত অন্যায় চলছে দেশে

রাখিনা তার কোন খোঁজ। 


মানবতা যে, মরেছে কবে

কষ্টই বেঁধেছে বাধ,

ভালর মুখোশ পরে আমি

চলছি দিন রাত।

সাম্যের পথ

 সাম্যের পথ

এম এ মাসুদ রানা 


নারীবাদী কিংবা পুরুষবাদী

ধরনীর বুকে ভরপুর,

ধর্মের মাঝেও চলে রেষারেষি

নৈতিকতা হয়েছে দূর


মৌলবাদী কিংবা হিন্দুবাদী

নিরপেক্ষতা বড্ড কম,

জাত অজাতের দ্বন্দ্বে এখন

নিরপেক্ষর আটকে দম।


পদ-পদাবলীর জোট পড়ে

মানুষ এখন মানুষ নায়,

মানুষ আমি মানুষ খুঁজি

সততার হয়েছে পরাজয়। 


মানুষ পাবো কোথায় গেলে

মানবতার নাগাল পাবো,

সুর মিলবে তাঁর গানে সুরে

সাম্যের পথে চলবো।

উল্টো জগৎ

 উল্টো জগৎ 

এম এ মাসুদ রানা 


হচ্ছে কেন উল্টোপাল্টা

কেমন আজব দেশ?

রূপের কাছে গুণ হারে

মিথ্যা দিয়ে সত্য শেষ।


ছাত্রের কাছে শিক্ষকের হারে

ভণ্ডের কাছে সম্মানী;

তর্কের কাছে ন্যায় হারে

মূর্খের কাছে জ্ঞানী!


টাকার কাছে শিক্ষা হারে

মূর্খের দেয় শিক্ষা;

পুত্রের কাছে পিতার হারে

এমন মোদের দীক্ষা।

মনের ঘোর

 মনের ঘোর 

এম এ মাসুদ রানা 


বুঝিনা মনের মতিগতি

কি যে হলো অাজ 

ফসকে গেলো, কুচকে গেলো 

অন্তরের ভাজ।


কষ্ট হলেও আমায় ভুলে 

ভালো থেকো,

তোমার প্রিয়জনকে তুমি 

মনে রেখো।


মনে থেকে ভুলতে যদি

কঠিন কষ্ট হয়

সহজ করে বলে দিও 

মনে নেই সংশয়। 


ছিলাম তো প্রয়োজনে 

আমি তোমার, 

তোমার কথাতেই কাটল 

মনের ঘোর।

অবনতি

 অবনতি

এম এ মাসুদ রানা


লজ্জায় মরে আজ ইসলাম বিশ্ব
কাফের খুশিতে মশগুল,
ফিতনার যুগে কুফরের জয়
সত্যকে বলেছে ভুল।


পীরের পায়ে সেজদায় পরে
সত্য সব জলে ভাসে,
মুসলমানদের কর্মে মুনাফিক
জয়ের হাসি হাসে।


রচনাকাল ০৬/০১/২০২১

Wednesday, December 30, 2020

টাকা

 টাকা

এম এ মাসুদ রানা 


সত্য ও মিথ্যার মাঝখানে 

টাকার বিস্তার হয় সবখানে। 

টাকায় বাড়ায় সব আপত্তি

টাকায় সৃষ্টি করে শক্তির ভিত্তি।


টাকায় বৃদ্ধি করে সম্মান

টাকায় হলো পৃথিবীর তামান। 

জগৎ জুড়ে টাকা উড়ে 

টাকার মেলায় অনেকে ধরে। 


রাজনীতি বলো সমাজকর্ম বলো

সর্বত্রই শুধু টাকা নিয়েই চলো।

অসৎ লোক পায় সুখ সাচ্ছন্দ্য

তারাই বসবাস করে মহানন্দে। 


টাকায় তাদের একমাত্র হাতিয়ার 

অর্থেই প্রয়োজনে করেছে তৈয়ার।

সুখের মাঝে খুঁজে দুঃখের ছায়া 

টেনে আনে বারেবারে মিথ্যে মায়া।

মৃত্যুঞ্জয়ী

 মৃত্যুঞ্জয়ী

এম এ মাসুদ রানা 


খোদার প্রেমে বন্দী হয়ে 

জনমভরে  কাঁদিল কাবায়

ঘোরাঘুরি জনম দাসী 

পিরীতের  ইবাদত খানায়।


আমার ভেতর আমিই সেটা

সেই আমিটাই সর্বময়!

আল্লাহর কথায় পথ ধরিয়ে

এই ত্রিভুবন আলোকময়!


তামান পৃথিবী আলোকিত

ভুবন বেশেই মুসাফির!

কণ্ঠে ধ্বনি সরল বাণী

আল্লাহু আল্লা শান তাকবির।

আমার কথা

 আমার কথা 

এম এ মাসুদ রানা 


মরুভূমির মরিচীকা দেখেছি, 

রুক্ষতার মাঝেও দেখেছি উল্লাস। 

আমি তোমাকে পেয়েছি সহজেই, 

হারিয়ে ফেলেছি সব প্রতারণা। 

তপ্ত বালুতেও ফোটে রক্ত রঙ্গিন ফুল

প্রতারকের প্রতারণা প্রতিশ্রুতি রক্ষায়।

মৃদু বাতাসে উড়তে দেখেছি, 

তোমার এলোমেলো কেশাম্বলী।

আমার সবই তোমায় দিয়েছি, 

তোমার ভালবাসার এক ডাকে,

মনের কথাও বলেছি অনায়াসে।

ভাঙ্গল আমার মনের ভুল! 

বৈরাগ্যকে ভালবাসা দিয়েছি

তোমায় ভালোবেসেছি।


সমদুঃখ

 সমদুঃখ

এম এ মাসুদ রানা 


এই যে তুমি চলে যাও 

আমার সামনে দিয়ে

আবার ফিরে দ্যাখ

 ক্লান্ত ভরা মন নিয়ে।


পশ্চিমে অস্তমিত হলো বেলা

চেষ্টায় ছিল না হেলা,

তুমি কোথাই যে চলে যাও

সুখকে দিয়ে দোলা।


তোমার চোখে দেখা যায়

সীমাহীন ব্যস্ততা, 

কাঁধে ঝুলানো থাকে ব্যাগ

অসম্ভব কিছু কথা।


এমন কি কর্ম ব্যস্ততায়

তুমি থাকো সর্বদাই? 

কাজের মাঝে ডুবে থেকে

ভাগ্য ফিরাবে তাই। 


তুমি ঘুচাতে চাও ব্যর্থতা

মনে প্রবল আশা,

সময় নেই ফিরে তাকানোর

নিজের প্রতি ভরসা।


তোমার ব্যথা ভরা মন 

সাফল্য খুঁজে সারাক্ষণ,

কথা ফোটেনা তাই মুখে

হৃদয়ে চলে হরদমে রণ।


তোমার দুঃখের যত কথা

যত বেদনা জমা বুকে,

পার না সুখটুকু চেয়ে নিতে 

রয়েছো শুধুই ধুঁকে।  


কোথাও রাখো সমদুঃখ মাথা

মিলে যদি শান্তি 

নিভে যায় যদি বুকের আগুন

একটু মিলে শীতলতা।


রচনাকালঃ- ২২/০৯/১৯ নোট

ভোজ

 ভোজ

এম এ মাসুদ রানা 


বাড়ির কাছে উপজেলা শহর

কৃষক কুমার নৌকা বায়

ন্যায়ের শাসনের লয় হলে

পৃথিবীর শোভা দেখা যায়!


আশেপাশে জাহান্নাম জ্বলে

জ্বলছে নরক অবিরাম,

অন্তবিহীন পান্থপথে কর্মফলে 

বাতাসে নড়ে অবিরাম। 


ভাল-মন্দ, সৎ-অসৎ 

কে বা রাখে কার খোঁজ,

নতুন এসে পুরনো পতন

পূর্ণদেহ শূন্যেই হয় ভোজ।

মরণকে স্মরণ করুন

 মরণকে স্মরণ করুন 

এম এ মাসুদ রানা 


যেদিন ফুরিয়ে যাবে জীবনের আশা

সেদিন হারিয়ে যাবে মুখের সব ভাষা।

প্রাণহীন দেহখানি ঘরের রইবে পড়ে,

স্বজনেরা আঁখি জল মুছবে আঁচলে।

গুণগান গায়বে তোমার মরণের পরে

মনে হবে 'দুনিয়াটা ছিলো মায়ায় ভরে।


নিঃশ্বাস থেকে যাবে, কার বিশ্বাস আছে?

কে বলতে পারবে, কে ক'দিন নিজে বাঁচে?

বাদশাহ হও-মেথর হও; ধনী কিংবা গরীব হও

মৃত্যুর জন্য  তোমরা সবাই সাদায় প্রস্তুত রও।


দু'দিনের এই মিছে মায়ার খেলা ঘরে;

কীসের এত্তো গর্ব করে রব বলো পরে?

মরণ যখন আসবে দুয়ারে; যেতে হবে ইশারায় 

যমদূত শিকার করবে তোমায় তার নিজ ইচ্ছায়।