Wednesday, October 21, 2020
বিদ্রোহীর বানী
দ্বিধা
দ্বিধা
এম এ মাসুদ রানা
কঠিন সময় হচ্ছে পার,
কিছু কথায় স্রোত ধরে রাখা।
যুক্তিক বানীতে থেতো করা হলো
কয়েকটি কঠিন কথার কথা।
পাতায় ছিলো এক ফোঁটা বৃষ্টির জল ,
উপমা দিয়ে করছে যে, টলমল।
বিশ্বাসের মধ্যে লুকিয়া থাকা কিছু কথা,
ওজনও নেই জানা, এটাই তো বড় ব্যথা
মনের গভীরে একটু আসে তো যথাতথা
হয়তো সময়ে অসময়ে অনেক কথা।
অবলম্বন চাইছে,
মেঘের ওপর আঁকা আছে ধুসর নক্সাখানি
তোমার কথায় কথা মিলিয়ে তা জানি
প্রেষ্যে হয়েছে অনেক কথা এটাও তো মানি
হাই বলবো এখন যায়নি মনের দ্বিধা খানি।
দিশেহারা মন
দিশেহারা মন
এম এ মাসুদ রানা
পরন্ত বিকেলে
মায়াবী চোখ
এলোমেলো চুল
আর মুখে হাসি।
কি যে, মন চায়
আমি কি যে, করি
সেই তরে শুধু নড়ি
মন চায় ভালোবাসি।
অজানা দিগন্তে
অজানা প্রান্তে।
মন চাই শুধু জানতে
পারি না কিছু মানতে ।
উদাসী মন করে গন্ গন্
অজানা শব্দ করে ঝনঝন
কীটপতঙ্গ করে ভনভন
সাহসে হয়েছি টনটন।
কিছু খুঁজার তরে
রয়েছি তো পরে
তবুও নাহি কেন নড়ে
তাহলে কি যাবো ঝরে।
অযাচিত অশোভনে
কোন কিছুর লোভনে
তার কিছু শ্রবণে
আছি কোন এক ভবনে।
ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই
এম এ মাসুদ রানা
আবার একটা কঠিন সংগ্রাম চাই
সংগ্রাম ছাড়া কখনো শান্তি নাই।
স্বাধীনভাবে বাঁচা হয়ে গেছে দায়
জনসাধারণ বলে সর্বক্ষেত্রে হায় হায়।
সুবর্ণ জয়ন্তী এসে গেছো মাথার কাছে
মৌলিক অধিকার নিয়ে নাহি কেহ বাঁচে।
এখনো কেন সর্বসাধারণ অধিকার যাচে?
তাহলে কী এই স্বাধীনতার মূল্য আছে?
স্বাধীনতা তুমিও তো রক্ত দিয়ে কেনা
সেই রক্তের নেই কি কোন রকম দেনা?
আমারও দরকার আছে তোর কাছে জানা
জানতে চাইলে করে সবাই শুধু মানা
তোমাকে তো বুহু প্রাণের বিনিময়ে আনা।
তোমার তরে রক্ত গঙ্গায় করতে হবে আবার স্নানান
তোমার তরে রণ হবে সবাইকে দিতে হবে জানান
তোমার রক্ষায় দিতে হবে নতুন নতুন তাজা প্রাণ
রণ করে ফিরে পেতে চাই স্বাধীনতার মান।
কলঙ্ক মুক্ত হতে চাই
কলঙ্ক মুক্ত হতে চাই
এম এ মাসুদ রানা
ভাটির জননী, তুমি এখনো নিরব কেন?
তুমি তোমাকে নিয়ে ভাবো না কেন?
তোমার প্রতিবাদ করতে এতো বিড়ম্বনা কেন?
তোমার নিজের প্রতি নেই কেন অনুতাপ?
তোমার প্রতি মাঝে মাঝে হয় অনেক রাগ
তোমার প্রতি তবুও থাকি অনেকটাই সজাগ।
তোমার প্রতি থাকে অনেক অভিযোগ,
তোমার প্রতি তবুও থাকে অনেক অনুরাগ।
তোমাকে রক্ষা করতে যারা রক্ষাকবচ
তারাই আজ কেন এতোটা অবুঝ?
তারাতো তোমার কামুক বাসনায় মক্তো
তাই তার হতে পারেনি তোমার শক্ত ভক্ত।
তুমি প্রতিবাদী হও প্রতিশোধ নেওয়ার তরে
সবাই নিশ্চুপ হয়ে যায় যেন তোমার ভরে
সকল ধৃষ্টতা যেন তোমার ভয়ে নড়ে
আবার তার সবাই তোমার জয়গান ধরে।
নৎসাৎ করে দাও সেই কুচক্রী মহল
কুচক্র করে যেন তারা না পাই কোন ফল
যেন তারা ফেলাতে না পরে কারো চোখে জল
জ্বালিয়ে দাও তোমার প্রতিবাদী দাবানল।
তুমি ধ্বংস করে দাও তাদের কালো হাত
ভেঙ্গে দিতে হবে তো তাদের বিষদাঁত
কুকর্মের তরে হয় যেন তাদের হয় লাজ
প্রভাতে বলতে চাই কলংকমুক্ত হলাম আজ।
Tuesday, October 20, 2020
আমি আমার মতো
_____ আমি আমার মতো
এম এ মাসুদ রানা
তোমাকে বলি,
তুমি অর্থশালী, অর্থ আছে তাই
তুমি বিত্তবান, সম্পদ আছে তাই
তুমি শক্তিশালী, শক্তি আছে তাই
তুমি ক্ষমতাশালী, ক্ষমতা আছে তাই।
তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থ নেই তাই
আমি বিত্তহীন, সম্পদ নেই তাই
আমি নিরবল, গায়ে জোর নেই তাই
আমি অসহায়, আমিই নিরুপায়।
তোমাকে বলি
তুমি মতামত কিনতে এসো না
তুমি অর্থের লোভ দিয়ে ডেকো না
তুমি শক্তি প্রয়োগ করতে চেয়ো না
তুমি ক্ষমতা আমায় দেখাও না।
তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থের নেই কোন লোভ
আমি বিত্তহীন, সম্পদের প্রতি নেই লোভ
আমি নিরবল, শক্তি দিয়ে পেতে চাই না ফল
আমি অসহায়, করো উপর ভর করে পেতে চাই ঠাই।
তোমাকে বলি,
অহেতুক বিরক্ত করো না আমায়
অহেতুক লোভ দেখাইয়ো না আমায়
অহেতুক বল প্রয়োগ করো না আমায়
অহেতুক ক্ষমতা দেখাইয়ো না আমায়।
তোমাকে বলি,
আমাকে আমার মতো থাকতে দাও
আমাকে আমার মতো বাঁচতে দাও
আমাকে আমার মতো চলতে দাও
আমাকে আমার মতো বলতে দাও।
Saturday, October 10, 2020
সোনালীর তরে
Thursday, October 8, 2020
ক্ষয়
আর্তচিৎকার
শুভ রাত্রি
Wednesday, September 30, 2020
কর্ম করো
বন্ধু
নামাজ পড়ি
বাঁচার অধিকার
Sunday, September 27, 2020
ছন্নছাড়া
Tuesday, September 22, 2020
আমি
আমার আমি
Friday, September 18, 2020
উল্টো পাল্টা
উল্টা পাল্টা
এম এ মাসুদ রানা
উল্টে গেছে শব্দমালা
পাল্টে নিও অর্থমালা।
ভালো বললে মন্দ বুঝো
শান্তি বললে অশান্তি।
ঘৃণা করার পরিবর্তে কি?
ভালবাসার অর্থ বুঝায় না।
দুরে যাওয়ার বিপরীতে
কাছে আসার পথ খুঁজো না।
তুমি আমায় রাখোনি মনে,
আমি তোমায় রাখেছি দমে।
আমার কথা যদি আসে কোন ক্ষণে
বুকের ক্ষত চিহ্ন পরবে তোমার মনে।
অনেক ভাল আছি আমি
না হয় তুমি মানিয়ে নিও।
তুমি আমায় ভুলে গেলে
জানিয়ে দিয়ো পত্র দিয়ে।
প্রতিশোধ
অভিসারিণী
Thursday, September 17, 2020
রক্তদান
Sunday, September 13, 2020
অশরীরী প্রেম
তুই বালিকা
স্বপ্ন অয়ন
গোধুলির বিকেলে
গোধুলির বিকেলে
এম এ মাসুদ রানা
মনের কথা
অপেক্ষা
অপেক্ষা
এম এ মাসুদ রানা
আমি সেই সময় টুকু চিনি
যাকে তোমরা অপেক্ষা বলো!
অপেক্ষা যে অপেক্ষা নয়,
মনে হয়, প্রতিটি মুহূর্তে বিষ পানের শামিল।
প্রতিটি দমে, পলে অনুপলে, ক্ষণে অনুক্ষণে,
মনে হয়তো দীর্ঘ্য দিনের মতন
যখন তোমরা বলো, অপেক্ষা কর,
একটু অপেক্ষা কর,
আমি আসবো, আবার আসবো।
অপেক্ষায় কেটে গেছে দিন, মাস, বছর
বলেছো তোরা যাই, চোখের পলকে আসবো,
হৃদয়ের প্রবণতাও নিভে গেছে অপেক্ষার তরে।
কিছুটা সময় বাকী আছে,
লাশ হয়ে পরে রব অচেনাদের কাছে,
তোমার তরে অপেক্ষায় থেকে যদি নাহি বাঁচি
লাশ হয়েও থাকতে পারবো কিছুক্ষণ তোদের কাছাকাছি
অপেক্ষায় রেখে গেছো শুধুই মিছামিছি।
বলি কারো তরে অপেক্ষা করবো না আর,
অপেক্ষা করতে করতে করেছি জীবনটা পার
সেও কারো জন্যে অপেক্ষা করেনি তো আবার!
সময় বয়ে চলে তার গতিতে,
অনেকটা মৃত্যুর মতো,
তবুও মরিনি এখনো আমি।
হয়নি যাবার বেলা
সন্ধ্যার ছন্দে
শহর
ইন্দ্রজাল
শুন্যতা
তোমার অতলে
অপরিচিতা
বসনায় অধীর
বাঁচিবার সাধ
অনুভুতি
সুখ
ফেলে আসা শিমুলতলা
ভালোবাসার গান
ভিন্ন আকাশ
তোমাকে অনেক বেশি ভালবাসি
Monday, September 7, 2020
মনের বচন
Saturday, September 5, 2020
শিক্ষক ও শিক্ষা
Wednesday, September 2, 2020
কৌমুদীর রূপ
Saturday, August 29, 2020
প্রাপ্যতা
আর কত দিন আর কত রাত
Tuesday, August 25, 2020
অমীমাংসিত
এম এ মাসুদ রানা
আর কতকাল বইবো বলো?
মনের ভিতরে মন আছে বলেই -
তাই শুধু তোমাকেই চাই!
শুধু বিষ, আর শুধু বিষ,
সাথে থাকে অহর্নিশ।
আর কতকাল এই লুকোচুরি
খেলা আর খেয়ালি।
পাওয়া না পাওয়ার লড়াই!
কথায় কথায় করো এতো বড়াই,
কেনই বা বদলে গেলে!
আসতে পারো না কি কোন ছলে?
এতো করুণায় তোমার হৃদয় নাহি গলে।
কতকাল চলবে অমীমাংসিত সালিশ?
আবেগে অশ্রু জলে ভিজে কোমল বালিশ
Friday, August 21, 2020
কারাদণ্ড
Sunday, August 16, 2020
ভাল মানুষ
Sunday, August 9, 2020
করোনাকালে
Saturday, August 8, 2020
অশান্ত মন
Tuesday, August 4, 2020
হায়রে অর্থ
Saturday, August 1, 2020
বর্ষা
বিরহের দিন
Wednesday, July 1, 2020
একজন করোবা পজিটিভের গল্প
Tuesday, June 30, 2020
মন পাখি
Saturday, June 27, 2020
হায়রে অতীত নিদারুণ বর্তমান
Wednesday, June 24, 2020
আমি দেখতে চাই
Friday, June 19, 2020
তুমি ছলনাময়ী
Sunday, June 14, 2020
তুমি ফিরে আসো
শব্দ
Saturday, June 13, 2020
আসেনি কোন সাড়া
Sunday, June 7, 2020
সুন্দরী কন্যা
Friday, June 5, 2020
আতংক
করোনা
এখনো তোমায় ভালবাসি
শেষ শয্যার শরীর
Friday, May 29, 2020
ক্ষমা করে দাও
Thursday, May 28, 2020
হলো না
সচেতনতা ও সহানুভূতির অভাব
আর্তনাদ
পেটে ভিষণ ক্ষুধা
শুভ সকাল
মধ্যবিত্ত
লকডাউন
মাফ করে দাও খোদ
Sunday, March 22, 2020
গজব
________ গজব __________
___ এম এ মাসুদ রানা ____
Sunday, March 15, 2020
খেয়ালি
___________ খেয়ালি _____________
_______ এম এ মাসুদ রানা __
খেয়ালি ক্ষণে ক্ষণে,
মোর কথা যদি আসে তোর মনে,
বুঝিবে আমি আছি তোর সনে
খু্ঁজিতে হবে না তোকে জনে জনে।
থাকিবো না"তো গহীন কোন বনে
অযাচিত হয়ে থাকি না"তো রণে।
খুঁজিতেছো বল তুমি বনে বনে
খু্জিতেছো বল তুমি জনে জনে।
তোর ভাবনায় আসে না কেন?
সর্বক্ষণে থাকিস তুই মোর মনে।
দূরে রাখি না তোকে কোন ক্ষণে
তোকে বলি না কখনো অন্য জনে।
বেকুলতার মাঝেই তো আকুলতা
এরই মাঝে হয় না'কি প্রীতি খোঁজা?
মিস ছাড়া, হয় কি গো ভালবাসা?
ভালবাসার নামে দিচ্ছো মিছে আশা।
করোনা ভাইরাস
___ করোনা ভাইরাস
__ এম এ মাসুদ রানা __
মরণ ব্যাধি এই করোনা
ধরলে তো আর ছাড়ো না।
করল প্রথম চীনকে জয়
করছে এখন সবাই ভয়।
বান্দা যখন আল্লাহকে গেল ভুলে
ঠিক তখনি করোনাকে দিলো তোলে।
ছাড়ো এবার মানুষ মারার ইনজয়
করোনা এবার করছে তিলেতিলে ক্ষয়।
সময় কেবল যাচ্ছে সবার
করোনা আবার ধরলো কার।
ভয়টা তোর আর যায় না ছেড়ে
করোনা তো সবাইকে দিচ্ছে মেরে।
খোদার কাছে এই মোনাজাত
'করোনা' থেকে যেন পাই আজাদ।
গুনাহ যেন করেন মাফ
বেমার করতে না যেন পারে কাত।
সব ছেড়ে আল্লাহ' পথটি ধর
কাজের মাঝে আল্লাহকে সরণ কর।
আল্লাহকে ডাকার পাশাপাশি
ইমান রাখিস কাছাকাছি।
Tuesday, March 10, 2020
একটি খেলা
_____ একটি খেলা _____
___ এম এ মাসুদ রানা ___
তুমি বরং তারই গল্প হয়ে যাও
যাকে তুমি মনের গভীরে নাও।
কখনো কি তাকে ছাড়তে চাও?
তারই কথা ভেবে তো সুখ পাও।
যে তোমাকে বইয়ের পাতায় পাতায়
লিপিবদ্ধ করে রাখতে চায়।
তুমি বলোই তো সে ছাড়া তুমি নাই
কি করি বলো হাই!
আমি না হয় পড়বো সেই গল্প
কোন এক বই মেলায়।
আমায় নিয়ে খেলেছো খেলায়
কোন একটা গোধুলীর বেলায়।
বিফলতা
------------ বিফলতা ------------
------ এম এ মাসুদ রানা -------
আজ বহে বুকে যমুনার বান
কথায় কাজে ছিল না কি মান
তাইতো হচ্ছে হৃদয় খানখান
চলে যাবে বুঝি এ-ই প্রাণ।
কথায় কাটে সবাই কথার ভাজ
করে যাই সবে মন দিয়ে কাজ
সেজেছো এখন অনুপম সাজ
বাঁজিতেছে কানে আনন্দের বাজ।
নতুন নতুন লোকের মাঝে
রয়েছো প্রিয়োজনের সাথে
মনোযোগী হয়েছে নতুন কাজে
আমার কথা মনে নাহি আসে।
ব্যথাতুর হৃদয়ে ব্যর্থতা ঘুচাতে
করি এখন চেচামেচি কলরব।
ব্যর্থতা কাঁধে নিয়েছি সবে
একাকীত্ব হয়েছি এখন ভবে।
বন্ধ করো
_________ বন্ধ করো __________
------- এম এ মাসুদ রানা ------
আমি তোমার সাথী
_____ আমি তোমার সাথী____
______ এম এ মাসুদ রানা ______
দিবসের শেষে গোধুলীর সাঁঝে
পুর্ব দিগন্ত থেকে তোমার সুর আসে।
নদীর ধারে দক্ষিনা বাতাস বয়
মাঝে মাঝে কেমন আছিস কয়।
দুঃখ থাকলেও আমার বুকে
জানতে পারবে না কেউ শুকে।
ভালবাসার স্বরে নদীর জল বলে
সুখ করিস খালি কোন ফলে।
তোর মনে আছে কত যে দুঃখ
সে"তো আমি জানি, আমি জানি।
দুঃখের পরে আসবে সুখ
এটাও তো আমি মানি, আমি মানি।
গভীর রাতে পরে আঁখির জল
দূঃখ ভরা নয়ন করে টলমল।
আমি সর্বক্ষণে থাকি তোমার পাশাপাশি
ধরে নিতে পারো আমি তোমার সাথী।
Monday, February 10, 2020
ব্যবধান
_________ ব্যবধন __________
____ এম এ মাসুদ রানা ______
অন্য দেশের যুবকরা যখন
জয় করতে চায় অজানা কিছু।
দেশের জন্য জীবন দিয়ে রয়েছে রাজি
পরাজয় মনে না তারাই জন্য জীবন বাজি।
ঠিক তখনি আমার দেশের যুব সমাজ
ধর্ষনকে করেছে প্রধান কাজ ।
তাদের দেখে হয় না, এদের লাজ
করতে চাই না কোন ভাল কাজ।
অন্য দেশের যুব সমাজ শিখে
উন্নত হবে কিসে এটাই তারা লিখে।
শক্তিধর কেমনে হবে তার
এটার জন্য দিচ্ছে সবাই সাঁড়া।
আমার দেশের ছেলেকে মা-বাপে বলে
প্রতারক হতে হবে ছলে বা কৌশলে।
ভন্ড বাবার ভন্ডামি চলছে রমরমি
শীতে যেমন ধরে মানুষের কনকনি।
অন্য দেশে নেতা ব্যর্থ হলে
নিজ দায়িত্ব নিজেই ছাড়ে।
জোড় করে নেয় না ক্ষমতা কাড়ে
এতে তো তাদের শুনাম বাড়ে।
আমার দেশে অসৎ লোকে নেতা হয়
কথায় কথায় দেয় মরণের ভয়।
জনগণের মনকে করতে চাই না জয়
এরই ফলে বারে বার হচ্ছি তো পরাজয়।
Saturday, January 25, 2020
শঠতার জিন্দেগী
Wednesday, January 15, 2020
কোথায় তুমি
___________ কোথায় তুমি
************* এম এ মাসুদ রানা
কোথায় তুমি
ফাগুন আসার কথা শুনে ফুটে যদি ফুল
রাত আসার কথা শুনে জ্যোৎস্না যদি হাসে
জ্যোৎস্না ছাড়া আঁধার রাতে যদি কাঁদে।
কষ্ট হোক না কেন সুখ আসে ফাঁকে ফাঁকে!
কোথায় তুমি
সাগরের পথ ধরে নদীর স্রোতে হয় ভয়
মিলনও বাসনার তরে সব বাধা ডিঙ্গে।
নিবে না তো কিছুই কেউ ছিনিয়ে
হয়তো সবকিছুই মন থেকে মানিয়ে।
কোথায় তুমি
তুমি আসো না আমার বসন্তীর শুভক্ষণে
আসো না আমার অনুভুতি জাগানো মনে।
নীল আকাশ পানে আছো অনেক দূরে
মেঘের ভেলা পাল তুলে রখেছে তোমায় মুরে।
কোথায় তুমি
আমার প্রতি নেই কি তোমার মনের টান,
বিঁধেনি কি তোমার মনে আমার প্রেমবাণ
এক রথীও দিলেনা এই প্রেমের মান
কথায় কথায় মার শুধু পিছু টান।
কোথায় তুমি
স্বপ্নের চরে তুমি স্বপ্নচারিতা হলে না।
যেমন করে কোকিল নীড় বাঁধে না।
ভালবেসে নিরবে তোমার কাছে ডাকোনা,
সবসময় ভালবাসার নামে করো বাহানা।
হে মাধুরী
******* এম এ মাসুদ রানা
হে মাধুরী
তোমাকে দেখেছি গভীর কোন রাতে
ফুল নয়, তারাও নয় এর চেয়ে বেশি
ভরেছিলে হৃদয়ে, বসেছিলে কাছাকাছি
তোমার কথায় ছিলনা কিছু মিছামিছি।
হে মাধুরী,
তোমায় দেখেছি জোৎস্না ভরা রাতের
রেখেছিলেতো হাত দুটো এই কাঁধে
ঐ কথামালা এখনো এই হৃদয়ে বাঁধে
চন্দ্র যেনো হার মেনেছিল তোমার সাঁজে।
হে মাধুরী,
তুমি যেনো শান্ত নদীর অশান্ত ঢেউ
মাঝে মাঝে দেখেছেতো কেউ না কেউ।
পাখির গানে মনের টানে
তোমাকে খুজে পাইনি নদীর ভরা বানে।
হে মাধুরী,
তুমি ছিলে অবারিত সবুজের মাঠে,
যত দেখেছি ততই অভিভূত হয়েছি।
মেটেনি এই পোড়া মনের সাধ
তাই তো দিয়েছো তোমার মনে বাঁধ।
হে মাধুরী,
তুমি ছুয়ে যাও আমায় শুধু একবার
তোমাকে পাবার তৃষ্টায় হচ্ছি যে ছারখার।
এক'বার ছুয়ে যাও তৃষ্ণাতূর হৃদয়
তুমি না এলে যন্ত্রণা করবে আমায় জয়।
Monday, January 6, 2020
তোমার প্রতিক্ষায় ছিলাম
এম এ মাসুদ রানা
Saturday, December 28, 2019
প্রেমানন্দ
Thursday, December 26, 2019
বিফল বাসনা
Tuesday, November 19, 2019
ভালবাসায় সাড়া দাও
ভালবাসায় সাড়া দাও
এম এ মাসুদ রানা
আমি বলি অনন্ত বিরহ, কখনো দহন কাল
সবার জীবনে বুনতে চাই জাল!
আমার শূন্য দৃষ্টি এক সমুদ্র নোনা জলে ভাসে
এক রূপকথার গল্প বলে নীববে কাঁদে।
হে প্রিয়তমা!
তোমার মনোকাশটা আমায় দেবে শুনি?
দিলে কি ক্ষতি হবে এটাও একটু জানি?
না দিলেও ক্ষতি নেই আমার।
আমার এই জীবন শুধুই বিরান ভূমি
উপযাচক হয়ে করতে এসো না খুশি।
মুঠো ভরে একমুঠো দিয়ো গো আশ্বাস
তৃষ্ণাত্তুর হৃদয়ে সেটাই করবো বিশ্বাস।
সেই আশ্বাসে পাই যেন অতীতের ফেলে আশা বিশ্বাস
হলুদ পাতার সবুজ দৃষ্টিতে নিবো নিঃশ্বাস।
নতুন চরে উড়ে আসা সাদা বকের সারি
সাদা কাশফুল হাওয়াতে করবে নড়ানড়ি।
আমার একটা সমুদ্র চাই
যেখানে আশ্বাসের ভালবাসা নাই।
দু'এক ফোঁটা বৃষ্টিতে, একটা সমুদ্র ভিজে
সমুদ্রের সাথে পাল্লা দিয়ে কেউ কি জিতে?
সবাই ছুটে আসে, তার গায়ে কিছু জলে ভিজে নিতে।
আকাশ জুড়ে যখন কালো মেঘের ঘনঘটা করে
তার ভয়ে কি সমুদ্র কখনো কি নড়ে?
সময়ের বিবর্তনে অন্ধকারে ঢাকা শুকতারা,
আবার সূর্য ডোবার পর একই স্থানে ধ্রুবতারা,
কেউ উদয় হয় না, তাদের নিজেস্ব স্থান ছাড়া
তুমিও দাও, আমার ভালবাসায় সাড়া।
Tuesday, November 12, 2019
বিচিত্র মানুষ
বিচিত্র মানুষ
এম এ মাসুদ রানা
````````````````````````````````````````````````````````নৈঃশব্দ্য শব্দটি খুব শদা
মানুষ সংক্ষিপ্ত ধ্বনি চায় অর্থ খোঁজে খুব বেশি
অর্থে খোঁজ না পেলেও করে তারা চেচামেচি
বিভিন্ন কারণে চলে আসে কাছাকাছি
ছলনা ও ললসা পেতে কথা বলে মিছামিছি।
বড়ই বিচিত্র কামনা-বাসনা থাকে মানুষের
স্বভাবও দ্রুত জমা বদলায়। দুর্বৃত্ত বাতাসে
উড়ে যায় পূর্ণিমার অদৃশ্য গহীন শাদা জোৎন্সায়
বিষাদের গ্রীবার জ্বলে ওঠে শোকের স্তবক অখণ্ড বিষাদ।
রঙ্গিন মেঘের গাঢ় রঙিন রোদেলাবিকাল মৃত
রজনীর উঠোনে উজ্বল মেঘের শাদা ধ্বনি, গূঢ়
বেদনার নিঃশব্দ অশ্রু ঝরে অলক্ষে কোথাও
ঝরা অশ্রু হবে কি আবার বৃথা?
মানুষের পকেটে নেই নক্ষত্র, মেঘভর্তি ব্রিফকেস হাঁটে
সুন্দর আঙুলগুলো দিনরাত অন্ধকার লেখে
শর্টহ্যান্ডে লেখে অপ্রতিরোধ্য বিষাদ দীর্ঘশ্বাস
পায়না তো জীবনে বাঁচাবার উচ্ছাস।
তবুও আমাদের প্রতিটি সকাল অপেক্ষায় থাকে
মানুষের জন্যে সুখের পাখির জন্যে
সুখ পাখি পেয়ে হবে তো সবাই ধন্য
সুখ পাখি করবে কি আমাদের গণ্য?
বাজারে হবে আবার সবে কি কেনা বেচার পণ্য?
আমাদের বাঁচার জন্য পায়না অন্য।